বর্তমানের মূল্য বৃদ্ধি ও সমাজের তালে তাল মিলিয়ে চলতে বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী ব্যবহার করার কারণে, খরচের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে তা আমরা সকলেই অনুভব করি | পরিবারে সমস্ত সদস্যেরা মিলে রোজকার করা সত্বেও পরিবারে অর্থের অভাব মেটানো যাচ্ছে না, ঘরে অর্থ সঞ্চয় হচ্ছে না | অনেক পরিশ্রম করা সত্বেও উপার্জন বৃদ্ধি হচ্ছে না, টাকার অভাব থেকেই যাচ্ছে |
এমন ঘটনা কি আপনার সঙ্গেও ঘটছে?
তাহলে এটা আপনার বাড়ির বাস্তু দোষের কারণে হতে পারে |
বাস্তু শাস্ত্র অনুযায়ী এমন কিছু জিনিস আছে, যা ঘরে রাখলে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হতে পারে, এবং পরিবারের এই সম্বন্ধীয় অন্যান্য সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। ধন, সম্পদ, সমৃদ্ধি, প্রাপ্ত করতে যদি এই জিনিস গুলো বাড়িতে রেখে থাকেন, তাহলে আশা করা যায় আপনার জীবনে আর্থিক কষ্ট থাকবে না । যদি না রেখে থাকেন তাহলে আপনিও আপনার বাড়িতে এই সব জিনিস পত্র রাখুন |
এবং অর্থনৈতিক স্থিতি বজায় রাখুন ও সকল সমস্যা দূর করুন।
অন্যান্য - জ্যোতিষ শাস্ত্র কি?
এবার জেনে নেই এই জিনিস গুলোর সম্পর্কে যেগুলো বাড়িতে থাকলে পারিবারিক শান্তি ফিরে আসবে।
১. অনেকের ঘরে কোন অজানা কারণে নেগেটিভ এনার্জির প্রভাব খুব বেশী থাকে, ফলে মানসিক অশান্তি সৃষ্টি হয় এবং ধন সঞ্চয় হতে চায় না | সেক্ষেত্রে একটি রুপোর পাত্রে আতপ চাল, কাচা হলুদ, কেশর ও কপ্পুর ঘরের ঈশান কোনে রেখে দিন | এতে ঘরের অশুভ শক্তি দুর হবে ও ধন সঞ্চয় বৃদ্ধি হবে |
২. পরিবারের সকল সদস্যরা ঘরের যে স্থানে এক সাথে সময় কাটায় বা মিলিত হয়, সেই স্থানে
পিরামিড রাখুন। তাতে পরিবারের সদস্যদের আয় বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি ঘটবে ও সঞ্চয় বৃদ্ধি হবে।
অন্যান্য -
আপনার বুড়ো আঙুল আপনার সম্বন্ধে কি বলছে
৩. আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি লাভ করতে চান, তাহলে ঘরে সোনা, রুপো, পিতল, কাশা, ধাতু দিয়ে তৈরী কচ্ছপ বা মাছ রাখুন । বাস্তু শাস্ত্র মতে মানা হয় যে যদি এটি আপনার ঘরে থাকে, তাহলে আপনার পরিবার কখনো অর্থ কষ্ট ভোগ করবে না। অর্থের অভাব দূর হবে।
৪. লক্ষ্মী হলো ধনের দেবী ও কুবের ধনের দেবতা, তাই ঘরের মুখ্য দরজার উপরে মাতা লক্ষ্মী বা কুবেরের ছবি, অথবা স্বস্তিক চিহ্ন লাগানো হয়, তাহলে বাড়ি থেকে অশুভ শক্তি দুর হয়ে যাবে, এবং আপনার বাড়িতে কোনো অর্থনৈতিক সমস্যা থাকবে না।
৫. পঞ্চমূখী হনুমানজীর ছবি ঘরের দক্ষিণ পশ্চিম দিকে লাগিয়ে প্রতিদিন পুজো করুন। শাস্ত্র অনুযায়ী হনুমানজীর ছবি ঘরে থাকলে, শনি দেবের অশুভ প্রভাব দুর হয় এবং পরিবারের সদস্যদের ঞ্জান বুদ্ধি ও সাহস বৃদ্ধি হয় |
আপনি যদি এটি করে থাকেন তাহলে আর্থিক সমস্যা ও ভয় দুর হবে, জীবন হবে সুন্দর ও আনন্দ ময়।
৬. শাস্ত্র মতে কলসের ব্যবহার অত্যন্ত শুভ, বর্তমানে বিভিন্ন উপকরণ ব্যবহার করার জন্য, কলস ব্যবহার করা হয় না | বাস্তু শাস্ত্র অনুযায়ী কলসী ভর্তি জল ঘরের উত্তর দিকে রাখলে, সংসারে কোনো দিন টাকা পয়সার অভাব হবে না। তাহলে একটি মাটির তৈরী ছোট্ট সুন্দর কলসী নিয়ে আসুন। এই কলসী তে জল ভর্তি করে ঘরের উত্তর দিকে রাখুন, কখনো যেন এই কলস খালি না থাকে ।
অন্যান্য - যে কাজ গুলো করে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন
৭. বাড়িতে বাস্তু দোষ থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা ও আর্থিক অনটন হতে পারে। তাই বাস্তু দোষের প্রভাব কাটাতে বাস্তু দেবের মূর্তি বা ছবি ঘরে রাখুন এবং নিয়মিত পুজো করুন । এতে বাস্তু দোষ কাটে এবং অর্থ কষ্ট দুর হয় ।
শাস্ত্র অনুযায়ী সামান্য কিছু নিয়ম মেনে, আমরা আমাদের জীবনের অনেক ধরনের সমস্যা দুর করতে পারি, এবং নিজের জীবন সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে শান্তিতে জীবন যাপন করতে পারি |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন