হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

অর্থ উপার্জন বৃদ্ধি করতে হলে এই জিনিস গুলো ঘর থেকে বের করে দিন

Money income
Vastu Shastra 

শাস্ত্রে বলে অর্থই অনর্থের মূল | পৃথিবীতে অনেক ধনী মানুষ প্রচুর অর্থ-সম্পদ থাকার কারণে, নিজেদের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন | আবার কখনো কিছু ধনী মানুষ, শান্তির খোঁজে নিজেদের সমস্ত ধন-সম্পদ দান করে দিয়ে, সন্ন্যাস গ্রহণ করেছে এবং আধ্যাত্মিক পথে জীবনযাপন করছেন | আবার একদিকে পৃথিবীর বেশি সংখ্যক মানুষ দরিদ্রতা ভোগ করছে | মানুষ অর্থ উপার্জন করে নিজেদের দক্ষতা অনুযায়ী এ কথা সত্য | কিন্তু কিছু মানুষ দক্ষতা থাকা সত্ত্বেও নিজেদের প্রয়োজনীয় অর্থ টুকুও উপার্জন করতে পারছেনা | জ্যোতিষ শাস্ত্র, হস্তরেখা সমুদ্র শাস্ত্র অনুযায়ী, এর অনেক কারণই আছে | কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাস্তু শাস্ত্র সম্পর্কে | বাস্তুশাস্ত্র অনুযায়ী যে জিনিস গুলো আপনার ঘরে থাকলে, অর্থ উপার্জনে ও ধন সঞ্চয়ে বাধার সৃষ্টি হয় | আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব |


১. অনেক মানুষ, বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস, যেমন পুরনো ছেঁড়া জামা কাপড়, বিভিন্ন ভাঙাচোরা বস্তু, খালি ওষুধের বোতল, ভাঙা বাসনপত্র, ইত্যাদি ঘরের কোণে বা বস্তাবন্দী করে ঘরের কোথাও রেখে দেয় | এই সব অপ্রয়োজনীয় বস্তু, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করুন | বাস্তুশাস্ত্র মতে এই জিনিসগুলো ঘরে অর্থ আসতে বাধা সৃষ্টি করে |

অন্যান্য - সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়েদের বিষয়ে যে জিনিস গুলো জানাা প্রয়োজন

২. বর্তমান সময়ে মানুষের অর্থের অভাবে বা ভুমির অভাবে, ঘর ছোট তৈরি করতে হয়, ঘরে খুব সল্প জায়গা, তাই বাধ্যতামূলক তাদের শোয়ার খাটের নিচে বিভিন্ন মালপত্র রাখতে হয় এবং সেখানে সারা বছরেও পরিষ্কার করা হয় না | সেখান প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা জমা হয়, এই নোংরা থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় | এই এই অশুভ শক্তি ও সংসারের উন্নতিতে বাধা সৃষ্টি করে |  তাই খাটের নিচের অপ্রয়োজনীয় জিনিস বিদায় করে, প্রয়োজনীয় জিনিস রাখুন এবং মাঝে মাঝে তা পরিষ্কার করুন |

৩. বর্তমানে বিভিন্ন ধরনের ফার্নিচারের সঙ্গে কাঁচ ও আয়নার ব্যবহার বেড়েছে, আর এই কাঁচ এমনই বস্তু কখনো না কখনো ভেঙেই যায়, আর এই ভাঙ্গা কাঁচ ও ভাঙ্গা আয়না কে বাস্তুশাস্ত্র মতে অশুভ বলা হয়েছে | তাই ভাঙ্গা কাঁচ ও ভাঙ্গা আয়না যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে ফেলুন |

৪. আজকাল স্মার্টফোন ও বিভিন্ন গ্যাজেট থাকার কারণে, ঘরের দেওয়ালে থাকা ঘড়িটির দিকে সহজে চোখ পড়ে না ,তাই একবার দেখে নিন ঘরের দেওয়ালে থাকা ঘড়িটি চলছে তো? | বাস্তুশাস্ত্র মতে ঘরে থাকা বন্ধ ঘড়িও অত্যন্ত অশুভ, এটা আপনার অশুভ সময়ের ইঙ্গিত করে | তাই ঘরের দেয়ালে থাকা বন্ধ ঘড়িটি সচল করুন |

৫. মানুষের জন্ম হলে মৃত্যু হবে একথা সত্য, প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার ব্যথা সকলের হৃদয়ে থাকে ,তাই স্মৃতি হিসেবে তার ছবি ঘরে টানিয়ে রাখা হয়, তাতে কোন সমস্যা নেই কিন্তু ছবিটি জীবিত অবস্থায় তোলা হতে হবে | বাস্তুশাস্ত্র মতে কোন ব্যক্তির মৃত অবস্থার ছবি ঘরের দেয়ালে টানানো অত্যন্ত অশুভ | এই ছবি ঘরে থাকলে আপনার আত্মবিশ্বাসের অভাব হবে |

অন্যান্য - হাত দেখে জানুন জীবনে ধন-সম্পত্তির আগমন কতটা 

৬. অনেকের ঘরে মাকড়সার উৎপাত খুব বেশি | মাকড়শা ঘরের এমন এমন জায়গায় জাল তৈরি করে, তা অনেক সময় চোখেই পড়ে না | এই ঘরে থাকা মাকড়সার জাল অত্যন্ত অশুভ | মাকড়শার জাল আর্থিক উন্নতির বাধা সৃষ্টি করে | তাই মাকড়সা বিদায় করার চেষ্টা করুন, আর তা সম্ভব না হলে প্রতিদিন জাল খুঁজে পরিষ্কার করুন |

৭. অনেক বাড়ির জলের কল খারাপ হয়ে থাকে, জলের কল বন্ধ করলেও তার থেকে ফোটা ফোটা জল পরতেই থাকে, আবার অনেক সময় নিজেদের কাজের শেষে, জলের কলটি সঠিকভাবে বন্ধ করাই হয় না, সেক্ষেত্রেও ফোটা ফোটা জল পরতে থাকে | আর বাস্তুশাস্ত্র মতে বিনা প্রয়োজনে ঘরের জল বাইরে চলে গেলে, ঘরের পজিটিভ এনার্জি ও জলের সাথে বাইরে চলে যায়, এবং ধনের অপচয় বৃদ্ধি হয় ও ধন সঞ্চয় হতে চায় না, সে কারণে জলের কল তাড়াতাড়ি সারাই করে ফেলুন, অথবা কাজের শেষে জলের কল ঠিক ভাবে বন্ধ করুন |

অন্যান্য - জ্যোতিষ শাস্ত্র কি?


৮. ঘরের ঠাকুর মন্দির ও ঠাকুরের ছবিতে আমরা ফুল ও ফুলের মালা দিয়ে পুজো করে থাকি, অথবা ঘরের ফুলদানী বা কোন মৃত ব্যক্তির ছবিতে আমরা ফুল ও ফুলের মালার ব্যবহার করে থাকি | কিছু দিনের মধ্যে ফুল শুকিয়ে যায়, আর আমরা তা পরিষ্কার করি না, এই শুকনো ফুল ও ঘরে থাকা অশুভ, তাই ফুল শুকানোর আগে পরিস্কার করুন |

উপরোক্ত এই কয়েকটি কর্মের মাধ্যমে, আপনার সংসারিক অশান্তি ও রোগ ব্যাধি, হওয়ার সম্ভাবনা অনেক কমাতে পারেন, এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতি কে ও অনেকটাই পরিবর্তন করে, দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন |

আজকের লেখা এই পর্যন্তই নমস্কার

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ