How to Recover remove CNAME DNS record
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
how to recover dns cname record
আমি কোন টেকনিক্যাল বিশেষজ্ঞ নই বা ওয়েব ডেভলপার নই, আমি একজন Astrologer এবং Palmist আমার নাম Dr.PradyutAcharya. কিন্তু কিছু কিছু সময় নিজের কাজ নিজের করে নিতে হয়। আমি কিছুদিন আগে আমার ওয়েবসাইট গুলো নিয়ে বেশ কিছু সমস্যায় পড়েছিলাম, সমস্যাটা হয়েছিল নিজেরই কারণেই। আমি আমার ওয়েবসাইটে free SSL সার্টিফিকেট যুক্ত করবার জন্য Cloudflare এ একটি অ্যাকাউন্ট তৈরি করি এবং Godaddy থেকে আমার ডোমেন কেনা ছিল। Godaddy তে DNS অপশনে গিয়ে Nameservers পরিবর্তন করে Cloudflare এর nameservers যুক্ত করি ফলে Godaddyতে DNS Record ছিল, সেগুলো অটোমেটিক Cloudflare এ চলে যায়, কিন্তু দেখা যায় যে আমার ওয়েবসাইটে বেশ কিছু error আসছে কারণ আমার Mein Domain এর সাথে তিনটে Subdomain তৈরি করা ছিল, অনেক চেষ্টা করেও চারটে ওয়েবসাইটের error ঠিক করতে পারিনি, আমার ওয়েবসাইট গুলো হলো👇
www.myastrology.in
blog.myastrology.in
online.myastrology.in
bangla.myastrolgy.in
কখনো দুটো চলছে তো দুটোতে এরর আসছে, আবার কখনো তিনটা চলছে তো একটাতে error আসছে,
Cloudflare error |
ফলে আমি Godaddy DNS অপশনে গিয়ে Nameservers পরিবর্তন করে Godaddy Nameservers সিলেক্ট করি কিন্তু সেখানে DNS Record মুছে গেছে যেমন CNAME IP address destination hostname ইত্যাদি, এখন চ্যালেঞ্জ হলো এগুলোকে জোগাড় করে Godaddy DNS Recod সাবমিট করা, কিন্তু সমস্যা হলো এগুলো এখন কোথায় পাবো?
তো বলে রাখি আমার ওয়েবসাইট Google site sites.google.comএবং Google Blogger blogger.com উপরে চলছে, প্রায় চার দিন ইন্টারনেট ঘাঁটাঘাটি করে ও প্রচুর ভিডিও দেখে কিছু আইডিয়া মাথায় এসেছে, সেগুলো কাজে লাগানোর পরে এখন আমার ওয়েবসাইট দিব্যি চলছে। এবার প্রশ্ন হল যদি এরকম অবস্থা হয় আপনারা কি করতে পারেন? আমি যেটা করেছি আমি সেটাই আপনাদের বলব, আশা করি খুব সহজে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলে দুটি ওয়েবসাইট ওপেন করুন প্রথমটি Godaddy DNS Record দ্বিতীয় টি হল google search console tools,
সবার প্রথমে Godaddy DNS Record যুক্ত করুন নিচে দেওয়া চারটি আইপি অ্যাড্রেস পরপর যুক্ত করুন এগুলো ব্লগারের জন্য কাজ করে, এবং লাল চিহ্ন দেওয়া দুটো IP address Google site এর জন্য কাজ করে,
Google Blogger IP address:
216.239.32.21
216.239.34.21
216.239.36.21
216.239.38.21
Google site IP address:
15.197.142.173
3.33.152.147
তারপর আপনাকে CNAME যুক্ত করতে হবে, মেন ওয়েবসাইটের ক্ষেত্রে Type* "CNAME" Name* এর জায়গায় "www" Value* এর জায়গায় "ghs.googlehosted.com" অথবা "ghs.google.com"
আমার bloggar ওয়েবসাইটের ক্ষেত্রে ghs.google.com এটা কাজ করছে। আর Subdomain ক্ষেত্রে ঠিক একইভাবে নতুন করে CNAME সাবমিট করতে হবে, সেক্ষেত্রে www এর পরিবর্তে "blog" "store" "shop" ইত্যাদি বসাতে হবে, এ পর্যন্ত আপনার অর্ধেক কাজ হল এখনো বাকি অর্ধেক কাজ বাকি আছে এবার আপনি google search console tools খুলুন
setting click |
you are a verified owner click |
Learn more click |
Managing owners, users, and permissions click |
Click on the three lines in the upper left |
select your domain name property |
Click on the three dots of Owner Verified |
Txt file |
এখানে কখনো কখনো CNAME দেখায়, আবার কখনো Txt file দেখায়, CNAME দেখালে দুটো অপশন থাকবে Txt file থাকলে একটি অপশন থাকবে। যেটি থাকুক না কেন কোন সমস্যা নেই, এবার Txt ফাইলটি কপি করুন।
Godaddy DNS Record অপশনে গিয়ে টি একটি Type* সিলেক্ট করে নামের জায়গায় দিন @ ভ্যালুর জায়গায় কপি করা Txt file পেস্ট করে দিন। আর যদি ওখানে CNAME পাওয়া যায় তাহলে সিনেম দুটি ফাইল থাকবে, প্রথমটি কপি করুন Godaddy DNS Record অপশনে গিয়ে Type* CNAME সিলেক্ট করে Name* এর জায়গায় পেস্ট করুন, আবার google search console tools গিয়ে দ্বিতীয় অংশ কপি করুন এবং Godaddy DNS record অপশনে Value* জায়গায় পেস্ট করে দিন এবার সবকিছু সাবমিট করে ঘন্টাখানেক অপেক্ষা করুন আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, ধন্যবাদ
I lost my DNS setting and I can't get them back.
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন