ঘর, পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত এবং স্বাস্থ্য ভালো রাখতে, money plant
বাস্তু শাস্ত্র বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তিগত উন্নতির কারণে, মানুষের সমস্ত কাজ সহজ সরল হয়ে উঠেছে | এখন মানুষ শুধুমাত্র আঙুলের ছোঁয়ার মাধ্যমে সমস্ত কাজ সেরে ফেলতে পারে | আজ আমরা টেকনোলজী ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, আর চলাটাও সম্ভব না | মানুষ আজ প্রযুক্তির গোলাম হয়ে গেছে | মানুষের উন্নতির সাথে সাথে চারিদিকে বেড়ে উঠছে নিত্যনতুন যানবাহন, কল কারখানা, ইত্যাদি ইত্যাদি | এর জন্য সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, এক কথায় বলতে গেলে পরিবেশ দূষণ | এর ফলে বাড়ছে মানুষের মানসিক চাপ, সহ নানা রকম রোগ ব্যাধি | এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে আমাদের এই সবুজ প্রকৃতি, অর্থাৎ গাছপালা | গাছপালা পরিবেশ থেকে দূষিত রাসায়নিক যুক্ত আবহাওয়া শুষে নিতে পারে, কিন্তু প্রকৃতি প্রতিদিন আমাদের দ্বারা একটু একটু করে ধ্বংস হচ্ছে, উন্নতির নামে কেটে ফেলা হচ্ছে হাজার হাজার গাছপালা, তাই পরিবেশ দূষণ ও বেড়ে চলেছে | ফলে প্রাণীজগৎ প্রাণ সংকটের মুখে এগিয়ে যাচ্ছে | প্রকৃতিকে রক্ষাকরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে এর দায়িত্ব আপনার আমার সকলের নিতে হবে | এসবতো গেল বাইরের কথা, সমস্যা যখন বাইরে তা...