হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

জাপানে সার্জারির মাধ্যমে হাতের রেখা তৈরী করে ভাগ্য পরিবর্তন করতে চায়: বৈদ্যুতিক স্কাল্পেল দিয়ে 10 মিনিটে কী ভাগ্য পরিবর্তন করা সম্ভব ?

Palm line plastic surgery
সার্জারির আগের ও পরের ছবি
হস্তরেখা বিচার ভারতবর্ষে প্রাচীনকাল থেকে চলে আসছে | হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হস্তরেখা পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী, মাতৃগর্ভেই সৃষ্টি হয়ে থাকে, এবং এই জন্মের কর্মফল অনুযায়ী তার পরিবর্তন হয় |
নিজের ভাগ্য সম্বন্ধে জানবার উৎসুকতা প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, তাই মানুষ নিজের ও কোন প্রিয়জনের ভাগ্যের সম্বন্ধে জানতে, কোন জ্যোতিষীর শরণাপন্ন হন | জ্যোতিষী তার জন্মতারিখ, জন্মসময়, জন্মস্থান, জেনে নিয়ে একটি জন্ম কুণ্ডলী প্রস্তুত করে, এবং জন্ম কুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুযায়ী তার অতীত বর্তমান সম্বন্ধে কিছু আলোচনা করেন, ও ভবিষ্যতের সম্বন্ধে কিছু পূর্বাভাস দেন | আবার কোন জ্যোতিষী হাতের রেখা বিচার করার মাধ্যমে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে বলে থাকে |কেউ কেউ আবার জন্ম কুণ্ডলী ও হাতের রেখা দুটো একসাথে বিচার করার মাধ্যমে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সম্বন্ধে বলে থাকেন | আমার মতে এটাই সব থেকে বেশি উপযোগী |

জ্যোতিষ শাস্ত্রের উৎপত্তি ভারতবর্ষে হলেও ভারতের থেকে এই শাস্ত্র পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, এবং বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে বিভিন্নভাবে গবেষণা করা হচ্ছে | হস্তরেখা বিচার জ্যোতিষ শাস্ত্রের একটি অঙ্গ বলে ধরা হয়, কিন্তু আসলে হস্তরেখা বিচার সামুদ্রিক শাস্ত্রের একটি অঙ্গ | অনেকের জন্ম সময়ের গরমিল থাকার কারণে, জন্ম কুণ্ডলী দেখে সঠিক বিচার বিশ্লেষণ করা সম্ভব হয়না, সে ক্ষেত্রে হাতের রেখা বিচার বিশ্লেষণ করার মাধ্যমে নিখুঁতভাবে, মানুষের অতীত-বর্তমান-ভবিষ্যৎ সম্বন্ধে বিচার বিশ্লেষণ করা যায় | হস্তরেখাবিদ কিরো বেনহাম, এর নাম আমরা সকলেই শুনেছি, ইনি শুধুমাত্র হাতের রেখা বিচার বিশ্লেষণের মাধ্যমে, মানুষের অতীত-বর্তমান-ভবিষ্যৎ সম্বন্ধে সঠিক বিচার বিশ্লেষণ করতেন | হস্তরেখা বিষয়ে কিরো বেনহামই পৃথিবীতে সবথেকে বেশি প্রচার ও প্রসার করেছেন | বর্তমান সময়ে হস্তরেখার গবেষণা পৃথিবীর বিভিন্ন দেশে বেড়ে চলেছে | আমরা সকলেই জানি হাতের রেখা অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারণ হয় | গত কয়েক বছর ধরে ভাগ্য উন্নতির জন্য জাপান এবং কোরিয়ার মতো দেশে, প্লাস্টিক সার্জারির মাধ্যমে, হাতে প্রয়োজনীয় রেখা তৈরি করে নেওয়া হচ্ছে |


 হাতের রেখা প্লাস্টিক সার্জারি
Takaaki Matsuoka
জাপানের ডাক্তার Takaaki Matsuoka তার ক্লিনিকে $800/$1000 চার্জ নিয়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে, হস্তরেখা বিশারদের পরামর্শ অনুযায়ী হাতের রেখার গঠন করে দেন |
তিনি ইতিমধ্যে বহু মানুষের হাতের রেখার প্রতিস্থাপন করেছেন, তার কথা অনুযায়ী ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই নাম, যশ, প্রতিষ্ঠা ও অর্থের জন্য, রবি রেখা, ভাগ্য রেখা, বিজনেস রেখা, ইত্যাদি তৈরি করান | মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, ও সাংসারিক সুখের জন্য, হৃদয় রেখার গঠন করান | ডাক্তার নিজে ভাগ্য পরিবর্তনের কোন দায়িত্ব নেন না |

যারা সার্জারির মাধ্যমে রেখার গঠন করিয়েছেন তাদের কথা অনুযায়ী, রেখার গঠন করানোর পরে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে | যেমন ডাক্তারের কথা অনুযায়ী একটি মেয়ে বিবাহ রেখার স্থাপন করেছিলেন তার কিছুদিনের মধ্যেই বিবাহ হয়ে গেছে, এবং বেশ কিছু মানুষের হাতের রেখা স্থাপন করার পরে জীবনে উন্নতি ও দেখা গেছে | Takaaki Matsuoka ক্লিনিক জাপানের একমাত্র ক্লিনিক নয়, আরো বেশ কিছু এই ধরনের ক্লিনিক আছে | জাপানসহ কোরিয়াতেও সার্জারির মাধ্যমে হস্তরেখার গঠন করার চাহিদা দিনে দিনে বেড়ে চলছে |
বৈদ্যুতিক স্কাল্পেলের মাধ্যমে এই ধরনের প্লাস্টিক সার্জারি করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, সম্পূর্ণ সেরে উঠতে  এক মাসের মত  সময় লাগে |
তবে ভারতে ধরনের সার্জারি শুরু হয়েছে বলে আমার জানা নেই | এবং এই ধরনের সার্জারি কতটা কার্যকরী সেটাও চিন্তা ও গবেষণার বিষয় | আপনাদের ধারণা অনুযায়ী এই ধরনের সার্জারি কতটা কার্যকরী তা কমেন্ট করে জানাতে পারেন | নমস্কার


মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ