ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ
গায়ত্রী মন্ত্র পৃথিবীর প্রাচীন বৈদিক প্রভাবশালী মন্ত্র এর মধ্যে গায়ত্রী মন্ত্র একটি এটি ঋগ্বেদের (মণ্ডল ৩।৬২।১০) একটি সূক্ত।
গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত। এই মন্ত্র মানবের দ্বারা সৃষ্ট নয়, ঈশ্বর ব্রহ্মর্ষি বিশ্বামিত্র দ্বারা এই মন্ত্রের উৎপত্তি করেন বলে জানা যায় |
এই মন্ত্রে ঈশ্বরকে আহবান করার সাথে সাথে প্রার্থনা করা হয়েছে, ঈশ্বর আমাদের আলোর পথ দেখাও ও সত্যের পথে নিয়ে চলো|
গায়ত্রী মন্ত্র নিয়ে রিসার্চ করা পৃথিবীর অনেক জ্ঞানী মানুষ মনে করে, ভারতীয় ঋকবেদের সবথেকে প্রভাবশালী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র |
আমাদের দেশে প্রাচীনকাল থেকেই এই প্রচলন আছে যে প্রতিটি শিক্ষার্থীদের এই গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত, এতে শিক্ষার্থীদের ধারণ করার ক্ষমতা স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের বুদ্ধি বৃদ্ধি পায় |1998 থেকে গায়ত্রী মন্ত্রের উপর All India
Institute of Medical Science রিসার্চ করে, প্রথমে AIIMS এর ডাক্তাররা 25 থেকে 30 বছরের যুবকদের মধ্যে এর পরীক্ষা নিরীক্ষা করে, তাতে দেখা যায় মস্তিষ্কের যে অংশ পরিকল্পনা তৈরি করে, সমস্যার সমাধান করে, এবং সচেতন থাকে, সেই অংশের শক্তি বৃদ্ধি পায়| এবং মানুষের উৎসাহ থাকার জন্য শরীরে যে কেমিক্যাল প্রয়োজন তার বৃদ্ধি হয়, ফলে মানুষের হতাশা ও দুশ্চিন্তা দূর হয় এবং ঘুম ভালো হয়| পাঁচ সপ্তাহ ধরে MRI করে তারা এই সিদ্ধান্তে এসেছে যে যারা রোজ গায়ত্রী মন্ত্র পাঠ করে তাদের মন শান্ত জাগ্রুক হচ্ছে| AIIMS এই গবেষণা এখনও চালু রয়েছে এবং ভবিষ্যতে বিশ্বদরবারে এ রিপোর্ট পেশ করা হবে|
হিন্দু ধর্মে কোন পুজোই গায়ত্রী মন্ত্র উচ্চারণ বিনা সম্পূর্ণ হয়না| হিন্দু ধর্মের শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে গায়ত্রীমন্ত্র তেজ ও শক্তি বৃদ্ধি করে, এই কথাই
All India Institute of Medical Science তাদের রিচার্জের মাধ্যমে প্রকাশ করেছেন, তারা বলেছেন গায়ত্রী মন্ত্র মনকে শান্ত করে আর এটা সাময়িক নয়| AIIMS এর বৈজ্ঞানিক রা এটা প্রমাণ করেছে যে গায়ত্রী মন্ত্র ধন্বন্তরি ওষুধের মতো কাজ করে| গবেষণায় বলা হয়েছে যে যদি নিয়ম অনুসারে কেউ রোজ গায়ত্রী মন্ত্র পাঠ করে, তাহলে মস্তিষ্কের চেতনা শক্তি এতটাই বৃদ্ধি পাবে তা আমাদের ধারণার বাইরে| গায়ত্রী মন্ত্রের শক্তি শুধু ভারতের বৈজ্ঞানিকরা উপলব্ধি করছে তেমনটা নয়|
germany hamburg university বৈজ্ঞানিকরা ও গায়ত্রী মন্ত্রের উপর গবেষণা করেছে |এছাড়াও আমেরিকার বৈজ্ঞানিক
Dr Howard Steingeril পৃথিবীর বিভিন্ন শাস্ত্র থেকে মন্ত্র সংগ্রহ করে গবেষণা করে, এই গবেষণায় গায়ত্রী মন্ত্র পৃথিবীর সবথেকে শক্তিশালী মন্ত্র বলে প্রমাণ হয়েছে|
সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের দেশের প্রাচীন সংস্কৃতি পৃথিবীর বিভিন্ন দেশ মান্যতা দিতে শুরু করেছে |জ্যোতিষবীদ্ বলছে এই গায়ত্রী মন্ত্র জপ করলে সমস্ত গ্রহের অশুভ প্রভাব দূর হয়, রাশিচক্রে বারটি রাশি এবং নয়টি গ্রহ, 12×9=108, এই 108 বার গায়ত্রী মন্ত্র জপ করলে নয়টি গ্রহের অশুভ প্রভাব দূর হয়|
আয়ুর্বেদ শাস্ত্র বলছে মানুষের শরীর হলো ওষুধের ভান্ডার অন্য
meditation ও
yoga মাধ্যমে শরীরে যে ধরনের ওষুধের প্রয়োজন তার উৎপত্তি করতে পারি, তার সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করলে শরীরের তেজ ও শক্তি বৃদ্ধি পাবে|
বৈজ্ঞানিকরা বলছে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে মানুষের উৎসাহ থাকার ও সচেতন হওয়ার কেমিক্যাল বৃদ্ধি পায়|
ডাক্তার বলছে গায়ত্রী মন্ত্র জপ করলে স্মৃতি শক্তির ধারণক্ষমতা ও বুদ্ধি বাড়ে|
সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে আমরা প্রতিদিন নিয়ম করে গায়ত্রী মন্ত্র জপ করে আমাদের জীবনের অনেক সমস্যারই সমাধান করতে পারি|
Astrolger Dr. Pradyut Acharya
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন