হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

মনিবন্ধ রেখা বা bracelet line

হাতের কব্জিতে মণিবন্ধ রেখা 

মনিবন্ধ রেখা
bracelet line

মানুষের হাতের কব্জিতে যে রেখাগুলো দেখা যায়, সেগুলোকেই মনিবন্ধ রেখা বা ব্রেসলেট রেখা বলে | জ্যোতিষ শাস্ত্র অনুসারে মণিবন্ধ রেখা থেকে মানুষের স্বাস্থ্য, আয়ু, ভাগ্য এবং সন্তান সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়| প্রত্যেক মানুষের হাতের কব্জিতে মণিবন্ধ রেখার সংখ্যা ও আকার আলাদা আলাদা ধরনের হয়ে থাকে |

হস্তরেখা অনুযায়ী যে মানুষের হাতের কব্জিতে চারটে মনিবদ্ধ রেখা থাকে, তাদের আয়ু 100 বছর ধরা হয়|
যাদের হাতে তিনটি মণিবন্ধ রেখা থাকে সেই ব্যক্তির 75 বছর আয়ু ধরা হয় |
যাদের হাতে দুটি মণিবন্ধ রেখা থাকে তাদের আয়ু 50 বছর ধরা হয় |
যাদের হাতে একটি  মণিবন্ধ রেখা থাকে তাদের আয়ু 25 বছর ধরা হয় |
হাতে যত বেশী ও সুগঠিত মনিবন্ধ রেখা থাকে মানুষের স্বাস্থ্য তত ভালো হয় এবং তারা জীবনে অনেক অর্থ, সম্পদ, নাম, যশ, প্রতিষ্ঠা লাভ করে |

অন্যান্য আপনার বুড়ো আঙুল আপনার সম্বন্ধে কি বলছে 

মানুষের আয়ু বিচার করতে গেলে, মণিবন্ধ রেখার সাথে সাথে, হাতের আয়ু রেখা ও হৃদয় রেখার বিচার করা প্রয়োজন|

এছাড়াও মণিবন্ধ রেখা সুগঠিত ও স্পষ্ট হলে সেই ব্যক্তি ভাগ্যবান হয়ে থাকে |
মণিবন্ধে রেখায় যব চিহ্ন থাকলে তা মানুষের জীবনের সৌভাগ্য এনে দেয় |

আবার মণিবন্ধ রেখা যদি ভাঙা ভাঙা বা শৃঙ্খলাকৃতি হয়, সেই ব্যক্তিকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় |
>
কারো হাতের দুটি মণিবন্ধ রেখা একে অপরের সঙ্গে মিশে গেলে তা অশুভ ইঙ্গিত করে, অর্থাৎ দুর্ভাগ্য নিয়ে আসে | যেমন হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে, শরীরের কোন অঙ্গের ক্ষতি হওয়া, বা ভাগ্য বিপর্যয়, প্রভৃতি নির্দেশ করে | মণিবন্ধ রেখায় দ্বীপ চিহ্ন থাকলে হঠাৎ কোন দুর্ঘটনার কবলে পড়তে হয় |

অন্যান্য হাতের যেই চিহ্ন আপনার জীবন বদলে দিতে পারে 

মণিবন্ধ রেখা যত পরিষ্কার হবে ততোই শুভ ফল পাওয়া যাবে|
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মনিবন্ধ রেখা থেকে উর্দ্ধমুখী রেখা যত বেশী থাকে সেই ব্যাক্তি তত বেশি উন্নতি করতে পারে |
আবার কোন  ব্যক্তির হাতের মণিবন্ধ রেখা থেকে বের হয়ে কোন রেখা, হাতের করতলে প্রবেশ করলে সেই ব্যক্তির মনোকামনা পূর্ণ হয় | আবার কোন রেখা চন্দ্রর ক্ষেত্রে থেকে উঠে মণিবন্ধ রেখার সঙ্গে মিলিত হলে, তবে ওই ব্যক্তি জীবনে বহুবার বিদেশ যাত্রা করে এবং তিনি বিদেশ থেকে নাম যশ প্রতিষ্ঠা লাভ করতে পারে |
হাতে জোর সংখ্যার মনিবন্ধ রেখা থাকলে, যেমন দুটি বা চারটি তাহলে সেই ব্যক্তির প্রথম সন্তান কন্যা হবে |
আর যদি বে-জোর সংখ্যার মনিবন্ধ রেখা থাকে যেমন একটি বা তিনটি তাহলে সেই ব্যক্তির প্রথম সন্তান ছেলে হবে বলে জানা যায় সমুদ্রশাস্ত্র থেকে |

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ