আমরা সকলেই জানি যে চন্দ্র রাশিচক্রে যেরাশিতে অবস্থান করে সেটাই জাতকের জন্ম রাশি | বরাহমিহিরাচার্য রচিত বৃহজ্জাতকম্ গ্রন্থ অনুযায়ী, কোন জাতকের জন্ম সময়, জন্ম লগ্নে চন্দ্র অবস্থান করলে, অর্থাৎ তার রাশিচক্রে লগ্নে চন্দ্র অবস্থান করলে, সেই ব্যক্তি মূক হয়, মূক কথার অর্থ হল বোবা, উন্মত্ত অর্থাৎ হিতাহিত জ্ঞানশূন্য, জড় প্রকৃতির, চক্ষুরোগী বা অন্ধ, অনুচিত কার্যকারী, বধির অথবা ভৃত্য হয় |
কিন্তু মেষ, বৃষ, কর্কট, এই তিনটি লগ্নে চন্দ্র অবস্থান করলে এই লগ্ন গুলিতে বিশেষ ফল পেয়ে থাকে |
যেমন কর্কট রাশি, কর্কট লগ্ন হল চন্দ্রের স্বক্ষেত্র, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্নপতি লগ্নে অবস্থান করলে লগ্ন বলবান হয়, তাই কর্কট লগ্নে চন্দ্র অবস্থান করলে জাতক-জাতিকা ধনবান ও সম্পদশালী হয় |
বৃষ রাশি হল চন্দ্রের তুঙ্গ ক্ষেত্র, এই ক্ষেত্রে চন্দ্র বলবান হয়ে থাকে, তাই বৃষ লগ্নে চন্দ্র অবস্থান করলে সেই জাতক ধনবান ঐশ্বর্যশালী হয় |
এবং মেষ লগ্নে চন্দ্র অবস্থান করলে, সেই জাতক-জাতিকা একাধিক সন্তান বিশিষ্ট হয় |
এবার জানবো লগ্ন হতে দ্বাদশ ভাবের কোন ভাবে চন্দ্র অবস্থান করলে কি ফল পাওয়া যায় |
লগ্ন থেকে দ্বিতীয় স্থানে চন্দ্র অবস্থান করলে, জাতকের বহু কুটুম্ব অর্থাৎ অনেক আত্মীয় হয়ে থাকে |
রাশিচক্রের তৃতীয় স্থানে চন্দ্র অবস্থান করলে, জাতক-জাতিকা হিংস্র হয় |
লগ্ন থেকে চতুর্থ অবস্থান করলে জাতক-জাতিকা সুখী হয়ে থাকে |
পঞ্চমে অবস্থান করলে পুত্রবান |
ষষ্ঠে অবস্থান করলে বহু শত্রু যুক্ত হয়, মৃদুকায়, (মৃদুকায় কথার অর্থ হলো নরম শরীর) স্বল্পাহারী, শীঘ্র বীর্যপাত, উগ্র স্বভাব বিশিষ্ট ও অলস প্রকৃতির হয়ে থাকে |
যদি কোন জাতকের রাশিচক্রে চন্দ্র লগ্নের সপ্তম স্থানে অবস্থান করে, তাহলে সেই জাতক-জাতিকা ঈর্ষাপরায়ন ও কামাতুর হয়ে থাকে |
অষ্টম স্থানে চন্দ্র অবস্থানে চঞ্চল প্রকৃতির ও রোগ গ্রস্থ হয় |
নবম স্থানে চন্দ্র অবস্থানে জাতক-জাতিকা সৌভাগ্যশালী পুত্রবান, বন্ধুবান্ধব সম্পন্ন, সজন প্রিয় ও ধনবান হয়ে থাকে |
দশম স্থানে চন্দ্র অবস্থানে, জাতক সর্বত্র প্রসিদ্ধ ও লাভবান হয় |
একাদশে চন্দ্র অবস্থান করলে জাতক উপার্জনশীল ও লাভবান হয় |
দ্বাদশে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা হিংস্র স্বভাব যুক্ত ও অঙ্গহীন হবে |
উপরোক্ত বর্ণনা রাশিচক্রের অন্যান্য গ্রহ অবস্থান অনুযায়ী কিছুটা তারতম্য দেখা যাবে |
Astrologer
Dr Prodyut Acharya
Mobile 9333122768
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন