অগ্রহায়ণ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়
|
রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, যখন প্রবেশ করে তখন অগ্রহায়ন মাসের শুরু হয়|
|
জাতকের জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের ভাগ্য চরিত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়|
অগ্রহায়ন মাসে যেসব জাতক-জাতিকার জন্ম হয়ে থাকে তারা অত্যন্ত চতুর প্রকৃতির হয় এদের চরিত্র সহজে বোঝা যায় না, এমনকি অতি ঘনিষ্ঠ বন্ধু তার মনের খবর সহজে বুঝতে পারে না| এদের জীবন কিছুটা গোপনীয়তা বা রহস্যময়তার মধ্যে থাকতে পারে, অন্যেরা এদের বুঝতে পারে না| এরা নিজেও অন্যের সঙ্গে বিশেষ মেলামেশা পছন্দ করে না, নিজেকে একটু আড়ালে বা গুটিয়ে রাখতে চায়| কিন্তু এদের দৃঢ় মানসিকতা প্রবল ইচ্ছাশক্তি থাকে এরা কোন কাজ করবো মনে করলে শত বাধা বিঘ্ন আসলেও তারা কখনোই পিছিয়ে যায় না| এরা কিছুটা উচ্চাশা পোষণ করে এবং নিজের ইচ্ছা সার্থক করার জন্য প্রচুর চেষ্টা করে| এরা কর্মে বিশ্বাসী হয়, এরা সাধারণত হিসেবী প্রকৃতির হয়ে থাকে, তাই খুব চিন্তা ভাবনা করে খরচ করে, অন্যের চোখে এরা স্বার্থপর বা কৃপণ হতে পারে, কারণ সব সব সময় নিজের ব্যাপারে তার লক্ষ্য থাকে| এদের মাথা গরম করার ও সন্দেহ প্রবনতা ভাব আছে তাই এদের দ্বারা কোনো হঠকারী বা নিশংস কাজ হওয়ার সম্ভাবনা থাকে| এরা অন্যের দোষ সহজেই ধরতে পারে| সহজ ভাবে সমালোচনা করার ক্ষমতা এদের মধ্যে আছে, এই খুঁত ধরার স্বভাবের জন্য অন্যের সঙ্গে বিবাদ হওয়া খুব স্বাভাবিক| এদের মধ্যে যৌন আকর্ষণ খুব বেশি থাকে, বিপরীত লিঙ্গের মানুষেরা খুব সহজে আকৃষ্ট ও বশীভূত হয়| এদের মানসিক শক্তি অত্যন্ত গভীর ও শক্তিশালী, সামান্য পরিমাণে ভাবপ্রবণ এবং প্রচন্ড ইচ্ছাশক্তি থাকার কারণে জাতক জীবনে সমস্ত বাধা বিঘ্ন পার করে উন্নতি লাভ করতে পারে| এরা অত্যন্ত উৎসাহী, মিশুকে, যুবক সুলভ হয়ে থাকে| এদের মধ্যে ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি লক্ষ্য করা যায়| এদের ভাগ্য বেশ বাধা-বিঘ্ন মধ্যে দিয়েই এগিয়ে যায়| এদের পারিবারিক বা পারিপার্শ্বিক অবস্থা এদের জীবনের উন্নতির অনেকাংশ নির্ভর করে, তা না হলে নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, বিশেষ বাধা বিঘ্ন ও সংগ্রামের মধ্য দিয়ে নিজের পথ তৈরি করে নিতে হবে| এদের কিছু সম্পত্তি থাকা বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে| এরা ডাক্তারি ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করতে পারে, এছাড়াও গোয়েন্দা, শান্তিরক্ষা বিভাগে, অনুসন্ধানকারী বা গবেষণার কাজে ও উন্নতি লাভ করতে পারে| এদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কোন রোগের কারণে শরীরের কোন ক্ষয় হলে তা খুব তাড়াতাড়ি পূরণ হবে| এদের মধ্যে অতিরিক্ত ইন্দ্রিয় পরায়নতা তা থাকতে পারে, সে কারণে বিশেষ গুপ্তরোগ, রক্ত দোষ, ইত্যাদি রোগের সম্ভাবনা থাকে এই বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন|
আজকের লেখা এই পর্যন্তই
নমস্কার
November
উত্তরমুছুন