|
জ্যোতিষ শাস্ত্র |
যেকোনো শিক্ষা কোন মানুষ কে জানতে এবং শিখতে বিশেষভাবে সাহায্য করে তার প্রচেষ্টার মাধ্যমে | তা সে, যে বয়সেরই হোক না কেন, জানার ও শেষ নেই, শেখার শেষ নেই | প্রত্যেক বয়সেই ধাপে ধাপে সবাই কিছু না কিছু শিখতে ও জানতে চেষ্টা টুকু করে | তাই আজকের দিনে জ্যোতিষ এর তত্ত্ব খুব ভালো করে জানতে গেলে অনেক গুলি বিজ্ঞানের সাহায্যের প্রয়োজন হয় | যেমন গণিত বিজ্ঞান, মনোবিজ্ঞান, শরীর তত্ত্ব, ও মহাকাশ বিজ্ঞান প্রভৃতি | জ্যোতিষ হলো সেই বিদ্যা, যার দ্বারা আকাশে অবস্থিত গ্রহগুলির স্থিতির দ্বারা অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে আমরা জানতে পারি |
অন্যান্য
হাতের কব্জিতে মণিবন্ধ রেখা
এই শাস্ত্রের অর্থ হল, যে শাস্ত্র জীবনে আলো দেয়, প্রকাশ দেয়, সেই হলো জ্যোতিষ শাস্ত্র | জ্যোতিষ শাস্ত্র বেদের ই একটা অঙ্গ | প্রাচীনকাল থেকে আমাদের পৃথিবীতে যেসব জ্যোতিষ আলোচিত হয় তা হলো ফলিত ও গণিত জ্যোতিষের মাধ্যমে | যে বিদ্যার দ্বারা মহাকাশে নক্ষত্র ও গ্রহদের গতি, অবস্থান ও চরিত্র সম্বন্ধে জানা যায় সেই বিদ্যাকে গণিত জ্যোতিষ বলা হয় | আবার যে বিদ্যার দ্বারা, গ্রহদের অবস্থান সাপেক্ষে মানুষের জীবনের সুখ দুঃখের অতীত, বর্তমান ও ভবিষ্যতের অনুমান করা হয়, সেই বিদ্যাকে ফলিত জ্যোতিষ বলা হয় |
অন্যান্য
করতলে অর্ধচন্দ্র রেখা থাকলে অবশ্যই জেনে
তবে আজকের দিনে মানুষ অনেক উন্নত, তাই অনেক কিছু বৈজ্ঞানিক বিষয় আবিষ্কার করেছে জ্যোতিষ বিষয়ের উপরে, অতএব পুরনো ও নতুন মিলিয়ে আরো অনেক আধুনিক জ্যোতিষ পদ্ধতি দেখা যায় | যা অনেক বেশি বিজ্ঞানসম্মত | জ্যোতিষ বিদ্যা হলো একটি মহা সমুদ্রের মতো, সারা জীবন শিক্ষা লাভ করলেও তবেই সমুদ্র থেকে অল্প কিছু টা বালুকণা সংগ্রহ করা যায়, এবং ওই অল্প বালুকণাও অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে | বিশেষ করে ভারতীয় জ্যোতিষীরা প্রমাণ করতে সক্ষম হয়েছে, যে মানুষ পৃথিবীর অংশ, পৃথিবী কে ঘিরে প্রতিনিয়ত যে গ্রহ-নক্ষত্র ভিত্তিক চুম্বক শক্তি কাজ করছে, তার প্রভাব পৃথিবীতে বসবাসকারী মানুষের উপর বর্তায় | তাই এই তথ্য অনুযায়ী চন্দের হাস্র বৃদ্ধি, অর্থাৎ অমাবস্যা ও পূর্ণিমাও কিছু কিছু রোগের কারণ হয়ে ওঠে যেমন বাত হাঁপানি পার্দুভাব বেড়ে যায় | তাই গ্রহের প্রভাব মানুষের জীবনের প্রভাবিত না হলে, এই ঘটনা গুলি ঘটা সম্ভব হতো না
| নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আজকের লেখা শেষ করছি|
অন্যান্য
গায়ত্রী মন্ত্রের বৈজ্ঞানিক গবেষণা
ধন্যবাদান্তে
Astrologer
Dr: Manoranjan Das
Mobile 97484 71781
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন