হঠাৎ করেই মনটা খারাপ
মন খারাপ আজ কেন জানি আমার মন টা ভীষণ খারাপ mood off, এর কারণ ঠিক বুঝে উঠতে পারছিনা তাই বাইরে খুব বেশি সময় না কাটিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। কোনো কথাই ভালো লাগছে না, মেজাজটাও বেশ খিটখিটে হয়ে রয়েছে মনে হচ্ছে মাথায় অনেক চিন্তা, কিছু করতে ভালো লাগছেনা, শরীরও কেমন দুর্বল হয়ে পড়েছে। খাটে শুয়ে মোবাইল নিয়ে সোস্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি, কিন্তু কোনো কিছুতেই যেন মন লাগছে না। তাই মোবাইল রেখে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। কেন এমন চিন্তা হচ্ছে এর কারণ কি? সকাল থেকে যা কিছু করেছি চোখ বন্ধ করে সব কিছু মনে করছি ঠিক কোন কারণে মন খারাপ হতে পারে? যেমন আজ সকালে আমার এক কাকার গুরুদশা থাকার কারণে এবং নিজের সংসারের প্রয়োজনে কিছু অর্থ খরচ হয়েছে। টাকা পয়সার কিছু সমস্যা রয়েছে। কিন্তু কাছে টাকা না থাকলেও এতটুকু খরচ আমার আয়ত্তের বাইরে নয়। সুতরাং এটা আমার মন খারাপের কারণ নয় সেটা আমি ভালোই বুঝতে পারছি। এর পর আরও কিছু মনে করবার চেষ্টা করছি তেমন কিছু ঘটনা মনে পরছে না। মাঝে মাঝেই একটি টিভি ও মোবাইল রিচার্জের দোকানে বসে গল্প গুজব করি, এক সাথে চা পান করি, সেখানে সকলেই আম...