হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

করোনা সংক্রমণ ভারতে থার্ড স্টেজ, বাড়ানো হবে লকডাউনের সময়সীমা ?

মুখ্যমন্ত্রী
ভিডিও কনফারেন্স
Covid-19 ভাইরাস সারা পৃথিবী জুড়ে  এক মহামারী সৃষ্টি করেছে | 17 লক্ষের বেশি মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, এক লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে | এই ভাইরাসের আতঙ্কে পৃথিবীর 400 কোটির বেশি মানুষ  নিজের ঘরে বন্দি | ভারতবর্ষে করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে 25 শে মার্চ থেকে 14 ই এপ্রিল পর্যন্ত টানা 21 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল, তার ফলে অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষে সংক্রমণ সংখ্যা অনেক কম | এপর্যন্ত ভারতবর্ষে সংক্রমণ সংখ্যা 7684, মৃত্যু হয়েছে 250 জনের | এই সংক্রমণ সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, এই ভাবেই যদি প্রতিদিন সংক্রমণ সংখ্যা বেড়ে চলে, তাহলে পরিস্থিতি খুব তাড়াতাড়ি হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা |

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর গবেষণা অনুযায়ী ভারতবর্ষ সংক্রমণের পরিস্থিতি তৃতীয় স্তরে প্রবেশ করেছে, কারন এমন কিছু করোনা সংক্রমণ ব্যক্তি চিহ্নিত হয়েছে যারা কখনো বিদেশে যায়নি, বা বিদেশ থেকে আসা কোন ব্যক্তির সংস্পর্শ আসেনি, তাই তারা মনে করছেন সংক্রমণ তৃতীয় স্তরে প্রবেশ করেছে |তৃতীয় স্তরে প্রবেশ করলে  তখন কোথা থেকে সংক্রমণ হচ্ছে  এর কোন পরিসংখ্যান পাওয়া যায় না, ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে | কিন্তু ভারতীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন, ভারত মন্ত্রকের থেকে যুক্তি দেখানো হয়েছে, যে এই ধরনের সংক্রমণ গুলো শুধু সেই এলাকাগুলোতে পাওয়া গেছে, যেখানে করোনা আক্রান্ত রোগী বেশি | সেই এলাকাগুলোকে হৎস্পট নামে চিহ্নিত করা হয়েছে, এবং এলাকাগুলোকে সিল করে দেওয়া হয়েছে | সেই সমস্ত এলাকার মানুষের কোনরকম ঘর থেকে বের হবার অনুমতি নেই | তাই ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের ধারণা, সংক্রমণ এখনো তৃতীয় স্তরে পৌঁছয়নি, কিন্তু মানুষ সচেতন না হলে সংক্রমণ এইভাবে বাড়তে থাকলে খুব তাড়াতাড়ি আমরা তৃতীয় স্তরে পৌঁছে যেতে পারি | যেকোনো মূল্যেই ভারতবর্ষকে তৃতীয় স্তরে যাবার থেকে রক্ষা করতে হবে, এর জন্য আমাদের সকলকে আরো অনেক বেশি সচেতন হতে হবে | বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস এর প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত, ভারতবর্ষকে তৃতীয় স্তরের হাত থেকে রক্ষা করতে হলে লকডাউন একমাত্র উপায় | বিভিন্ন দেশ করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করবার চেষ্টা করছে, কিন্তু আবিষ্কার হয়ে গেলেই সমস্যা মিটবে না, কারণ, কোন ওষুধ আবিষ্কার করা হলে তা 16 থেকে 18 মাস তার ফলাফল এর উপর বিশ্লেষণ করে, তারপর সাধারন মানুষের উপরে প্রয়োগ করা হয় | তাই করুনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব এবং লকডাউন এর মত সিদ্ধান্তই সবথেকে বেশি কার্যকরী |

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন, ওই বৈঠকে বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে সুপারিশ করেছেন, ফলে রাষ্ট্রীয়ভাবে  আবার  লকডাউন  বাড়ানোর  সম্ভাবনা দেখা যাচ্ছে | কত তারিখ পর্যন্ত লকডাউন এর সময়সীমা বাড়ানো হবে তা এখনও অফিশিয়াল ভাবে ঘোষণা করা হয়নি | মনে করা হচ্ছে 30 শে এপ্রিল পর্যন্ত লকডাউন এর সময়সীমা বাড়তে পারে | প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে, সকলকেই মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছেন | সার্জিক্যাল মাস্ক না হলে, সাধারণ কাপড় দিয়ে নিজেরা ঘরে তৈরি করে ও ব্যবহার করতে পারেন, যদি তাও সম্ভব না হয়, তাহলে তাওয়াল গামছা রুমাল বা কোন কাপুর দিয়ে নাক মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন | কারণ এই ভাইরাস বাতাসের মাধ্যমেও একজনের থেকে আরেক জনকে সংক্রমণ করতে পারে | তাই নাক মুখ ঢেকে রাখলে সংক্রমণের সম্ভাবনা কিছুটা হলেও কম থাকে | তাই নিজেদের পরিবার সুরক্ষিত রাখতে এবং দেশকে তৃতীয় স্তরে প্রবেশ করা থেকে রক্ষা করতে আমাদের সকলকেই লক ডাউনের সমস্ত নিয়ম মেনে চলতে হবে |
ঈশ্বর সকলের মঙ্গল করুন
নমস্কার 

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ