মানুষের মাঝেই ভগবান

এক ভক্ত এক গ্রামের মধ্যে থেকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে করতে যাচ্ছে, ইতি মধ্যে এক বাড়িতে প্রবেশ করে ডাক ছাড়ে মা কিছু ভিক্ষা দেবে| ঘরের ভেতর থেকে এক ভদ্র মহিলা বেড়িয়ে এলো, এসে কিছু ভিক্ষা দিলেন, ভিক্ষা নিয়ে ভক্ত বললেন সুখী হও মা| মা ডাক শুনে মহিলার চোখ জলে ভরে এলো| ভক্ত তা লক্ষ করেছেন, তিনি বললেন মা তুমি কাদছো কেন? মহিলা বললেন না কিছু না এমনি মানে আমার তো কোনো সন্তান নেই, তাই মা ডাক শুনলে চোখে জল চলে আসে|ভক্ত বললেন আমাকে ক্ষমা করো, আমি না জেনে তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছি| মহিলা না না কষ্ট পাইনি আপনি এলেন বলেই তো মা ডাক শুনতে পেলাম তা নাহলে আমার আর সেই ভাগ্য কোথায়, এই বলে মহিলা হাউ হাউ কাঁদতে শুরু করল| ভক্ত বললেন কেদোনা আমি তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এই সান্তনা দিয়ে তিনি বিদায় নিলেন| কিন্তু তার মনের মধ্যে এই একই চিন্তা ভাবনা চলছে, ভাবছেন ভগবানের সাথে দেখা হলে জিজ্ঞেস করতাম, ঐ মহিলার কোন সন্তান নেই কেন? ভাগ্যক্রমে সেদিন রাতে তাঁর সপ্নের মাধ্যমে ভগবানের সাথে সাক্ষাৎ হয়, কিন্তু সপ্নের মধ্যেও তিনি ঐ মহিলার কথা ভোলেন নি| তিনি ভগবান কে জিজ্ঞেস করলেন, ভ...