
বুদ্ধ পুর্নিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথি হলো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা| বর্তমান সময়ের থেকে আড়াই হাজার বছর আগে, ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই তিথি তে বুদ্ধত্ব লাভ করেন| বুদ্ধ কথার অর্থ বুঝতে হলে, মানুষের বুদ্ধির তিনটি স্তর সম্বন্ধে জানতে হবে, যেমন বুদ্ধু মানে বোকা, বুদ্ধু স্তর পার করে মানুষ বুদ্ধির স্তর লাভ করে, বুদ্ধি বেশ চালাক চতুর বুদ্ধিমান, বুদ্ধির স্তর পার করে মহামানব বুদ্ধের স্তর লাভ করে, অর্থাৎ যে স্তর জ্ঞান-বুদ্ধির অনেক ঊর্ধ্বে, যে স্তরে সত্যের দর্শন হয় | এই তিথি গৌতম বুদ্ধের জন্ম তিথি ও মানা হয়| বুদ্ধ হলো দয়ার প্রতীক, সত্যের প্রতীক, করুনার প্রতীক, জ্ঞানের প্রতীক, ধর্মের প্রতীক| বুদ্ধের ত্রিশরণ মন্ত্র হলো বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং স্মরণং গচ্ছামি সঙ্ঘং শরণং গচ্ছামি অন্যান্য - অক্ষয় তৃতীয়া কি? জেনে নিন অক্ষয় তৃতীয়া সম্বন্ধে অর্থাৎ আমি বুদ্ধের স্মরণ নিলাম আমি ধর্মের স্মরণ নিলাম আমি সংঘের স্মরণ নিলাম | হিন্দু শাস্ত্র অনুযায়ী বুদ্ধ কে ভগবান শ্রী বিষ্ণুর অবতার মানা হয়েছে, তাই এই তিথিতে শুভ কর্ম করে শ্রী বিষ্ণু ভগবানের কৃপা লাভ...