“রানাঘাট থেকে Just Dial Scam: কিভাবে সচেতন থাকবেন গ্রাহকরা”

Just Dial Scam: প্রতারণা, বিশ্বাস ও সচেতনতার পাঠ ECS next installment আমি ডঃ প্রদ্যুত আচার্য, একজন জ্যোতিষী ও হস্তরেখা বিশ্লেষক, রানাঘাটের MyAstrology এর মাধ্যমে অনলাইনে হস্তরেখা ও জন্মকুন্ডলি বিশ্লেষণসহ বিভিন্ন জ্যোতিষ পরিসেবা প্রদান করি। দীর্ঘ কয়েক বছর ধরে Just Dial এর বিভিন্ন মার্কেটিং এজেন্ট আমাকে ফোন করে সার্ভিস নিতে প্রস্তাব করত, কিন্তু আমি সবসময় তা অস্বীকার করেছি। সম্প্রতি, একজন এজেন্টের প্রলোভনে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ি। তিনি আমাকে বললেন, কমপক্ষে এক মাসের জন্য Just Dial প্রোফাইল সক্রিয় করতে ২,৮৩২ টাকা দিতে হবে, এবং তিনি আশ্বাস দিলেন—“২,৮৩২ টাকা লস হয়ে গেলেও আপনি একজন স্বনামধন্য জ্যোতিষী, মরে যাবেন না।” এই কথায় আমি কিছুটা ভরসা পেয়ে রাজি হই। পরবর্তীতে আমার চেম্বারে উপস্থিত হন Arnab Paul নামের Just Dial marketing agent। তিনি আমাকে প্রলোভন দেখান— প্রতি মাসে ২,৮৩২ টাকা করে ৩ মাসের পেমেন্ট করতে হবে, যাতে ছয় মাস প্রোফাইল লাইভ থাকে। রানাঘাট এড়িয়ার সার্ভিস নিলে নইহাটি এড়িয়া ফ্রি অন্তর্ভুক্ত। প্রথম দুই মাসের পেমেন্ট অন-স্পট দিতে হবে, বাকি এক মাসের টাকা ব্যাংক থেকে স...