হাতের বিভিন্ন ক্ষেত্রে স্টার চিহ্ন
হাতে তারকা চিহ্ন অর্থাৎ স্টার চিহ্ন থাকলে কি হয়, বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন স্থানে স্টার চিহ্ন দেখা যায়, এই চিহ্নের শুভ অশুভ ফল কি কি তাই বিস্তারিত আলোচনা করবো| সবার প্রথমে বৃহস্পতির ক্ষেত্রে থেকে শুরু করছি|
*বৃহস্পতির ক্ষেত্রে যদি থাকে, তাহলে সেই ব্যক্তি সৌভাগ্যবান, সমৃদ্ধশালী, কিন্তু বেশি মাত্রায় অহংকারী হয়ে থাকে|বৃহস্পতির ক্ষেত্রের শেষ প্রান্তের দিকে এই চিহ্ন থাকে তাহলে আগুন থেকে দুর্ঘটনা বোঝায়|
* শনির ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে, তাহলে জাতক বা জাতিকা কোন অসৎ কর্মে জড়িয়ে পরে হঠাৎ কোনো দুর্ঘটনায় পরতে পারে| এই চিহ্ন পক্ষাঘাতও নির্দেশ করে|
* রবির ক্ষেত্রের উপরে তারকা চিহ্ন থাকলে জাতক বা জাতিকা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, সে সুনাম খ্যাতি অর্জন করতে পারে, শিল্প ও সুকুমার বিদ্যায় ঝোঁক থাকে, তার থেকে যশ ও খ্যাতি লাভ করতে পারে|
* বুধের ক্ষেত্রে তারকা চিহ্ন অত্যন্ত শক্তিশালী চিহ্ন, এই ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে জাতক জাতিকা বৈজ্ঞানিক গবেষণা, আবিষ্কারক এবং অসাধারণ বক্তা হয়ে থাকে, এরা বেশ ক্ষমতাশালী এবং নিজের বুদ্ধির জোরে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে, কিন্তু হাতের অন্যান্য ক্ষেত্র যদি অশুভ হয় তাহলে জাতক বা জাতিকা নিজের বুদ্ধি অশুভ কাজে প্রয়োগ করে, অর্থাৎ তারা বিপথগামী হয়ে থাকে|
* তারকা চিহ্ন মঙ্গলের ক্ষেত্রের উপরে থাকলে সে জাতক-জাতিকা দাঙ্গা-হাঙ্গামা কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তার ফলে জাতকের জীবন হয় অশান্তিপূর্ণ|
* যদি চন্দ্রের ক্ষেত্রের উপরে তারকা চিহ্ন থাকে তারা অতিরিক্ত মাত্রায় কল্পনাপ্রবণ হয়, যে কোন প্রকার সৃষ্টি মূলক কাজে এরা নিজেদেরকে নিয়োজিত করে, স্টার চিহ্ন যদি ভ্ররমণ রেখার শেষে থাকে তাহলে জাতকের জলে ভাড়া নির্দেশ করে এমনকি জলে ডুবে মৃত্যু পর্যন্ত হতে পারে|
*শুক্রের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে প্রেমের ব্যাপারে খুব সফলতা লাভ করে, এইসব জাতক বা জাতিকাদের মধ্যে যথেষ্ট আকর্ষণ শক্তি থাকে, বিপরীত লিঙ্গের মানুষকে খুব তাড়াতাড়ি বশ করতে পারে, কিন্তু কোন বিপরীত লিঙ্গের মানুষ দ্বারা প্রতারিত হবার সম্ভাবনা থাকে|
* রাহুর ক্ষেত্রের উপর তারকা চিহ্ন থাকলে, রাহু হল হঠাৎ প্রাপ্তির কারক তাই হঠাৎ যে কোন প্রকারে ধন প্রাপ্তি হতে পারে যেমন জুয়া লটারি বা অন্য কোন উপায়ে|
* আয়ুর রেখার উপরে তারকা চিহ্ন থাকলে, আয়ুরেখার যে স্থানে ওই তারকা চিহ্ন দেখা যাচ্ছে ওই বয়সে বিশেষ উন্নতি সম্মান প্রতিপত্তি লাভ হয়, আবার কোন ক্ষেত্রে হঠাৎ মৃত্যু বা হঠাৎ বিপত্তির কারণ হয়|
* ভাগ্য রেখার উপরে তারকা চিহ্ন থাকলে ভাগ্যের সুপরিবর্তন নির্দেশ করে, তবে তারকা চিহ্নে যদি ভাগ্য রেখা শুরুতে দেখা যায় তাহলে পিতা-মাতার ক্ষেত্রে কোনো অশুভ ফলদায়ক হয়|
* হৃদয় রেখার উপরে তারকা চিহ্ন থাকলে জাতক বা জাতিকা
উদার হৃদয় সম্পন্ন হয়, কিন্তু হৃদয় রেখা যেহেতু হার্ট কে নির্দেশ করে, তাই হার্টের সমস্যাও আসতে পারে|
* শিররেখার উপরে তারকা চিহ্ন থাকলে জাতকের সূক্ষ্ম বুদ্ধি ও মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায়| যেহেতু শিরোরেখা থেকে মস্তিষ্কের নির্দেশ করে সে ক্ষেত্রে মস্তিষ্কের কোন সমস্যা দ্বারা আক্রান্ত হতে পারে|
* বুধ রেখার উপরে তারকা চিহ্ন থাকলে পাগল হওয়ার সম্ভাবনা থাকে|
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন