করোনা ছন্দে


a
Covit 19

করুণা তুমি কেন এসেছো? নিয়ে এসেছো ভয়
তোমাকে আমরা হারিয়ে দেব তোমার ভয়ের হোক জয় |
চীন দেশ থেকে শুরু হয়ে তুমি, গোটা বিশ্বে ছড়িয়ে গেলে, 
পৃথিবী জুড়ে হাজারো মানুষের, প্রাণ বিনা দোষে কেড়ে নিলে, 
বহু মানুষ আজও সংক্রমিত মৃত্যুর ভয়ে আতংকিত, 
কিন্তু জেনো আমাদের সাথে ডাক্তার রূপে ভগবান আছে, 
পুলিশ সেজে ঝাড়ুদার সেজে তোমাকে করবেই পরাজয়, 
তোমাকে আমরা হারিয়ে দেবো তোমার ভয়ের হোক জয় |
খেটে খাওয়া মানুষ কাজ হারিয়ে, অনেকেই আজ অনাহারে আছে, 
হেটে আসা শ্রমিক বহু পথ পেরিয়ে, কেউতো আবার বাড়িও ফিরেছে, 
বন্দি করেছো আমাদের তুমি, জরুরী পরিষেবা তবুও থামেনি, 
দেবতারা আজ পথে নেমেছে তোমাকে করে না ভয়, 
তোমাকে আমরা হারিয়ে দেবো, তোমার ভয়ের হোক জয় |
সকলেই আজ এক হয়ে, বিরোধীরা ও মিলে মিশে গেছে, 
সন্ত্রাসবাদ আছে লুকিয়ে, অন্যায় তাই অনেক কমেছে, 
যেখানে নেওয়া যেতনা নিঃশ্বাস, সেখানেও হয়েছে শুদ্ধ বাতাস, 
বহু প্রজাতির পাখি ফিরেছে, জীবজন্তু পথে ঘুরছে
গঙ্গার জলে দূষণ কমেছে, মুক্ত হয়েছে আকাশ, 
ভয় দেখিয়ে কিছু দিয়ে গেলে, কত মানুষের প্রাণও তো নিলে, 
তাইতো তোমায় করছি ঘৃণা যাও তুমি চলে যাও 
তোমাকে আমরা হারিয়ে দেবো তোমার ভয়ের হোক জয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার