বুদ্ধ পুর্নিমা
বুদ্ধ পুর্নিমা 
বৈশাখ মাসের পূর্ণিমা তিথি হলো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা| বর্তমান সময়ের থেকে আড়াই হাজার বছর আগে, ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই তিথি তে বুদ্ধত্ব লাভ করেন| বুদ্ধ কথার অর্থ বুঝতে হলে, মানুষের বুদ্ধির তিনটি স্তর সম্বন্ধে জানতে হবে, যেমন বুদ্ধু মানে বোকা, বুদ্ধু স্তর পার করে মানুষ বুদ্ধির স্তর লাভ করে, বুদ্ধি বেশ চালাক চতুর বুদ্ধিমান, বুদ্ধির স্তর পার করে মহামানব বুদ্ধের স্তর লাভ করে, অর্থাৎ যে স্তর জ্ঞান-বুদ্ধির অনেক ঊর্ধ্বে, যে স্তরে সত্যের দর্শন হয় |
এই তিথি গৌতম বুদ্ধের জন্ম তিথি ও মানা হয়|
বুদ্ধ হলো দয়ার প্রতীক, সত্যের প্রতীক, করুনার প্রতীক, জ্ঞানের প্রতীক, ধর্মের প্রতীক|
বুদ্ধের ত্রিশরণ মন্ত্র হলো
বুদ্ধং শরণং গচ্ছামি
ধর্মং স্মরণং গচ্ছামি
সঙ্ঘং শরণং গচ্ছামি

অন্যান্য - অক্ষয় তৃতীয়া কি? জেনে নিন অক্ষয় তৃতীয়া সম্বন্ধে

অর্থাৎ
আমি বুদ্ধের স্মরণ নিলাম
আমি ধর্মের স্মরণ নিলাম
আমি সংঘের স্মরণ নিলাম |

হিন্দু শাস্ত্র অনুযায়ী বুদ্ধ কে ভগবান শ্রী বিষ্ণুর অবতার মানা হয়েছে, তাই এই তিথিতে শুভ কর্ম করে শ্রী বিষ্ণু ভগবানের কৃপা লাভ করা যায়, যেমন দরিদ্রদের সেবা করা, দান করা, সত্যের পথে চলা এ ছাড়াও ভগবান বুদ্ধের দেখানো অষ্টাঙ্গিক মার্গ অবলম্বন করে আমরা সত্যের পথে চলার চেষ্টা করতে পারি | এবং নিজেদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে পারি |
অষ্টাঙ্গিক মার্গের আট রকম পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছে |১. সম্যক দৃষ্টি ২.সম্যক সংকল্প ৩.সম্যক বাক্য ৪.সম্যক কর্ম ৫.সম্যক জীবিকা ৬.সম্যক প্রযত্ন ৭.সম্যক স্মৃতি ৮. সম্যক সমাধি

সম্যক দৃষ্টি_ ভালো মন্দের সঠিক নির্বাচন করাকে বলে সম্যক দৃষ্টি। সত্যের পথে চলার জ্ঞান হলো সম্যক দৃষ্টি।

সম্যক সঙ্কল্প_ রাগ, হিংসা ক্রোধ ত্যাগ করে, সত্যের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞাই হলো সম্যক সঙ্কল্প বলে।

সম্যক বাক্য_ মিথ্যা, কটু কথা ও বৃথা বাক্য থেকে বিরত হয়ে সত্য ও অর্থপূর্ণ বাক্য বলা।

সম্যক কর্ম_ হিংসা, চুরি, লোভ, ত্যাগ করে সত্য কর্ম করা ।

সম্যক জীবিকা_ মিথ্যা, অসৎ জীবিকা ত্যাগ করে সৎপথের জীবিকা দ্বারা জীবনযাপন করা।
(সব রকম প্রাণিহিংসা, প্রাণিহত্যা প্রভৃতির মাধ্যমে গৃহীত জীবিকাকে মিথ্যা জীবিকা বলে। অস্ত্র, প্রাণী, মাংস, নেশা ও বিষ প্রভৃতি নিয়ে বাণিজ্যকে মিথ্যা জীবিকা বলে।)

অন্যান্য - এই বিষয় গুলো না জানার কারণে সফল হতে পারছেন না

সম্যক প্রযত্ন_ খারাপ চিন্তা ত্যাগ করে শুভচিন্তা করা , শুভ চিন্তার যত্ন ও বৃদ্ধির চেষ্টাই সম্যক প্রযত্ন।

সম্যক স্মৃতি_ ভালো কাজের প্রকৃত স্থিতি এবং মলিনতা দূর করা সম্ভব, এ কথা স্মরণ ও ভাবনাকে বলে সম্যক স্মৃতি।

সম্যক সমাধি_ মন বা চিত্তের একাগ্রতাকে বলে সমাধি। নির্জনে বসে জাগতিক চিন্তা ত্যাগ করে একক মনে ঈশ্বরের ধ্যান করা, এর দ্বারা মনের চঞ্চলতা দূর করা সম্ভব।

সব ধরনের পাপকর্ম থেকে বিরত থাকা, নিজের চিত্তকে সংযত ও পরিশুদ্ধ রাখাই বুদ্ধদেবের উপদেশ| এই বুদ্ধ পূর্ণিমা থেকে আমরা বুদ্ধের উপদেশ পালন করে সত্যের পথে এগিয়ে যেতে পারি |
আজকের লেখা এই পর্যন্তই নমস্কার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার