হাতের কিছু অত্যন্ত সৌভাগ্যজনক চিহ্ন
হস্তরেখা বিচার কে সামুদ্রিক শাস্ত্র বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য সহ আঙুলের আঁকার, হাতের গঠ্ হাতের রেখার ভিত্তিতে ভবিষ্যৎ বিশ্লেষণ করা হয়। প্রাচীন কালে দীর্ঘ গবেষণা করার পরে তখনকার মুনি-ঋষিরা পুথি পত্রে লিপিবদ্ধ করে গেছে, এবং সেই প্রাচীন পুঁথিপত্রের কিছু অংশ এখনো কিছু পাওয়া যায় সে গবেষণা প্ত্রের টুকরোগুলোকে একসঙ্গে জোড়া করে পাঠকদের জন্য কিছু তথ্য তুলে ধরা হলো।
![]() |
হস্তরেখা |
হাতের কিছু অত্যন্ত সৌভাগ্যজনক চিহ্ন যে চিহ্ন গুলো আপনার হাতে থাকলে আপনি উন্নতির পথে অনেকটাই এগিয়ে যেতে পারেন আমরা এক এক করে প্রতিটি চিহ্ন সম্পর্কে আলোচনা করবো সবার প্রথমে আমরা আলোচনা করব।
হাতের করতলে বজ্র ও তর্জু - চিহ্ন থাকলে জাতক ব্যাবসায়ে লাভবান হন।
বড় ধরনের ত্রিভূজ চর্তুভূজ আর উর্দ্ধমুখী স্পষ্টরেখা হাতে থাকলে জাতক বা জাতিকার ধন সম্পত্তি বৃদ্ধি হয় |
হাতে পদ্ম ও পদ্মকলি- চিহ্ন থাকলে মানুষ সুখী ও ধনী হন।
করতলের শিরোরেখা থেকে কোন রেখা শনিক্ষেত্র পর্যন্ত্য এবং আর একটা রেখা বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত্য যায় মানুষ খুব ধনবান হয় ।
ক্রশ-চিহ্ন তর্জনী আঙ্গুলে থাকলে সে পিতৃধনে ধনবান ও ঐশ্বর্য্যশালী হয়|
হাতে শঙ্খ- চক্র গদা পদ্ম ধ্বজা অর্থাৎ পতাকা চিহ্ন থাকলে জাতক ঈশ্বরের আশির্বাদ প্রাপ্ত ও রাজজ্ঞানী ঐশ্বর্য্যশালী এবং খুব দয়ালু হয়|
হাতে মৎস্য- চিহ্ন থাকলে জাতককে পুত্রবানের আশ্বাস দেয়।
হাতে চর্তুভূজ-গদা, ছত্র,পর্ব্বত, ঘট প্রভৃতি চিহ্ন থাকলে বিপদ নাশ করে উন্নতির পথে এগিয়ে চলে।
হাতে যোনি- চিহ্ন থাকলে জাতকের সম্পদ বৃদ্ধি করে ও বিভিন্ন ক্ষেত্রে শুভ হয়।
হাতে চন্দ্র- চিহ্ন থাকলে জাতক সৎ, গুণী, মানী, মধুরভাষী ও ধনবান হয়।
হাতে সূর্য্য- চিহ্ন থাকলে ব্যাক্তি দৃঢ়মনা, সু-কর্মী, সাহসী ও অতি প্রভাবশালী এবং সুখী ও ভোগী ধরনের মানুষ হয়।
হাতে চোখ- চিহ্ন থাকলে জাতক সুখী ও ভোগী ধরনের হয়।
হাতে ধনুক- চিহ্ন থাকলে জাতক দৃঢ়তা সম্পন্ন হয়|
হাতের করতলে বজ্র ও তর্জু - চিহ্ন থাকলে জাতক ব্যাবসায়ে লাভবান হন।
বড় ধরনের ত্রিভূজ চর্তুভূজ আর উর্দ্ধমুখী স্পষ্টরেখা হাতে থাকলে জাতক বা জাতিকার ধন সম্পত্তি বৃদ্ধি হয় |
হাতে পদ্ম ও পদ্মকলি- চিহ্ন থাকলে মানুষ সুখী ও ধনী হন।
করতলের শিরোরেখা থেকে কোন রেখা শনিক্ষেত্র পর্যন্ত্য এবং আর একটা রেখা বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত্য যায় মানুষ খুব ধনবান হয় ।
ক্রশ-চিহ্ন তর্জনী আঙ্গুলে থাকলে সে পিতৃধনে ধনবান ও ঐশ্বর্য্যশালী হয়|
হাতে শঙ্খ- চক্র গদা পদ্ম ধ্বজা অর্থাৎ পতাকা চিহ্ন থাকলে জাতক ঈশ্বরের আশির্বাদ প্রাপ্ত ও রাজজ্ঞানী ঐশ্বর্য্যশালী এবং খুব দয়ালু হয়|
হাতে মৎস্য- চিহ্ন থাকলে জাতককে পুত্রবানের আশ্বাস দেয়।
হাতে চর্তুভূজ-গদা, ছত্র,পর্ব্বত, ঘট প্রভৃতি চিহ্ন থাকলে বিপদ নাশ করে উন্নতির পথে এগিয়ে চলে।
হাতে যোনি- চিহ্ন থাকলে জাতকের সম্পদ বৃদ্ধি করে ও বিভিন্ন ক্ষেত্রে শুভ হয়।
হাতে চন্দ্র- চিহ্ন থাকলে জাতক সৎ, গুণী, মানী, মধুরভাষী ও ধনবান হয়।
হাতে সূর্য্য- চিহ্ন থাকলে ব্যাক্তি দৃঢ়মনা, সু-কর্মী, সাহসী ও অতি প্রভাবশালী এবং সুখী ও ভোগী ধরনের মানুষ হয়।
হাতে চোখ- চিহ্ন থাকলে জাতক সুখী ও ভোগী ধরনের হয়।
হাতে ধনুক- চিহ্ন থাকলে জাতক দৃঢ়তা সম্পন্ন হয়|
বৃদ্ধাঙ্গুলি বা মধ্যমা আঙুলে যব- চিহ্ন থাকলে পরধন প্রাপ্তি বুঝায়।
হাতে ত্রিশুল-ডম্বরু ও চর্তুভূজ চিহ্ন ভাগ্য রেখার শেষ প্রান্তে বা বৃহস্পতির ক্ষেত্রে থাকলে জাতক
বিদ্বান হয় ,বৈজ্ঞানিক , দার্শনিক, শাস্ত্রজ্ঞ ও ধর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে খ্যাতি অর্জন করে।
অনামিকা আঙুলে ক্রশ- চিহ্ন থাকলে জাতক বন্ধুর সাহায্য লাভ করে ও ধনবান হয়।
হাতে মন্দির-পতাকা, চিহ্ন থাকিলে মানুষ পরোপকারী, ধার্মিক, জ্ঞানী ও দয়ালু হয়।
হাতে চক্র- চিহ্ন থাকলে জাতক রাজসন্মানী ও ঐশ্বর্যশালী হয়।
হাতে খরম- চিহ্ন থাকলে জ্ঞানী,শাস্ত্রজ্ঞ,এবং পন্ডিত হওয়ার ইঙ্গিত করে।
হাতে শঙ্খ -চিহ্ন থাকলে জাতক ভূসম্পতির মালিক হয়।
হাতে খর্গ- চিহ্ন থাকলে জাতক সাহসী শক্তিশালী এবং সুখী হয়|
অনামিকা আঙুলে ক্রশ- চিহ্ন থাকলে জাতক বন্ধুর সাহায্য লাভ করে ও ধনবান হয়।
হাতে মন্দির-পতাকা, চিহ্ন থাকিলে মানুষ পরোপকারী, ধার্মিক, জ্ঞানী ও দয়ালু হয়।
হাতে চক্র- চিহ্ন থাকলে জাতক রাজসন্মানী ও ঐশ্বর্যশালী হয়।
হাতে খরম- চিহ্ন থাকলে জ্ঞানী,শাস্ত্রজ্ঞ,এবং পন্ডিত হওয়ার ইঙ্গিত করে।
হাতে শঙ্খ -চিহ্ন থাকলে জাতক ভূসম্পতির মালিক হয়।
হাতে খর্গ- চিহ্ন থাকলে জাতক সাহসী শক্তিশালী এবং সুখী হয়|
Astrolger Dr. Pradyut Acharya
Contact +91 9333122768
Khub valo laglo
উত্তরমুছুনআপনি চিহ্ন সম্পর্কে বিস্তার জ্ঞানের পরিচয় দিয়েছেন এই লেখাতে।
উত্তরমুছুন