|
Palmistry |
হাতের রেখা বিচার করতে গেলে সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য, তারপরে দেখতে হবে হাতের রেখা ও চিহ্ন | হাতের গঠনমূলক বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে, একই ধরনের রেখা বিভিন্ন মানুষের হাতে, বিভিন্ন ধরনের ফল দেয় | তাই হস্তরেখা বিজ্ঞান কে দুই ভাগে ভাগ করা হয়েছে |
যে শাখায় হাতের আকার, গঠন, আঙ্গুলের গঠন, নখের গঠন, হাতের প্রকৃতি, হাতের রং, ইত্যাদি বিচার করা হয়, যার পরিবর্তন খুব কমই হয়, এই শাখা কে বলা হয় cheiro Nomy |
অন্যান্য -
হাত দেখে জানুন জীবনে ধন-সম্পত্তির আগমন কতটা
আর যে শাখায় হাতের রেখা ও বিভিন্ন চিহ্ন, বিচার বিশ্লেষণ করা হয় তাকে বলা হয়, cheiro Mancy |
হাতের রেখা এবং চিহ্ন, প্রায়ই পরিবর্তন হয়, অর্থাৎ নতুন নতুন রেখার উৎপত্তি হয় আবার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় |
হাতের গঠনমূলক বৈশিষ্ট্য জানা থাকলে আমরা খুব সহজে কোন মানুষের স্বভাব প্রকৃতি বৈশিষ্ট্য সম্বন্ধে বুঝতে পারি | হাতের গঠনই মানুষের ভাব ধারার নির্দেশ করে | গঠন অনুযায়ী হাতকে সাধারণভাবে সাত ভাগে ভাগ করা হয়েছে |
১. সাধারণ হাত বা নিম্ন শ্রেণীর হাত,
২. চৌকো হাত বা স্কয়ার হাত,
৩. স্থুলাগ্র হাত,
৪. দার্শনিক হাত,
৫. মোচাকৃতি হাত বা কৌনিক হাত,
৬. সূচাগ্র হাত,
৭. মিশ্র হাত,
এইসব প্রকৃতির হাত ছাড়াও আরো দুই ধরনের হাত দেখা যায়, তা হল জড়বুদ্ধির হাত ও খুনির হাত | এগুলো হলো হাতের গঠনমূলক বৈশিষ্ট্যের শ্রেণীবিভাগ |
এছাড়াও মানুষের হাত আরও অনেক ভাবে ভাগ করা হয়েছে |
যেমন উপাদান অনুযায়ী চার ভাগে ভাগ করা হয়েছে |
১. অগ্নি শ্রেণীর হাত,
২. পৃথিবী শ্রেণীর হাত,
৩. বায়ু শ্রেণীর হাত,
৪. জল শ্রেণীর হাত,
অন্যান্য -
মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধির সঠিক ব্যবহার করার কৌশল
তারপর রং অনুযায়ী হাত ছয় প্রকারের হয়ে থাকে | যেমন
১. কালচে হাত,
২. গোলাপি হাত,
৩. লালচে হাত,
৪. ফ্যাকাশে হাত,
৫. হলদেআভা যুক্ত হাত,
৬. নীলচে আভা যুক্ত হাত,
এই সমস্ত বিষয়ে জানার পরে আমাদের জানতে হবে হাতের গুনানি, অর্থাৎ হাতের নমনীয়তা |
নমনীয়তা অনুযায়ী হাতকে চার ভাগে ভাগ করা হয়েছে |
১. খুব নরম হাত,
২. নরম হাত,
৩. ইলাস্টিক হাত,
৪. শক্ত হাত,
এরপরে আঙ্গুলের প্রকার দেখে নিতে হবে | বিভিন্ন আকার অনুযায়ী আঙ্গুল কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে |
১. গাঁটালো আঙ্গুল,
২. সূচাগ্র আঙ্গুল,
৩. চৌকো আঙ্গুল,
৪. স্থুলাগ্র আঙ্গুল,
আঙ্গুল কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে |
১. মোটা আঙ্গুল,
২.লম্বা আঙ্গুল,
৩.ছোট আঙ্গুল,
৪. মিশ্র আঙ্গুল,
অন্যান্য -
আপনার বুড়ো আঙুল আপনার সম্পর্কে কি বলছে
আঙ্গুলের প্রকারভেদ এর মধ্যে বৃদ্ধাঙ্গুলি কে আমার সম্পূর্ণ আলাদা ভাবে বিচার বিশ্লেষণ করতে হয় বৃদ্ধাঙ্গুলি কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে |
১. নমনীয় বৃদ্ধাঙ্গুলি,
২. নমনীয় বৃদ্ধাঙ্গুলি,
৩. কটি যুক্ত বৃদ্ধাঙ্গুলি,
৪. মোটা বা গদা আকৃতি বৃদ্ধাঙ্গুলি,
৫. নিম্ন স্তরের বৃদ্ধাঙ্গুলি,
হাতের গঠনমূলক বৈশিষ্ট্য জানতে, উপরোক্ত প্রতিটি বিষয়ে ধারণা থাকা প্রয়োজন | এই সম্বন্ধে ধারণা না থাকলে, শুধু মাত্র হাতের রেখার বিচার বিশ্লেষণ করে কখনোই, সঠিক ধারণা করা সম্ভব নয় | এই প্রতিটি বিষয়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এ সম্বন্ধে আমরা ধারাবাহিক ভাবে লেখা পোস্ট করার ইচ্ছা রইল, আপনাদের উৎসাহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন | নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন