বৃশ্চিক রাশির মানুষের স্বভাব কেমন হয়
|
বৃশ্চিক রাশি
|
red coral gemstone
বৃশ্চিক রাশি, রাশি চক্রের অষ্টম রাশি, এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এই রাশির প্রতীক চিহ্ন হল কাঁকড়া বইছে, তাই এই রাশিতে জন্ম মানুষের স্বভাব ধীর গতি প্রকৃতির, কিন্তু প্রয়োজন হলে এরা গতি বৃদ্ধি করে নিতে পারে| এঁরা এমনিতে কারও সঙ্গে ঝামেলায় জড়াতে চায় না যদি কেউ শুধু শুধু এদের সঙ্গে ঝামেলায় জড়ায় অর্থাৎ এদের ছোট করে কথা বলে, অপমান করে কথা বলে, তাহলে এরা তার প্রতি উত্তর কোনও না কোনও ভাবে দেওয়ার চেষ্টা করে থাকে| বৃশ্চিক রাশির মানুষের মোকাবিলা করার ক্ষমতা অন্য রাশির তুলনায় অনেক বেশি| কঠিন পরিস্থিতির মধ্যে এঁদের আত্মবিশ্বাস ভালভাবেই লক্ষ্য করা যায়, এরা বিভিন্ন ক্ষেত্রে নিজের জায়গা করে নিতে পারে| যদি এই বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করে, তাহলে জাতক জাতিকার মধ্যে রাগ বেশি থাকে| বৃশ্চিক রাশির মানুষের মধ্যবয়স পর্যন্ত উন্নতিতে কোনো না কোনো বাধা লেগেই থাকে| এদের মধ্যে ভালো ও মন্দ এই দুই রকম ভাব খুব বেশি পরিমাণে দেখা যায়|এরা বন্ধুদের জন্য সব কিছু করতে রাজি থাকলেও বন্ধুদের কাছ থেকে তেমন ব্যবহার পায় না, এরা যেমনটি আশা করে| এদের মনের মধ্যে অনেক ধরনের ভাবনা চিন্তা লুকিয়ে থাকে| কর্তব্য পালন করতে গিয়ে এরা বয়স হওয়ার আগেই অনেক বড় হয়ে যায়| এঁরা কিছুটা ভাবাবেগ পূর্ণ হলেও যারা এদের বিরোধিতা করে তাদের যথাযত উত্তর দিতে প্রস্তুত থাকে, এরা আঘাতের প্রত্যাঘাত না করতে পারলে নিজেরাই ছটফট করে, এই ধরনের স্বভাবের জন্য বৃশ্চিক রাশির মানুষেরা বেশির ভাগ মানুষের কাছে অপ্রিয় হয়ে থাকেন, কিন্তু তাতে এঁদের কোনও ভ্রুক্ষেপ হয় না, এরা নিজের মতেই চলতে থাকে| বৃশ্চিক রাশির মানুষের যেমন দয়া মায়া বেশি, তেমন রাগ করার স্বভাবও বেশি এদের কারও উপর ভালোবাসা বা মায়া হলে অনেক কিছুই দিয়ে দিতে পারে, তেমনি হঠা মাথা গরম হলে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে|
প্রিয় পাঠক বন্ধুরা মানুষ যখন রাগ করে তার মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না, সেই ক্ষমতা হারিয়ে ফেলে| তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন| বৃশ্চিক রাশির মানুষেরা সর্বদা সজাগ থাকে, তাই এরা কোথাও কোনো চক্রান্ত হলে সহজেই বুঝে ফেলতে পারে| ঈশ্বর এঁদের সজাগ ও সচেতন হওয়ার ক্ষমতা দিয়েছে| উন্নতি করার সুযোগও দেবে, তাই সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানোর জন্য তৈরি হয়ে যান, দুঃসময় দূর করার সময় হয়ে গেছে| মানুষের জীবনের সুযোগ কিন্তু বার বার আসে না তাই সুযোগ একবার চলে গেলে পস্তানো ছাড়া তাঁর কোনও উপায় থাকবে না| যাঁরা আপনার মনে কষ্ট দিয়েছে যাঁরা সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে তাঁদের কিছু করে দেখানোর সময় এসেছে, পুরনো দিনের ভুলের থেকে কিছু শিক্ষা নিয়ে, নিজের অনুভব নিয়ে, উন্নতির পথে এগিয়ে চলুন|বৃশ্চিক রাশির মানুষেরা নিজের সমস্যা নিজের মনের মধ্যে রেখে দেয়, কারোর কাছে প্রকাশ করেনা, আর এই স্বভাব এদের ইগোর পরিচয় দেয়| এঁদের জীবনে কিছু উন্নতি করার সুযোগ এদের গুরুত্ব না থাকার কারণেও হারিয়ে ফেলে| শিক্ষাক্ষেত্রে এদের যথেষ্ট মনোযোগের অভাব দেখা যায়| বন্ধুরা সময় এমন একটা জিনিস, বদলানোর স্বভাব, তাই সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানোর চেষ্টা করুন| ঈশ্বর আপনার উপরে কৃপাদৃষ্টি বজায় রাখুক এই বলে আজকে লেখা শেষ করলাম|
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন