হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

রাশিচক্রে কোন ভাবস্থ রবি কি ফল দেয়?


দেখে নেওয়া যাক কোন জাতকের জন্ম সময় রবি লগ্নে অবস্থান করলে কি ফল পেতে পারে |
লগ্নে যে গ্রহ অবস্থান করবে জাতক সেই গ্রহের দ্বারাই বেশি প্রভাবিত হবে | রবি হল অগ্নিগ্রহ, তাই লগ্নে রবি থাকলে জাতকের মধ্যে রবির তেজের অনুভব পাওয়া যাবে, সে হবে পরাক্রমি, তেজস্বী, সংঘর্ষ প্রিয় |  রবি সকল সময় নিজে জ্বলে পুড়ে উত্তাপ ও আলো বিকিরণ করতেই থাকে, তার কর্মে কোনো বিরতি নেই, তাই লগ্নে রবি অবস্থান করলে সেই মানুষ হয় চির কার্যরত | রবি আলো প্রদান করে, সেই আলোর দ্বারাই আমরা এই প্রকৃতির সব কিছু দেখতে পাই, আবার রবির আলোতে কখনো কখনো আমাদের চোখ ঝলসে যায়, তখন আমরা চোখে ঝাপসা দেখি | জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রবিকে চক্ষু কারক বলা হয়েছে, তাই লগ্নে রবি চক্ষু রোগের কারণ হয় বা দৃষ্টিহীন হতে পারে | রবি অগ্নি কারক, আগুনের যেমন দয়ামায়া নেই আগুনের কাজ হলো সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেওয়া, ঠিক তেমনি লগ্নে রবি জাতককে নির্দয় প্রকৃতির করে তোলে |
সমস্ত লগ্নের ক্ষেত্রেই এই একই ধরনের ফল নির্দেশ করে | কিন্তু কোনো কোনো বিশেষ লগ্ন অনুযায়ী এই ফলের সামান্য তারতম্য দেখা যায় |

যেমন মেষরাশি রবির তুঙ্গ ক্ষেত্র, এখানে রবি সবথেকে বেশি বলবান থাকে, তাই কোন জাতকের জন্ম মেষলগ্নে এবং রবি লগ্নে অবস্থান করে, তাহলে জাতক বেশ সম্পদশালী ধনবান হয়, সেইসাথে চক্ষু রোগে ভোগার সম্ভাবনা থাকে |

সিংহ রাশি হলাে রবির স্বক্ষেত্র, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যে কোন লগ্নের লগ্নপতি লগ্নে অবস্থান করলে লগ্ন শক্তিশালী হয়ে থাকে | তাই কোন জাতকের সিংহ লগ্নে জন্ম এবং রবি লগ্নে অবস্থান করলে জাতক প্রভাবশালী ও বিত্তবান হয়, কিন্তু নিশান্ধ অর্থাৎ রাতকানা হওয়ার সম্ভাবনা থাকে |

তুলা রাশি হল রবির নীচক্ষেত্র তুলা রাশিতে রবি সবথেকে বেশি দুর্বল থাকে, তাই তুলা লগ্নে রবি অবস্থান করলে জাতক দরিদ্র নির্ধন হয়ে থাকে এবং অন্ধ হয় বা অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে |

কর্কট রাশি হল রবির স্বক্ষেত্রের দ্বাদশ স্থান, যে কোন গ্রহ তার নিজের ক্ষেত্র থেকে দ্বাদশ স্থানে অবস্থান করলে ভালো ফল ভালো ফল দেয় না | আবার রবি হল অগ্নি গ্রহ ও কর্কট হলো জলে রাশি, অর্থাৎ অগ্নি গ্রহ জল রাশিতে অবস্থান করার কারণে কিছুটা দুর্বল হয়ে পড়ে | তাই কর্কট লগ্নে রবি অবস্থান করলে জাতকের পুষ্পিতাক্ষ অর্থাৎ চোখে ছানি পড়ে |

লগ্ন হতে দ্বিতীয় স্থানে রবি অবস্থান করলে জাত ব্যক্তি বিপুল ধনশালী, সম্পদশালী হয়, কিন্তু তার ধন-সম্পদ রাজ গন অপহরণ করে, অর্থাৎ সরকার বা কোনো প্রভাবশালী ব্যক্তি হরন করে নেওয়ার সম্ভাবনা থাকে | এবং দ্বিতীয় ভাব থেকে মানুষের মুখের বিচার করা হয় তাই দ্বিতীয়স্থ রবি মুখের রোগ সৃষ্টি করে |
জন্ম লগ্নের তৃতীয় স্থানে রবি থাকলে সেই জাতক বুদ্ধিমান ও পরাক্রমশালী হয় |
চতুর্থ স্থানে রবি থাকলে সেই ব্যক্তি দুঃখী মানসিক কষ্ট ভোগকারী ও উদ্বিগ্ন চিত্ত সম্পন্ন হয়ে থাকে |
পঞ্চম স্থানে অবস্থান করলে জাতক পুত্রহীন ও ধনহীন হয় |
ষষ্ঠ স্থানে রবি থাকলে সেই ব্যক্তি বলবান হয় ঠিকই কিন্তু পরাজিত হয়ে থাকে |
সপ্তম স্থানে রবি থাকলে সে স্ত্রীর ভালোবাসা পায় না হলে দাম্পত্য জীবন নষ্ট হয় |
অষ্টম স্থানে রবি থাকলে জাতকের অল্প সন্তান হয় এবং চোখের দৃষ্টিশক্তি কম থাকে |
নবম স্থানে রবি থাকলে জাতক পুত্রবান, ধনী ও সুখী হয় |
দশম স্থানে রবি থাকলে সেই ব্যক্তি সুখী ও বলবান হয় |
একাদশ স্থানে রবি থাকলে জাতক বহু বিত্তশালী, ঐশ্বর্যশালী হয় |
দ্বাদশস্থানে থাকলে সে স্বকর্ম পরিভ্রষ্ট অর্থাৎ নিজের কর্মের দ্বারা পিরিত হয়ে জীবনে বহু কষ্ট ভোগ করে থাকে |

(উপরোক্ত বর্ণিত ফলাফলের লগ্ন বিষেশ ও অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী কিছু তারতম্য হবে)

Astrologer
Dr Prodyut Acharya
Mobile 9333122768 

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ