হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

করোনা ভাইরাসের সংক্রমণ তীব্রতা থাকবে 2024 পর্যন্ত, আবারও বাড়বে লকডাউন?


Howard University study
Coronavirus
নভেল করোনাভাইরাস, এর প্রকোপে পৃথিবীতে এক লক্ষের বেশি মানুষের প্রাণহানি হয়েছে, এবং 20 লক্ষের অধিক মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত | জানিনা এই মহামারী আরো কত মানুষের প্রাণ নেবে | কেমন জানি পৃথিবীর বেশিরভাগ দেশগুলো স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে রয়েছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান | এর মধ্যে সবথেকে বেশি সমস্যা ভোগ করছে যারা প্রতিদিন উপার্জন করে, নিজেদের সংসার পরিচালনা করে | সকলেই আশা করে আছে কবে এই ভাইরাস থেকে মুক্তি পাব, আবার নিজেদের কাজ শুরু করব | এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই দেশের সরকার একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে, একদিনের জনতা কার্ফু থেকে শুরু, করে 21 দিনের লকডাউন শেষ করে, আবার লকডাউন 2.0  ঘোষণা করা হয়েছে | সকলেই আশায় আছি  3মে লকডাউন 2.0 এর মেয়াদ শেষ হওয়ার, কিন্তু আসলে কেউই জানিনা এর মেয়াদ কবে শেষ হবে, লকডাউন টু এর পরে লকডাউন 3, লকডাউন 4, আসবে কিনা? ঈশ্বরের কাছে প্রার্থনা করি যত তাড়াতাড়ি সম্ভব এই মহামারী থেকে পৃথিবীকে মুক্ত করো |

নভেল করোনা ভাইরাস সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উঠে আসছে, ফলে আগের তথ্যগুলো ভুল বলে প্রমাণ হচ্ছে | যেমন প্রথম দিকের তথ্য ছিল যেই ভাইরাস বেশ ভারী, হওয়ায় বাতাসে ছড়াতে পারে না |
কোন ধাতুর উপরে নয় ঘন্টা বেঁচে থাকতে পারে |
23°-24° ডিগ্রি তাপমাত্রায় এই ভাইরাস সংক্রমণ ছড়াতে পারে না, ইত্যাদি ইত্যাদি |
নতুন গবেষণায় উঠে এসেছে, এই ভাইরাস বাতাসের মাধ্যমে 13 ফুট পর্যন্ত অতিক্রম করতে পারে, অর্থাৎ কোন সংক্রমিত ব্যক্তি 13 ফুটের মধ্যে অন্য কোন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে |
কোন ধাতব দ্রব্যের উপরে 72 ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে |
এমনকি জলের মধ্যে ভাইরাস অনেক সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং আরো অনেক নতুন নতুন তথ্য উঠে আসছে |
এই সমস্ত তথ্যের মধ্যে আমেরিকার

Harvard University study report অনুযায়ী তাদের অনুমান, এই Covid-19 ভাইরাসের সংক্রমণের তীব্রতা 2024 সাল পর্যন্ত থাকতে পারে | ঈশ্বরের কাছে কামনা করি তাদের এই অনুমান যেন ভুল হয় |


পৃথিবীতে বিভিন্ন দেশে, বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে Covid-19 ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছে | এখনো পর্যন্ত এই ভাইরাসের জন্য কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি | প্রায় সমস্ত দেশের বৈজ্ঞানিকরা এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন | কোন দেশে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলেও তা সার্বজনীন ভাবে চিকিৎসার কাজে ব্যবহার করতে 16 থেকে 18 মাস সময় লাগে |  কারণ 16 থেকে 18 মাস সেই ওষুধের ফলাফলের উপরে নজরদারি করতে হয়, তারপরে সার্বজনীন ভাবে মানুষের উপরে প্রয়োগ করা হয় | তাহলে এই ভাইরাসের সংক্রমনের তীব্রতা প্রাকৃতিক ভাবে না কমলে, সামাজিক দুরত্ব ও লকডাউন এর মাধ্যমেই এর সংক্রমণ বৃদ্ধিকে রোধ করে রাখতে হবে | আর 2024 তো দূরের কথা, লকডাউন যদি ছয় মাসও থাকে তাহলে পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে | আমি কাউকে ভয় দেখানোর কোন ভয়ঙ্কর চিত্র তুলে ধরতে চাইছি না, কিন্তু বাস্তব কিছুটা এমনই হতে পারে | বন্ধ হয়ে যেতে পারে বহু ধরনের ব্যবসা, কোটি কোটি মানুষ নিজেদের কর্ম হারিয়ে ফেলতে পারে | এতদিন যে কাজের মাধ্যমে আমরা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতাম, সেগুলো অর্থহীন হয়ে যেতে পারে | পরিবর্তন হয়ে যেতে পারে আমাদের জীবনযাপনের ধরন | হয়তো যেভাবে এতদিন ঘুরে বেড়িয়েছি, আনন্দ উৎসব করেছি, সেগুলো শুধু স্মৃতি হয়ে থাকতে পারে | আর এই পরিবর্তনকে যে ব্যক্তি যত তাড়াতাড়ি স্বীকার করে নিতে পারবে, সেই আগামী দিনে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে সুন্দর জীবন যাপন করতে পারবে |
করোনা ভাইরাসের প্রকোপে, মানুষের জীবন ধারায় অনেক কিছুই উলটপালট হতে চলেছে | এর জন্য বিভিন্ন ধরনের কর্মে নিযুক্ত মানুষ কর্ম হারাতে পারে |
তাই কর্ম হারাবার আশঙ্কা যাদের মধ্যে আছে, সেই সমস্ত প্রতিটি ক্ষেত্রের মানুষের উচিৎ এখন থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া | বহু ধরনের ব্যবসা বন্ধ হওয়ার পাশাপাশি মানুষের প্রয়োজনের তাগিদে, বহু নতুন ধরনের ব্যবসা ও কর্ম সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর আছে | দুঃখ দুশ্চিন্তা দূর করে নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর এটাই সেই সেরা সময় | তাই এখন থেকেই সচেতন হোন এবং অন্যদের সচেতন করুন |

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ