হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

হাতের গঠনমূলক বৈশিষ্ট্য জেনে, দেখতে হবে হাতের রেখা ও চিহ্ন

হস্তরেখা
Palmistry
হাতের রেখা বিচার করতে গেলে সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য, তারপরে দেখতে হবে হাতের রেখা ও চিহ্ন | হাতের গঠনমূলক বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে, একই ধরনের রেখা বিভিন্ন মানুষের হাতে, বিভিন্ন ধরনের ফল দেয় | তাই হস্তরেখা বিজ্ঞান কে দুই ভাগে ভাগ করা হয়েছে |
যে শাখায় হাতের আকার, গঠন, আঙ্গুলের গঠন, নখের গঠন, হাতের প্রকৃতি, হাতের রং, ইত্যাদি বিচার করা হয়, যার  পরিবর্তন খুব কমই হয়, এই শাখা কে বলা হয় cheiro Nomy |

অন্যান্য - হাত দেখে জানুন জীবনে ধন-সম্পত্তির আগমন কতটা 

আর যে শাখায় হাতের রেখা ও বিভিন্ন চিহ্ন, বিচার বিশ্লেষণ করা হয় তাকে বলা হয়, cheiro Mancy |
হাতের রেখা এবং চিহ্ন, প্রায়ই পরিবর্তন হয়, অর্থাৎ নতুন নতুন রেখার উৎপত্তি হয়  আবার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় |
হাতের গঠনমূলক বৈশিষ্ট্য জানা থাকলে আমরা খুব সহজে কোন মানুষের স্বভাব প্রকৃতি বৈশিষ্ট্য সম্বন্ধে বুঝতে পারি | হাতের গঠনই মানুষের ভাব ধারার নির্দেশ করে | গঠন অনুযায়ী হাতকে সাধারণভাবে সাত ভাগে ভাগ করা হয়েছে |
১. সাধারণ হাত বা নিম্ন শ্রেণীর হাত,
২. চৌকো হাত বা স্কয়ার হাত,
৩. স্থুলাগ্র হাত,
৪. দার্শনিক হাত,
৫. মোচাকৃতি হাত বা কৌনিক হাত,
৬. সূচাগ্র হাত,
৭. মিশ্র হাত,

এইসব প্রকৃতির হাত ছাড়াও আরো দুই ধরনের হাত দেখা যায়, তা হল জড়বুদ্ধির হাত ও খুনির হাত | এগুলো হলো হাতের গঠনমূলক বৈশিষ্ট্যের শ্রেণীবিভাগ |

এছাড়াও মানুষের হাত আরও অনেক ভাবে ভাগ করা হয়েছে |
যেমন উপাদান অনুযায়ী চার ভাগে ভাগ করা হয়েছে |
১. অগ্নি শ্রেণীর হাত,
২. পৃথিবী শ্রেণীর হাত,
৩. বায়ু শ্রেণীর হাত,
৪. জল শ্রেণীর হাত,

অন্যান্য - মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধির সঠিক ব্যবহার করার কৌশল

তারপর  রং অনুযায়ী হাত ছয় প্রকারের হয়ে থাকে | যেমন
১. কালচে হাত,
২. গোলাপি হাত,
৩. লালচে হাত,
৪. ফ্যাকাশে হাত,
৫. হলদেআভা যুক্ত হাত,
৬. নীলচে আভা যুক্ত হাত,
এই সমস্ত বিষয়ে জানার পরে আমাদের জানতে হবে হাতের গুনানি, অর্থাৎ হাতের নমনীয়তা |
নমনীয়তা অনুযায়ী হাতকে চার ভাগে ভাগ করা হয়েছে |
১. খুব নরম হাত,
২. নরম হাত,
৩. ইলাস্টিক হাত,
৪. শক্ত হাত,

এরপরে আঙ্গুলের প্রকার দেখে নিতে হবে | বিভিন্ন আকার অনুযায়ী আঙ্গুল কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে |
১. গাঁটালো আঙ্গুল,
২. সূচাগ্র আঙ্গুল,
৩. চৌকো আঙ্গুল,
৪. স্থুলাগ্র আঙ্গুল,

আঙ্গুল কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে |
১. মোটা আঙ্গুল,
২.লম্বা আঙ্গুল,
৩.ছোট আঙ্গুল,
৪. মিশ্র আঙ্গুল,

অন্যান্য - আপনার বুড়ো আঙুল আপনার সম্পর্কে কি বলছে

আঙ্গুলের প্রকারভেদ এর মধ্যে বৃদ্ধাঙ্গুলি কে আমার সম্পূর্ণ আলাদা ভাবে বিচার বিশ্লেষণ করতে হয় বৃদ্ধাঙ্গুলি কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে |
১. নমনীয় বৃদ্ধাঙ্গুলি,
২. নমনীয় বৃদ্ধাঙ্গুলি,
৩. কটি যুক্ত বৃদ্ধাঙ্গুলি,
৪. মোটা বা গদা আকৃতি বৃদ্ধাঙ্গুলি,
৫. নিম্ন স্তরের বৃদ্ধাঙ্গুলি,

 হাতের গঠনমূলক বৈশিষ্ট্য জানতে, উপরোক্ত প্রতিটি বিষয়ে ধারণা থাকা প্রয়োজন | এই সম্বন্ধে ধারণা না থাকলে, শুধু মাত্র হাতের রেখার বিচার বিশ্লেষণ করে কখনোই, সঠিক ধারণা করা সম্ভব নয় | এই প্রতিটি বিষয়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এ সম্বন্ধে আমরা ধারাবাহিক ভাবে লেখা পোস্ট করার ইচ্ছা রইল, আপনাদের উৎসাহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন | নমস্কার

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ