করোনা ভাইরাসের সংক্রমণ তীব্রতা থাকবে 2024 পর্যন্ত, আবারও বাড়বে লকডাউন?
![]() |
Coronavirus |
নভেল করোনা ভাইরাস সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উঠে আসছে, ফলে আগের তথ্যগুলো ভুল বলে প্রমাণ হচ্ছে | যেমন প্রথম দিকের তথ্য ছিল যেই ভাইরাস বেশ ভারী, হওয়ায় বাতাসে ছড়াতে পারে না |
কোন ধাতুর উপরে নয় ঘন্টা বেঁচে থাকতে পারে |
23°-24° ডিগ্রি তাপমাত্রায় এই ভাইরাস সংক্রমণ ছড়াতে পারে না, ইত্যাদি ইত্যাদি |
নতুন গবেষণায় উঠে এসেছে, এই ভাইরাস বাতাসের মাধ্যমে 13 ফুট পর্যন্ত অতিক্রম করতে পারে, অর্থাৎ কোন সংক্রমিত ব্যক্তি 13 ফুটের মধ্যে অন্য কোন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে |
কোন ধাতব দ্রব্যের উপরে 72 ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে |
এমনকি জলের মধ্যে ভাইরাস অনেক সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং আরো অনেক নতুন নতুন তথ্য উঠে আসছে |
এই সমস্ত তথ্যের মধ্যে আমেরিকার
Harvard University study report অনুযায়ী তাদের অনুমান, এই Covid-19 ভাইরাসের সংক্রমণের তীব্রতা 2024 সাল পর্যন্ত থাকতে পারে | ঈশ্বরের কাছে কামনা করি তাদের এই অনুমান যেন ভুল হয় |
পৃথিবীতে বিভিন্ন দেশে, বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে Covid-19 ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছে | এখনো পর্যন্ত এই ভাইরাসের জন্য কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি | প্রায় সমস্ত দেশের বৈজ্ঞানিকরা এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন | কোন দেশে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলেও তা সার্বজনীন ভাবে চিকিৎসার কাজে ব্যবহার করতে 16 থেকে 18 মাস সময় লাগে | কারণ 16 থেকে 18 মাস সেই ওষুধের ফলাফলের উপরে নজরদারি করতে হয়, তারপরে সার্বজনীন ভাবে মানুষের উপরে প্রয়োগ করা হয় | তাহলে এই ভাইরাসের সংক্রমনের তীব্রতা প্রাকৃতিক ভাবে না কমলে, সামাজিক দুরত্ব ও লকডাউন এর মাধ্যমেই এর সংক্রমণ বৃদ্ধিকে রোধ করে রাখতে হবে | আর 2024 তো দূরের কথা, লকডাউন যদি ছয় মাসও থাকে তাহলে পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে | আমি কাউকে ভয় দেখানোর কোন ভয়ঙ্কর চিত্র তুলে ধরতে চাইছি না, কিন্তু বাস্তব কিছুটা এমনই হতে পারে | বন্ধ হয়ে যেতে পারে বহু ধরনের ব্যবসা, কোটি কোটি মানুষ নিজেদের কর্ম হারিয়ে ফেলতে পারে | এতদিন যে কাজের মাধ্যমে আমরা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতাম, সেগুলো অর্থহীন হয়ে যেতে পারে | পরিবর্তন হয়ে যেতে পারে আমাদের জীবনযাপনের ধরন | হয়তো যেভাবে এতদিন ঘুরে বেড়িয়েছি, আনন্দ উৎসব করেছি, সেগুলো শুধু স্মৃতি হয়ে থাকতে পারে | আর এই পরিবর্তনকে যে ব্যক্তি যত তাড়াতাড়ি স্বীকার করে নিতে পারবে, সেই আগামী দিনে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে সুন্দর জীবন যাপন করতে পারবে |
তাই কর্ম হারাবার আশঙ্কা যাদের মধ্যে আছে, সেই সমস্ত প্রতিটি ক্ষেত্রের মানুষের উচিৎ এখন থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া | বহু ধরনের ব্যবসা বন্ধ হওয়ার পাশাপাশি মানুষের প্রয়োজনের তাগিদে, বহু নতুন ধরনের ব্যবসা ও কর্ম সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর আছে | দুঃখ দুশ্চিন্তা দূর করে নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর এটাই সেই সেরা সময় | তাই এখন থেকেই সচেতন হোন এবং অন্যদের সচেতন করুন |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন