|
Om |
ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী, আগামী 5 ই এপ্রিল রবিবার রাত 9 ঘটিকায়, 9 মিনিট, সমস্ত দেশবাসীকে ঘরের ইলেকট্রিক লাইট বন্ধ করে, প্রদীপ, মোমবাতি, টর্চ, মোবাইলের ব্যাক লাইট, জ্বালিয়ে রাখতে অনুরোধ করেছেন | অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এর ফলে লাভ কি হবে |
লাভ ক্ষতির বিচার করতে গেলে, আগে জানতে হবে প্রদীপ মোমবাতি ইত্যাদি জালানো হয় কেন?
প্রদীপ মোমবাতি ইত্যাদি জালানো হতো, অন্ধকার দূর করবার জন্য | বর্তমানে ইলেকট্রিক লাইট ব্যবহার করার মাধ্যমে আমরা অন্ধকার দূর করে থাকি |
কিন্তু ভারতীয় শাস্ত্র মতে শুধুমাত্র অন্ধকার দূর করবার জন্যই প্রদীপ, মোমবাতি, ইত্যাদি ব্যবহার করা হয় না | অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই পঞ্চতত্ত্বের মধ্যে সবথেকে পবিত্র হলো অগ্নি |অগ্নির যেমন দাহ করার ক্ষমতা আছে, তেমনই আছে এর পবিত্রতা | তাই যেকোনো মাঙ্গলিক কর্মে অশুভ শক্তিকে পরাজিত করে, শুভ শক্তিকে বৃদ্ধি করার জন্য, প্রদীপ, মোমবাতি, যজ্ঞ, ইত্যাদির মাধ্যমে পবিত্র অগ্নির ব্যবহার করা হয় |
এছাড়াও যোগীদের সেরা সময় হল রাত্র, মানুষের মন সদা চঞ্চল, তাই মনকে স্থির করা খুব কঠিন কাজ | আমাদের পঞ্চ ইন্দ্রিয়র, কোন ইন্দ্রিয়ের মাধ্যমে কোন অনুভুতি হলেই, সেই বিষয় কোন চিন্তা শুরু হয়ে যায়, আর এই ইন্দ্রিয় গুলোর মধ্যে দর্শনেন্দ্রিয় অর্থাৎ চোখ সবথেকে বেশি চিন্তা উৎপন্ন করে | আমাদের চোখে যা কিছু দেখি, মনে সেই সম্বন্ধে কোন চিন্তার উদয় হয় |
সেই কারণে অন্ধকার, নিস্তব্ধ কোন জায়গায়, একটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে, যোগ করার মাধ্যমে মনে অতি শীঘ্র একাগ্রতা আসে |
প্রদীপ বা মোমবাতির অগ্নি দৃষ্টি আকর্ষণ করার ফলে, মনে পবিত্র আসে এবং পার্শ্ববর্তী অনেক বস্তুই দৃষ্টিগোচর, কম হয় বা হয় না | ফলে সেই সম্বন্ধিত চিন্তাও উদয় হয় না, এবং একাগ্রতা সহকারে যোগ সাধনা করা যায় | তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে 5 এপ্রিল রবিবার, রাত নটায় ঘরের সমস্ত লাইট নিভিয়ে, মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে, তার সামনে বসুন | এবং এই 9 মিনিটের সুযোগ নিয়ে 28 বার ভারতের আদি অনাদি শব্দ "ওম" উচ্চারণ করুন, ইচ্ছা করলে 108 বার ও করতে পারেন | অন্ধকার ঘরে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে, ওম শব্দ উচ্চারণ করার মাধ্যমে, আপনার শরীরে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি বৃদ্ধি হবে, এবং মানসিক দুশ্চিন্তা দূর করে, একটি আনন্দদায়ক উপলব্ধি লাভ করতে পারবেন | আর আনন্দের মধ্যে থাকলেই মানুষের মধ্যে এমন কিছু কেমিক্যাল তৈরি হয়, তাতে মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি হয় | তো বন্ধুরা 5 এপ্রিল রাত ন'টা থেকে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে "ওম" শব্দ উচ্চারণ করুন, এবং সমস্ত দেশজুড়ে উচ্চারণ করাবার জন্য অন্যদের উৎসাহিত করুন, নমস্কার |
এটাই সত্য
উত্তরমুছুনThank you so much
উত্তরমুছুন