হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

গায়ত্রী মন্ত্রের বৈজ্ঞানিক গবেষণা

Gayatri Mantra

গায়ত্রী দেবী


ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ
গায়ত্রী মন্ত্র পৃথিবীর প্রাচীন বৈদিক প্রভাবশালী মন্ত্র এর মধ্যে গায়ত্রী মন্ত্র একটি  এটি ঋগ্বেদের (মণ্ডল ৩।৬২।১০) একটি সূক্ত।
গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত। এই মন্ত্র মানবের দ্বারা সৃষ্ট নয়, ঈশ্বর ব্রহ্মর্ষি বিশ্বামিত্র দ্বারা এই মন্ত্রের উৎপত্তি করেন বলে জানা যায় |
এই মন্ত্রে ঈশ্বরকে আহবান করার সাথে সাথে প্রার্থনা করা হয়েছে, ঈশ্বর আমাদের আলোর পথ দেখাও ও সত্যের পথে নিয়ে  চলো|
 গায়ত্রী মন্ত্র নিয়ে রিসার্চ করা পৃথিবীর অনেক জ্ঞানী মানুষ মনে করে, ভারতীয় ঋকবেদের সবথেকে প্রভাবশালী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র |
আমাদের দেশে প্রাচীনকাল থেকেই এই প্রচলন আছে যে প্রতিটি শিক্ষার্থীদের এই গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত, এতে শিক্ষার্থীদের ধারণ করার ক্ষমতা স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের বুদ্ধি বৃদ্ধি পায় |1998 থেকে গায়ত্রী মন্ত্রের উপর All India Institute of Medical Science রিসার্চ করে, প্রথমে   AIIMS এর ডাক্তাররা 25 থেকে 30 বছরের যুবকদের মধ্যে এর পরীক্ষা নিরীক্ষা করে, তাতে দেখা যায় মস্তিষ্কের যে অংশ পরিকল্পনা তৈরি করে, সমস্যার সমাধান করে, এবং সচেতন থাকে, সেই অংশের শক্তি বৃদ্ধি পায়| এবং মানুষের উৎসাহ থাকার জন্য শরীরে যে কেমিক্যাল প্রয়োজন তার বৃদ্ধি হয়, ফলে মানুষের হতাশা ও দুশ্চিন্তা দূর হয় এবং ঘুম ভালো হয়| পাঁচ সপ্তাহ ধরে MRI করে তারা এই সিদ্ধান্তে এসেছে যে যারা রোজ গায়ত্রী মন্ত্র পাঠ করে তাদের মন শান্ত জাগ্রুক হচ্ছে| AIIMS এই গবেষণা এখনও চালু রয়েছে এবং ভবিষ্যতে বিশ্বদরবারে এ রিপোর্ট পেশ করা হবে|
হিন্দু ধর্মে কোন পুজোই গায়ত্রী মন্ত্র উচ্চারণ বিনা সম্পূর্ণ হয়না| হিন্দু ধর্মের শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে গায়ত্রীমন্ত্র তেজ ও শক্তি বৃদ্ধি করে, এই কথাই All India Institute of Medical Science তাদের রিচার্জের মাধ্যমে প্রকাশ করেছেন, তারা বলেছেন গায়ত্রী মন্ত্র মনকে শান্ত করে আর এটা সাময়িক নয়|  AIIMS এর বৈজ্ঞানিক রা এটা প্রমাণ করেছে যে গায়ত্রী মন্ত্র ধন্বন্তরি ওষুধের মতো কাজ করে| গবেষণায় বলা হয়েছে যে যদি নিয়ম অনুসারে কেউ রোজ গায়ত্রী মন্ত্র পাঠ করে, তাহলে মস্তিষ্কের চেতনা শক্তি এতটাই বৃদ্ধি পাবে তা আমাদের ধারণার বাইরে| গায়ত্রী মন্ত্রের শক্তি শুধু ভারতের বৈজ্ঞানিকরা উপলব্ধি করছে  তেমনটা নয়|
germany hamburg university বৈজ্ঞানিকরা ও গায়ত্রী মন্ত্রের উপর গবেষণা করেছে |এছাড়াও আমেরিকার বৈজ্ঞানিক
Dr Howard Steingeril পৃথিবীর বিভিন্ন শাস্ত্র থেকে মন্ত্র সংগ্রহ করে গবেষণা করে, এই গবেষণায় গায়ত্রী মন্ত্র পৃথিবীর সবথেকে শক্তিশালী মন্ত্র বলে প্রমাণ হয়েছে|
 সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের দেশের প্রাচীন সংস্কৃতি পৃথিবীর বিভিন্ন দেশ মান্যতা দিতে শুরু করেছে |জ্যোতিষবীদ্ বলছে এই গায়ত্রী মন্ত্র জপ করলে সমস্ত গ্রহের অশুভ প্রভাব দূর হয়, রাশিচক্রে বারটি রাশি এবং নয়টি গ্রহ, 12×9=108, এই 108 বার গায়ত্রী মন্ত্র জপ করলে নয়টি গ্রহের অশুভ প্রভাব দূর হয়|
আয়ুর্বেদ শাস্ত্র বলছে মানুষের শরীর হলো ওষুধের ভান্ডার অন্য meditationyoga মাধ্যমে শরীরে যে ধরনের ওষুধের প্রয়োজন তার উৎপত্তি করতে পারি, তার সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করলে শরীরের তেজ ও শক্তি বৃদ্ধি পাবে|
বৈজ্ঞানিকরা বলছে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে মানুষের উৎসাহ থাকার ও সচেতন হওয়ার কেমিক্যাল বৃদ্ধি পায়|
ডাক্তার বলছে গায়ত্রী মন্ত্র জপ করলে স্মৃতি শক্তির ধারণক্ষমতা ও বুদ্ধি বাড়ে|
 সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে আমরা প্রতিদিন নিয়ম করে গায়ত্রী মন্ত্র জপ করে আমাদের জীবনের অনেক সমস্যারই সমাধান করতে পারি|

Astrolger Dr. Pradyut Acharya 
Contact +91 9333122768 

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ