|
সফলতা |
পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে, যে জীবনে বড় হতে চায় না, বা উন্নতি করতে চায় না, কিন্তু শুধু মনে মনে চাইলেই তো আরও উন্নতি করা যায় না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয় | পরিশ্রম বলতে গেলে শুধুমাত্র শারীরিক পরিশ্রম নয়, তার সাথে নিজের জ্ঞান, বুদ্ধি কাজে লাগিয়ে, নিজের দক্ষতার সম্পূর্ণ প্রয়োগ করতে হবে |
অন্যান্য - তামার পাত্রে জল খাওয়ার উপকারিতা
১. নিজেকে চিনুন
আপনি কেমন মানুষ তা আপনার থেকে ভালো কেউ জানে না | আপনার মধ্যে কি কি গুন আছে, কি কি গুন আছে তা চিহ্নিত করুন | কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা বেশি, আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন, শারীরিক ক্ষমতা কেমন, আপনি কি করতে ভালোবাসেন, কি অপছন্দ করেন, সেগুলো ভালোভাবে বুঝে নিজের যোগ্যতা সম্বন্ধে ধারণা তৈরি করুন, এবং সমস্ত যোগ্যতাকে একসাথে প্রয়োগ করার চেষ্টা করুন | অর্থাৎ আপনার বিভিন্ন বিষয়ে কমবেশি অভিজ্ঞতা থাকতে পারে, সেই কমবেশি অভিজ্ঞতা 100% ব্যবহার করার চেষ্টা করুন | কারণ মুক্ত আলাদা আলাদা থাকলে কখনো মালা হয় না, মালা তৈরী করতে সমস্ত মুক্ত একই সুতোয় বাঁধতে হয় | ঠিক তেমনি নিজের সমস্ত যোগ্যতা ও অভিজ্ঞতাকে একসাথে ব্যবহার করার চেষ্টা করুন |
২. নিজের জন্য পছন্দের কর্ম নির্ধারিতণ করুন
এমন কোন কাজ পছন্দ করুন যে কাজ করতে আপনি আনন্দ অনুভব করেন, কাজের মধ্যে থাকলে আপনি খুব আনন্দিত থাকেন এবং বাকি সব কিছু ভুলে যান | যেমন কেউ আঁকতে ভালোবাসে, আঁকতে বসে দিনরাত ভুলে যায়, কেউ খেলতে ভালোবাসে, খেলতে খেলতে খাওয়া-দাওয়া ভুলে যায়, কেউ গান গাইতে ভালোবাসে, গাইতে গাইতে সময় ভুলে যায়, কেউ কথা বলতে ভালবাসে, কথা বলতে বলতে সব ভুলে যায় | অর্থাৎ তারা এগুলো করে আনন্দ পায়, তাই এগুলো তারা সব সময় করতে পারে, কখনোই বিরক্ত বোধ মনে করে না, বা কষ্ট অনুভব করে না | আর যদি আপনি কোন কাজ শুধুমাত্র টাকার জন্য করছেন, কিন্তু কাজ করতে ভালো লাগেনা, বিরক্তবোধ মনে হয়, তাহলে সেই কাজে আপনার কখনোই উন্নতি হবে না | উদাহরণস্বরূপ আপনি এক জায়গায় চুপ করে বসে কাজ করতে ভালোবাসেন, কিন্তু আপনি করছেন সেলসম্যানের কাজ, লোকের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন | সে ক্ষেত্রে কখনোই আপনার কাজ করতে ভাল লাগবেনা, বিরক্তি ও কষ্ট অনুভব করবেন, তাই সেই কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম | কারণ মাছ সৃষ্টি হয়েছে জলে সাঁতার কাটার জন্য, সে সাঁতার কাটতে ভালো পারে, কখনো কষ্ট অনুভব করে না, কিন্তু সে যদি মাটিতে চলার চেষ্টা করে তাহলে তার কষ্ট হবে, এবং সফল হওয়ার কোন আশায় থাকবে না |
অন্যান্য -
নিজের দক্ষতায় উন্নতি করার কৌশল
৩. কাজকে ইন্টারেস্টিং করে তুলুন
হয়তো যে কাজ করছেন সে কাজ ছেড়ে দিতে চাইছেন, কিন্তু ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই, তাই জোর জবরদস্তি কাজ করতে হচ্ছে, কাজ করতে বিরক্তবোধ মনে হয়, কাজে মন লাগে না | মানুষ কাজ করে হাত দিয়ে কিন্তু সকল কে বলা হয় মন দিয়ে, করুন অর্থাৎ কাজে মন না বসলে কখনোই কাজ ভালো করা সম্ভব নয়, তাই উন্নতি হওয়ার সম্ভাবনাও নেই | তাই কর্ম পরিবর্তন করার উপায় না থাকলে ওই কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে | কাজে আনন্দ পেতে গেলে কাজের গুরুত্ব সম্পর্কে খুব বেশি করে জানতে হবে, এই কাজে যারা উৎসাহী তাদের সঙ্গে কথাবাত্রা ও মেলামেশা করতে হবে, এবং নিজেকে মোটিভেট করতে হবে | এতে আপনার কাজের প্রতি উৎসাহ বাড়বে | ভালো লাগা, খারাপ লাগা, এমন একটি বিষয় কোন বিষয় একবার ভালো লাগতে শুরু করলে বা খারাপ লাগতে শুরু করলে, তা লাগতেই থাকে, যখন আপনার ও ভালো লাগতে শুরু করবে, তখন বিরক্তিকর কাজও আপনার মজা লাগবে |
৪. ভুল থেকে শিক্ষা নিন
ভুল মানুষ মাত্রই করে, ভুল না করলে অভিজ্ঞতা হয় না | কিন্তু একই ভুল বারবার করলে তা বোকার পরিচয় | তাই নিজের ও অন্যের ভুল থেকে শিক্ষা নিন, ভুল করাটা দোষের নয় ভুল অস্বীকার করাটাই দোষের, তাই কমসেকম নিজেকে সত্য বলুন | প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা থাকে, যেসব দুর্বলতার কারণে অসফল হয়েছেন, সেই বিষয়ে নিজেকে উন্নত করুন | আবার এমন কিছু দুর্বলতা থাকে সেগুলো কখনোই উন্নত করা সম্ভব নয়, সেক্ষেত্রে তার বিকল্প ব্যবস্থা নিন | যেমন আপনি যে কাজ করেন তাতে প্রচুর কথা বলতে হয়, কিন্তু বেশি কথা বললে আপনার মাথা যন্ত্রণা করে, এই ধরনের কোন সমস্যা থাকলে তার জন্য বিকল্প ব্যবস্থা নিন | আর একই ভাবে প্রতিটা ভুল থেকে শিক্ষা নিন |
৫. সমস্যা চিহ্নিত করুন
বিভিন্ন সমস্যার কারণে মানুষের মনে দুশ্চিন্তা উদয় হয়, কিন্তু কিসের জন্য সমস্যা হচ্ছে, মানসিক উদ্বিগ্নতার কারণে বুঝে উঠতে পারা যায় না | সেই সময় নির্জনে বসে, মস্তিষ্ক ঠান্ডা করে, সেই সমস্যার কারণ খুঁজে বার করুন, এবং সমাধান করুন | অনেক মানুষ সমস্যা খুঁজে পেলেও সমাধান করতে পারে না, বা সমাধান করতে চায় না | আপনি হয়তো ভাবছেন সমস্যা খুঁজে পেলে সমাধান করতে কে না চায়! এখানে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যারা বাঁদর ধরে তারা বোতলের মধ্যে ছোলা বাদাম রেখে দেয়, বাঁদর বোতলের সরু মুখ থেকে হাত ঢুকিয়ে বাদাম হাতে নিয়ে হাত মুঠো করে নেয়, মুঠো হাত বোতলের মুখ থেকে আর বের করতে পারে না, তবুও বাদাম ছেড়ে কখনোই মুঠো খুলে না | ঠিক তেমন কিছু বিষয়ে মানুষ সমস্যা ভোগ করে, তবুও সমাধান করে না | তাই যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার কেন্দ্র খুঁজে তার সমাধান করুন | নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন কোন সমস্যা আপনার সমাধান করতে অসুবিধা না হয় |
অন্যান্য -
মানুষ ঈশ্বরের তৈরি সর্ব শেষ্ঠ জীব
6. সময়ের মূল্য দিন
কথায় আছে সময় দুনিয়ায় সবথেকে বেশি শক্তিশালী, তাই সময় নষ্ট না করে, সময় ব্যবহার করতে শিখুন | কোন কাজ ফেলে না রেখে সময় থাকতে শেষ করুন, এবং ভুল-ত্রুটি চেক করুন | কিছু মানুষ আছে যারা কোনো কাজ খুব আর্জেন্ট না হলে করতে চায় না | যেমন কোন একজনকে তিন দিনের একটি কাজ দেওয়া হল, এক সপ্তাহ আগে, কিন্তু সে কাজ শুরু করলো সপ্তাহের চারদিন বাদে, তার হাতে রইল সেই তিন দিন, কারণ সে জানে তিন দিনে সে কাজ শেষ করে ফেলবে, কিন্তু কাজের মধ্যে এমন কিছু জটিলতা সৃষ্টি হল, যা তিন দিনে শেষ করা মুশকিল হয়ে যাচ্ছে, তখন তাড়াহুড়া করে রাত জেগে কাজ শেষ করতে হল, এবং ভুলত্রুটি চেক করার সময় পেল না | এই ধরনের ঘটনার জন্য জীবনে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় |সেই কারণে সময়কে গুরুত্ব দিন, এবং সময় থাকতে কাজ শেষ করুন |
এই কিছু বিষয় ফলো করে আপনারা সফলতার দিকে আর এক ধাপ এগিয়ে যেতে পারবেন | আমার লেখা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন, এবং আমাকেও সফলতার দিকে আরেক ধাপ এগিয়ে দেবেন |
আজকের লেখা এই পর্যন্তই
নমস্কার
খুব ভালো লাগলো লেখাটা
উত্তরমুছুন