পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাশি ও জন্ম নক্ষত্র – মানুষের স্বভাব, ভাগ্য | MyAstrology

ছবি
রাশি ও জন্ম নক্ষত্র – মানুষের ভাগ্য, স্বভাব ও চরিত্র প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র শুধু গণনার বিদ্যা নয়, এটি মানুষের অন্তর্লোক ও মহাজাগতিক শক্তির এক গভীর সংলাপ। রাশি হলো সেই আকাশপথ, যেখানে গ্রহ-নক্ষত্রের নিরন্তর চলাচল মানুষের জীবনের গতিপথ নির্দেশ করে। আবার জন্ম নক্ষত্র হলো সেই আধ্যাত্মিক আলো, যা জন্মের মুহূর্তে আমাদের চেতনার বীজ রোপণ করে। বৈদিক দর্শনে বলা হয়েছে – “যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে” , অর্থাৎ মানুষের জীবনে যা ঘটে, তা মহাজাগতিক ছন্দেরই প্রতিফলন। প্রতিটি রাশি মানুষের বহিরাঙ্গ চরিত্র, সামাজিক পরিচয় ও জীবনপথের প্রতীক। অন্যদিকে প্রতিটি নক্ষত্র মানুষের অন্তর্গত মনোভাব, প্রবৃত্তি ও কর্মফলের সূক্ষ্ম দিক প্রকাশ করে। তাই একজন মানুষকে জানতে হলে শুধু রাশি নয়, তার জন্ম নক্ষত্রের রহস্যও বিশ্লেষণ করা জরুরি। এখানেই জ্যোতিষশাস্ত্র দার্শনিক এক শিল্পে রূপ নেয় – যেখানে গণনা ও চেতনার মিলনে সত্য উদ্ভাসিত হয়। আজকের আলোচনায় আমরা ২৭টি জন্ম নক্ষত্রের বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। প্রত্যেক নক্ষত্রের নিজস্ব শক্তি, চরিত্র, স্বভাব ও ভাগ্য...