বিশ্বখ্যাত মেধাবীরাই কেন নাস্তিক হয়?

ছবি
  MyAstrology  — যুক্তি, আস্থা ও মানুষের মানসিক দ্বৈততা নিয়ে এক দার্শনিক বিশ্লেষণ ✍️ Prodyut Acharya সমাজে একটি প্রচলিত ধারণা হল: “বিশ্বখ্যাত মেধাবীরা সাধারণত ঈশ্বরে বিশ্বাস করেন না” বা তারা নাস্তিক । এই বক্তব্যটি যেমন বিভ্রান্তিকর, তেমনি একপাক্ষিক। কারণ "মেধা" বলতে আমরা কী বুঝি, এবং "বিশ্বাস" বা "আস্থা" মানে ঠিক কী — এই দুই বিষয় না বুঝলে ভুল সিদ্ধান্তে পৌঁছানো স্বাভাবিক। 📚 মেধা কাকে বলে? — একটি বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি মেধা কেবলমাত্র পিএইচডি ডিগ্রিধারীদের বিষয় নয়। দার্শনিকের মেধা চিন্তাশক্তিতে, বিজ্ঞানীর মেধা বিশ্লেষণ আর পর্যবেক্ষণে, কৃষকের মেধা বাস্তব অভিজ্ঞতা ও সৃষ্টিশীল প্রয়োগে, গৃহিণীর মেধা সংসার রচনায়, সাধকের মেধা আত্মোপলব্ধিতে। অর্থাৎ, মেধা একমাত্রিক নয় , এটি ক্ষেত্রভেদে বিভিন্নভাবে প্রকাশ পায়। ⚖️ ধর্ম বনাম বিজ্ঞান? নাকি পরিপূরক দু'টি পথ? আমরা মানবজাতির মানসিক গঠন যদি বিশ্লেষণ করি, দেখি মানুষের মধ্যে দুটি বিপরীতমুখী প্রবণতা রয়েছে: যুক্তি, বিশ্লেষণ, প্রমাণনির্ভর মনন — যা বিজ্ঞান জন্ম দেয় আস্থা, অনুভব, মান্যতা ও অ...

রাশিচক্রে বারটি ভাবের কোনভাবে চন্দ্র অবস্থান করলে কি ফল পাওয়া যায়?


আমরা সকলেই জানি যে চন্দ্র রাশিচক্রে যেরাশিতে অবস্থান করে সেটাই জাতকের জন্ম রাশি | বরাহমিহিরাচার্য রচিত বৃহজ্জাতকম্ গ্রন্থ অনুযায়ী, কোন জাতকের জন্ম সময়, জন্ম লগ্নে চন্দ্র অবস্থান করলে, অর্থাৎ তার রাশিচক্রে লগ্নে চন্দ্র অবস্থান করলে, সেই ব্যক্তি মূক হয়, মূক কথার অর্থ হল বোবা, উন্মত্ত অর্থাৎ হিতাহিত জ্ঞানশূন্য, জড় প্রকৃতির, চক্ষুরোগী বা অন্ধ, অনুচিত কার্যকারী, বধির অথবা ভৃত্য হয় |
কিন্তু মেষ, বৃষ, কর্কট, এই তিনটি লগ্নে চন্দ্র অবস্থান করলে এই লগ্ন গুলিতে বিশেষ ফল পেয়ে থাকে |
যেমন কর্কট রাশি, কর্কট লগ্ন হল চন্দ্রের স্বক্ষেত্র, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্নপতি লগ্নে অবস্থান করলে লগ্ন বলবান হয়, তাই কর্কট লগ্নে চন্দ্র অবস্থান করলে জাতক-জাতিকা ধনবান ও সম্পদশালী হয় |
বৃষ রাশি হল চন্দ্রের তুঙ্গ ক্ষেত্র, এই ক্ষেত্রে চন্দ্র বলবান হয়ে থাকে, তাই বৃষ লগ্নে চন্দ্র অবস্থান করলে সেই জাতক ধনবান ঐশ্বর্যশালী হয় |
এবং মেষ লগ্নে চন্দ্র অবস্থান করলে, সেই জাতক-জাতিকা একাধিক সন্তান বিশিষ্ট হয় |

এবার জানবো লগ্ন হতে দ্বাদশ ভাবের কোন ভাবে চন্দ্র অবস্থান করলে কি ফল পাওয়া যায় |
লগ্ন থেকে দ্বিতীয় স্থানে চন্দ্র অবস্থান করলে, জাতকের বহু কুটুম্ব অর্থাৎ অনেক আত্মীয় হয়ে থাকে |
রাশিচক্রের তৃতীয় স্থানে চন্দ্র অবস্থান করলে, জাতক-জাতিকা হিংস্র হয় |
লগ্ন থেকে চতুর্থ অবস্থান করলে জাতক-জাতিকা সুখী হয়ে থাকে |
পঞ্চমে অবস্থান করলে পুত্রবান |
ষষ্ঠে অবস্থান করলে বহু শত্রু যুক্ত হয়, মৃদুকায়, (মৃদুকায় কথার অর্থ হলো নরম শরীর) স্বল্পাহারী, শীঘ্র বীর্যপাত, উগ্র স্বভাব বিশিষ্ট ও অলস প্রকৃতির হয়ে থাকে |
যদি কোন জাতকের রাশিচক্রে চন্দ্র লগ্নের সপ্তম স্থানে অবস্থান করে, তাহলে সেই জাতক-জাতিকা ঈর্ষাপরায়ন ও কামাতুর হয়ে থাকে |
অষ্টম স্থানে চন্দ্র অবস্থানে চঞ্চল প্রকৃতির ও রোগ গ্রস্থ হয় |
নবম স্থানে চন্দ্র অবস্থানে জাতক-জাতিকা সৌভাগ্যশালী পুত্রবান, বন্ধুবান্ধব সম্পন্ন, সজন প্রিয় ও ধনবান হয়ে থাকে |
দশম স্থানে চন্দ্র অবস্থানে, জাতক সর্বত্র প্রসিদ্ধ ও লাভবান হয় |
একাদশে চন্দ্র অবস্থান করলে জাতক উপার্জনশীল ও লাভবান হয় |
দ্বাদশে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা হিংস্র স্বভাব যুক্ত ও অঙ্গহীন হবে |

উপরোক্ত বর্ণনা রাশিচক্রের অন্যান্য গ্রহ অবস্থান অনুযায়ী কিছুটা তারতম্য দেখা যাবে |

Astrologer
Dr Prodyut Acharya
Mobile 9333122768

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ