কার্তিক মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

কার্তিক মাসে জন্ম হলে মানুষ কেমন হয় 

তুলারাশি 

রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি, এই তুলা রাশিতে যখন রবি প্রবেশ করে তখন কার্তিক মাসের শুরু হয়|
জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্য, স্বভাব, চরিত্র, প্রকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা সাধারণ ধারণা পাওয়া যায়|

 কার্ত্তিক মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম হয় তারা অত্যন্ত আমোদপ্রিয় এবং ভোগ-বিলাসের মধ্যেই থাকতে ভালোবাসে, এরা বাস্তব জগতের চাইতে কল্পনার জগতে থাকতে বেশি পছন্দ করেন, জাতক জাতিকা অত্যন্ত চিন্তাশীল ও বিচার শক্তি সম্পন্ন হয়, তবুও মাঝে মাঝে এদের মধ্যে অত্যন্ত ভাবাবেগ দেখা যায়| এরা অনেক কিছুই আগে থেকে অনুভব করতে পারে এই অনুভব শক্তি ও কল্পনা কে কাজে লাগিয়ে এরা আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে পারে| এরা অশান্তি পছন্দ করে না এদের মধ্যে মিলেমিশে থাকার মানসিকতা বেশি থাকে এরা সমস্ত কাজ খুব চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ করে করতে চেষ্টা করে| সমস্ত কিছুর ভালো ও মন্দ বোঝার চেষ্টা করে এবং বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, এদের চরিত্রের একটা প্রধান গুণ| এরা সাধারণত দূরদর্শী সম্পন্ন হয়ে থাকে| আধ্যাত্মিক চেতনা এদের মধ্যে যথেষ্ট দেখা যায়| কিছু লোকের মধ্যে সংগীত অনুরাগ থাকতে পারে| এরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চায় যেখানে সবাই সামঞ্জস্য ভাবে ন্যায়মত ব্যবস্থার মধ্যে, সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে পারে| জ্ঞানচর্চার দিকে এদের বিশেষ ঝোঁক থাকে এবং তাতেই তারা বেশি আনন্দ পায়| বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এদের মধ্যে থাকার কারণে এরা ভালো সমালোচক হতে পারে| এরা প্রতিটি জিনিস কে বা ব্যাপারের খুঁটিনাটি দেখতে চায় এবং তার সম্পর্কে স্পষ্ট ধারণা হয়| এরা অন্যের স্বভাব চরিত্র সম্পর্কে সহজেই ধারণা করতে পারে, তাই যাদের পছন্দ করে তাদের সঙ্গে খুব মধুর ব্যবহার করে থাকে| এরা সাধারণত শিক্ষিত মানুষ হয়, আর যাদের শিক্ষা গ্রহণ করার সুযোগ থাকে না তারাও কিন্তু বেশ শিক্ষিত ধরনের মানুষ হয়| তাই এরা সাহিত্যিক প্রকৃতির হতে পারে সমালোচক বা সম্পাদনের কাজ করেও প্রতিষ্ঠা লাভ করতে পারে| এই মাসে জন্ম বহু মানুষের মধ্যেই কবিত্বের প্রতিভা থাকে| যেকোনো কলাবিদ্যার দিকেও ঝোঁক থাকতে পারে সংগীত, অভিনয়, চিত্রাঙ্কন, এসব ব্যাপারে জাতকের বিশেষ ঝোঁক থাকতে দেখা যায়| বিচার বিশ্লেষন করার ক্ষমতা থাকার কারণে এরা আইনের কাজের যেমন উকিল, ব্যারিস্টার, পদের বিশেষ উপযুক্ত এদের ভাগ্য কিছুটা ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যাবে| এদের ভাগ্য কিছুটা বিবাহিত জীবনের উপরও থাকে অর্থাৎ স্ত্রী ভালো হলে এরা অনেকটাই উন্নতি করতে পারে| বিবাহিত জীবন সুখের হলেও স্ত্রীর দোষ-ত্রুটিগুলো কে একটু বড় করে দেখে ফলে অশান্তির হওয়ার সম্ভাবনা থাকে| এদের জীবনে সকল প্রকার লোকেদের সঙ্গে পরিচয় থাকে এবং তাদের কাছ থেকে সাহায্য লাভ করে| জাতকের স্বাস্থ্য মোটের উপরে খারাপ হবে না, কিন্তু তুলা রাশিতে রবি নীচস্থ থাকার কারণে প্রসাবের রোগ হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে, এছাড়াও চক্ষুরোগ, পিঠে বা কোমরে ব্যথা, স্নায়ুবিক দুর্বলতা, বীর্য তরল, ইত্যাদি রোগের সম্ভাবনা থাকে এই ব্যাপারে বিশেষ সর্তকতা অবলম্বন করা প্রয়োজন|
 আজকের লেখা এই পর্যন্তই
 নমস্কার

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার