এক ভিক্ষুক ভগবান বুদ্ধের কাছে প্রশ্ন করলেন আমি গরীব কেন?

গৌতম বুদ্ধ ধনী হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটা মানুষের মধ্যেই থাকে, ধনী হতে কে না চায় | আজ আমি আপনাদের কাছে বৌদ্ধ দর্শনের থেকে একটি গল্প তুলে ধরব | এক সময় ভগবান বুদ্ধ এক গ্রামে ধর্মসভা করছেন, গৌতম বুদ্ধের ধর্ম সভায় অনেক মানুষ আসে যায়, ওই গ্রামের রাস্তার ধারে বসে ভিক্ষা করা এক ভিক্ষুক সেই মানুষগুলোকে ভালোভাবে লক্ষ্য করে | তিনি অনুভব করলেন যে ভগবান বুদ্ধের কাছে মানুষ যখন যায় তাদের মধ্যে হতাশা ও দুঃখের ভাব থাকে, কিন্তু যখন ওখান থেকে ফিরে আসে তখন তাদের মধ্যে সেই হতাশা ও দুঃখের ছাপ বলতে আর কিছুই থাকে না, তাদের মধ্যে বেশ প্রসন্নতা ও খুশি লক্ষ করা যায় | তিনি মনে মনে ভাবতে লাগলেন তাহলে আমিও বুদ্ধির কাছে যাব | যথারীতি তিনিও একদিন মহাত্মা বুদ্ধের কাছে গেলেন, সেখানে মানুষ লাইন দিয়ে নিজের সমস্যার কথা ভগবান বুদ্ধের কাছে জানাচ্ছেন, আর গৌতম বুদ্ধ তার সৎ উপদেশ দিচ্ছে | কিছু সময় পর তার ও সুযোগ এলো, ভগবান বুদ্ধের কাছে নিজের সমস্যার কথা জানাবার, তিনি গৌতম বুদ্ধকে বললেন, ভগবান আমি যে গ্রামে থাকি সে গ্রামের প্রত্যেকেই কম-বেশি সুখী ও সম্পদশালী, সবারই কিছু না কিছু আছে, তাহলে আমি এতো গরিব কেন | এই...