রাশিচক্রে বারটি ভাবের কোনভাবে চন্দ্র অবস্থান করলে কি ফল পাওয়া যায়?

আমরা সকলেই জানি যে চন্দ্র রাশিচক্রে যেরাশিতে অবস্থান করে সেটাই জাতকের জন্ম রাশি | বরাহমিহিরাচার্য রচিত বৃহজ্জাতকম্ গ্রন্থ অনুযায়ী, কোন জাতকের জন্ম সময়, জন্ম লগ্নে চন্দ্র অবস্থান করলে, অর্থাৎ তার রাশিচক্রে লগ্নে চন্দ্র অবস্থান করলে, সেই ব্যক্তি মূক হয়, মূক কথার অর্থ হল বোবা, উন্মত্ত অর্থাৎ হিতাহিত জ্ঞানশূন্য, জড় প্রকৃতির, চক্ষুরোগী বা অন্ধ, অনুচিত কার্যকারী, বধির অথবা ভৃত্য হয় | কিন্তু মেষ, বৃষ, কর্কট, এই তিনটি লগ্নে চন্দ্র অবস্থান করলে এই লগ্ন গুলিতে বিশেষ ফল পেয়ে থাকে | যেমন কর্কট রাশি, কর্কট লগ্ন হল চন্দ্রের স্বক্ষেত্র, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্নপতি লগ্নে অবস্থান করলে লগ্ন বলবান হয়, তাই কর্কট লগ্নে চন্দ্র অবস্থান করলে জাতক-জাতিকা ধনবান ও সম্পদশালী হয় | বৃষ রাশি হল চন্দ্রের তুঙ্গ ক্ষেত্র, এই ক্ষেত্রে চন্দ্র বলবান হয়ে থাকে, তাই বৃষ লগ্নে চন্দ্র অবস্থান করলে সেই জাতক ধনবান ঐশ্বর্যশালী হয় | এবং মেষ লগ্নে চন্দ্র অবস্থান করলে, সেই জাতক-জাতিকা একাধিক সন্তান বিশিষ্ট হয় | এবার জানবো লগ্ন হতে দ্বাদশ ভাবের কোন ভাবে চন্দ্র অবস্থান করলে কি ফল পাওয়া যায় | লগ্ন থেকে দ্বি...