মানুষ ঈশ্বরের তৈরি পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ জীব


মানুষ ঈশ্বরের তৈরি পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ জীব, আমাদের ধর্মগ্রন্থগুলোতে ও পাওয়া যায় দেবতারাও মানুষ জন্ম নেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে | তাই ফকির লালন একটি গানের মধ্যে বলেছেন, "মানব জনম পাওয়ার আশায় কত দেব দেবতা বঞ্চিত হয়, এই ভালো জনম দিন দয়াময় আমায় দিয়েছো কোন ফলে, আর কি হবে মানব জনম বসবো সাধু মেলে" | অর্থাৎ যেই জনম পাওয়ার জন্য দেব দেবতারা ও ব্যাকুল হয়ে থাকে, আমি কি এমন ভালো কাজ করেছি যে আমি এই মানব জনম পেলাম| যখন আমি মানব জনম পেলাম তখন আমি এই জনম টা কে ভালো কাজে লাগাবো, সৎপথে চলবো সৎকর্ম করবো। আমরা জানি না যে কখন কোন সময়ের কোন মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যাবে, তাই প্রতিটি মুহূর্তে খুশিকে উপভোগ করবো, আজই জীবনের শেষ দিন মনে করে, সেই কাজগুলো করতে হবে যে কাজগুলো না করলে আমরা মরেও শান্তি পাবো না | এবার নিজেকে প্রশ্ন করুন কি কাজ বাকি আছে, যে কাজ গুলো না করলে মরেও শান্তি পাবনা। প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে |ফকির লালন এই গানের এর পরের লাইনে বলেছেন, "শোন ওরে ও মন রসনা, সামঝা কারো বাঞ্ছা কেনা, লালন বলে কুল পাবেনা, এবার ঠকে গেলে"। ফকির লালনের গানে বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষার ঝলক দেখা যায় | এই লাইনে তিনি বুঝাতে চেয়েছেন, মানুষের লোভ অর্থাৎ চাহিদার কোন শেষ নেই, একটা চাহিদা পূরণ হতে আরও একটা চাহিদা সৃষ্টি হয়, সেই কারণেই সব কিছু পাওয়ার পরেও মানুষের মনে শান্তি থাকে না, তার পরেও কোন না কোন বিষয় নিজেকে অভাবী মনে হয়। তাই লালন ফকির নিজের মন কে বলছেন শোন ওরে ও মন রসনা সামঝা কারো বাঞ্ছা কেনা, বাঞ্ছা অর্থাৎ ইচ্ছা বা মনস্কামনা | এমন ইচ্ছা কর বা মনস্কামনা কর যাতে তুমি সদানন্দময়ী থাকতে পারো, যেই প্রাপ্তির পরে মনে কোনো অশান্তি না থাকে, নিজেকে ও অভাবি না মনে হয় | তাই আগে ভালো করে বোঝো তারপর নিজের ইচ্ছা পূরণ কর | নিজেকে প্রশ্ন করো তোমার কি চাই, আর অনুভব কর যে কি পেলে তোমার সমস্ত চাহিদা পূরণ হবে | তারপর মনে আর কোন অশান্তি না থাকে | কারণ লালন বলে কূল পাবে না এবার ঠকে গেলে | অর্থাৎ মানব জনম একবার যদি তোমার চাওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়ে যায় তাহলে একটা সময় সেই ভুল সুধরানোর উপায় থাকবে না

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার