হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

জ্যোতিষ শাস্ত্র প্রসঙ্গে

জ্যোতিষ শাস্ত্র 

যেকোনো শিক্ষা কোন মানুষ কে জানতে এবং শিখতে বিশেষভাবে সাহায্য করে তার প্রচেষ্টার মাধ্যমে | তা সে, যে বয়সেরই হোক না কেন, জানার ও শেষ নেই, শেখার শেষ নেই | প্রত্যেক বয়সেই ধাপে ধাপে সবাই কিছু না কিছু শিখতে ও জানতে চেষ্টা টুকু করে | তাই আজকের দিনে জ্যোতিষ এর তত্ত্ব খুব ভালো করে জানতে গেলে অনেক গুলি বিজ্ঞানের সাহায্যের প্রয়োজন হয় | যেমন গণিত বিজ্ঞান, মনোবিজ্ঞান, শরীর তত্ত্ব, ও মহাকাশ বিজ্ঞান প্রভৃতি | জ্যোতিষ হলো সেই বিদ্যা, যার দ্বারা আকাশে অবস্থিত গ্রহগুলির স্থিতির দ্বারা অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে আমরা জানতে পারি |

অন্যান্য হাতের কব্জিতে মণিবন্ধ রেখা 

এই শাস্ত্রের অর্থ হল, যে শাস্ত্র জীবনে আলো দেয়, প্রকাশ দেয়, সেই হলো জ্যোতিষ শাস্ত্র | জ্যোতিষ শাস্ত্র বেদের ই একটা অঙ্গ | প্রাচীনকাল থেকে আমাদের পৃথিবীতে যেসব জ্যোতিষ আলোচিত হয় তা হলো ফলিত ও গণিত জ্যোতিষের মাধ্যমে | যে বিদ্যার দ্বারা মহাকাশে নক্ষত্র ও গ্রহদের গতি, অবস্থান ও চরিত্র সম্বন্ধে জানা যায় সেই বিদ্যাকে গণিত জ্যোতিষ বলা হয় | আবার যে বিদ্যার দ্বারা, গ্রহদের অবস্থান সাপেক্ষে মানুষের জীবনের সুখ দুঃখের অতীত, বর্তমান ও ভবিষ্যতের অনুমান করা হয়, সেই বিদ্যাকে ফলিত জ্যোতিষ বলা হয় |

অন্যান্য করতলে অর্ধচন্দ্র রেখা থাকলে অবশ্যই জেনে 

তবে আজকের দিনে মানুষ অনেক উন্নত, তাই অনেক কিছু বৈজ্ঞানিক বিষয় আবিষ্কার করেছে জ্যোতিষ বিষয়ের উপরে, অতএব পুরনো ও নতুন মিলিয়ে আরো অনেক আধুনিক জ্যোতিষ পদ্ধতি দেখা যায় | যা অনেক বেশি বিজ্ঞানসম্মত | জ্যোতিষ বিদ্যা হলো একটি মহা সমুদ্রের মতো, সারা জীবন শিক্ষা লাভ করলেও তবেই সমুদ্র থেকে অল্প কিছু টা বালুকণা সংগ্রহ করা যায়, এবং ওই অল্প বালুকণাও অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে | বিশেষ করে ভারতীয় জ্যোতিষীরা প্রমাণ করতে সক্ষম হয়েছে, যে মানুষ পৃথিবীর অংশ, পৃথিবী কে ঘিরে প্রতিনিয়ত যে গ্রহ-নক্ষত্র ভিত্তিক চুম্বক শক্তি কাজ করছে, তার প্রভাব পৃথিবীতে বসবাসকারী মানুষের উপর বর্তায় | তাই এই তথ্য অনুযায়ী চন্দের হাস্র বৃদ্ধি, অর্থাৎ অমাবস্যা ও পূর্ণিমাও কিছু কিছু রোগের কারণ হয়ে ওঠে যেমন বাত হাঁপানি পার্দুভাব  বেড়ে যায় | তাই গ্রহের প্রভাব মানুষের জীবনের প্রভাবিত না হলে, এই ঘটনা গুলি ঘটা সম্ভব হতো না
| নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আজকের লেখা শেষ করছি|

অন্যান্য গায়ত্রী মন্ত্রের বৈজ্ঞানিক গবেষণা 

ধন্যবাদান্তে
Astrologer
Dr: Manoranjan Das
Mobile 97484 71781

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ