মস্তিষ্কের কর্মপদ্ধতি: চিন্তা সর্বশক্তিমান

Expert Palmist MyAstrology, Dr Prodyut Acharya , Ranaghat মানুষের মস্তিষ্ক হলো তার বুদ্ধির কেন্দ্র এবং সঠিকভাবে পরিচালিত হলে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা নির্ধারণ করে মানুষের বুদ্ধিমত্তা, চিন্তাশক্তি এবং সমস্যার সমাধানের দক্ষতা। বর্তমান যুগে মানুষ intelligent হয়েছে, যা হাজার হাজার বছরের বিবর্তনের ফল। আদিম যুগ থেকে শুরু করে আজকের আধুনিক যুগে মানুষের বুদ্ধির বিকাশের দীর্ঘ যাত্রা। তবুও, মানুষের বুদ্ধি বিকশিত হলেও পৃথিবীর অনেক মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে আটকা পড়ে থাকে। মূল কারণ হলো বাস্তব ও সত্যকে উপলব্ধি করতে না পারা । সনাতন শাস্ত্র এই শিক্ষা দেয় যে সত্যকে উপলব্ধি করতে পারলে মানুষ তার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হয়। মস্তিষ্কের বিকাশের ইতিহাস হাজার হাজার বছর ধরে চলে এসেছে। মানুষের উন্নত মস্তিষ্ক থাকা সত্ত্বেও, মানুষেরা নানাভাবে সমস্যায় জর্জরিত থাকে। প্রতিটি মানুষের মধ্যে বুদ্ধি আছে, তবে সঠিকভাবে ব্যবহার করা সকলের জন্য সহজ নয়। কারণ মনের প্রভাব বুদ্ধিকে প্রভাবিত করে , যা প্রায়শই বুদ্ধিভ্রংশ ঘটায়। মস্তিষ্ক মানুষকে শরী...