শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়
|
কর্কট রাশি
|
কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি, কর্কট রাশিতে যখন রবি প্রবেশ করে তখন শ্রাবণ মাসে শুরু হয়|
জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের স্বভাব প্রকৃতি ও ভাগ্যের সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায় |
শ্রাবণ মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম এরা খুব বেশি পরিমাণে ভাবপ্রবণ আবেগপ্রবণ ও অভিমানি প্রকৃতির হয়ে থাকে, এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া-মমতা বেশি দেখা যায়, এরা সমাজের কল্যাণকর কাজে নিজেকে নিয়োগ করে, দাতা ও শান্তিপ্রিয় প্রকৃতির হয়ে থাকে|
এদের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় যা অন্যদের মধ্যে খুব বেশি দেখা যায় না, যেমন প্রাচীন জিনিসের উপরে প্রচন্ড আকৃষ্ট থাকে প্রাচীন শাস্ত্র, ইতিহাস, পুরান, প্রাচীন নির্মাণ ইত্যাদির প্রতি এদের আকর্ষণ থাকে| এরা সংসারী এবং গৃহসুখ প্রিয় প্রকৃতির, তবুও এদের ভ্রমণের খুব নেশা থাকে| এরা পরিশ্রমী কিন্তু কারো আদেশ অনুযায়ী কাজ করার থেকে ভালোবাসার বিনিময়ে পরিশ্রম করতে বেশি পছন্দ করে |
এরা অন্যের থেকে সহানুভূতি, ভালোবাসা, প্রশংসা, বাহবা পাওয়ার জন্য ব্যাকুল থাকে কিন্তু অন্যদের তা বুঝতে দেয় না| এরা কোন কাজে হাত দিলে তাতে যদি প্রশংসা না পায় তাহলে সেই কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলে, এমনকি যদি কেউ সমালোচনা করে তাহলে সেই কাজ ত্যাগ করে দেয়| এরা খুব হিসেব করে চলাফেরা করে এবং হিসেব করে খরচ করে আবার মাঝে মাঝে অত্যন্ত বেহিসাবি খরচ করে ফেলে অর্থাৎ সামঞ্জস্য ধরে রাখতে পারে না | এরা নিজের বয়সী লোকের থেকে নিজের থেকে বেশি বয়সী লোকের সঙ্গে মেলামেশা বেশি করে| শ্রাবণ মাসে জন্ম জাতক জাতিকারা বিশেষ ভাগ্য শালী নয়, এদের উন্নতিতে অনেক বাধা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে| এদের জীবন অনেক অদ্ভুত পূর্ব ঘটনার মধ্য দিয়ে কাটে| এরা ভালো কর্মী, কিন্তু নিজের সমালোচনা কখনোই সহ্য করতে পারেনা| এদের অযথা অভিমানের কারণেও ভাগ্য উন্নতিতে বাধা তৈরি হয়| এরা বন্ধুত্ব ও প্রেমের ক্ষেত্রেও বারবার মানসিক আঘাতের শিকার হয়| তাই এদের অনেক ভাবনা-চিন্তা করে বন্ধুত্ব করা উচিৎ | কর্ম ক্ষেত্রে যেসব কর্মে ভ্রমণের প্রয়োজন জাতক সেইসব কর্মের উপযুক্ত| এদের মন সাধারণত দয়ালু তাই যে কোন ধরনের সেবা সংক্রান্ত কাজ, যেমন হাসপাতাল সংক্রান্ত, বা চিকিৎসক, ওষুধের ব্যবসা, হোটেল ব্যবসা, গোয়েন্দা বিভাগ, নার্সারি, অর্থাৎ যে কাজে মানুষের সঙ্গে বন্ধুত্ব বজায় থাকে সেই ধরনের কাজ এদের পক্ষে শুভ, যে কাজে ঝুট-ঝামেলা এবং অন্যের সঙ্গে অশান্তি হয়ে থাকে সে ধরনের কাজে এরা কখনোই সফল হয় না| এদের অত্যাধিক আবেগের কারণে মানসিক দুশ্চিন্তা করার জন্য শারীরিক কষ্ট হতে পারে এবং ঠান্ডা লাগা, শ্লেষ্মা, বুকের রোগ, স্নায়বিক রোগ, বদহজম ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে| তাই এই বিষয়ে বিশেষ সর্তকতা অবলম্বন করা প্রয়োজন |
এই বলে আজকের লেখা শেষ করছি |
নমস্কার
শ্রাবণ
উত্তরমুছুন