Facebook আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
হাত দেখে জানুন জীবনে ধন-সম্পত্তির আগমন কতটা
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
-
Palmistry
মানুষের জীবনে বেচে থাকতে এবং সমাজের তালে তাল মিলিয়ে চলতে হলে, টাকা পয়সা, ধন-সমম্পদ, সকলেরই প্রয়োজন | মানুষের জীবনে ধন-সম্পত্তির আগমন কতটা হবে তা নিজের দক্ষতার ওপর নির্ভর করে | আর কে কতটা দক্ষতা অর্জন করছে তা বোঝা যায় তার হাতের রেখা দেখে । আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, নিজের হাত ও আঙুল দেখে আপনি কি করে বুঝবেন যে, আপনার জীবনে ধন-সমম্পদ ও অর্থের আগমন কবে এবং কী ভাবে হবে, অথবা জীবনে কিসের অভাব থাকবে।
* যদি হাতের কনিষ্ঠা এবং অনামিকা আঙুল একে অপরের সঙ্গে মিশে যায় তাহলে আপনার আর্থিক স্থিতি মোটামুটি, যদি আঙুল গায়ে গায়ে লাগানোর পর মাঝখানে ফাঁক থাকে, তা হলে বুঝতে হবে, আর্থিক স্থিতি ভালো নয়। অন্যান্য - হাতের রং দেখে মিলিয়ে নিন আপনার ভাগ্য কেমন
* যদি মধ্যমা এবং অনামিকার মধ্যে ফাঁক থাকে, তা হলে এর মানে হল, যৌবন বয়সে আপনি আর্থিক দিক থেকে কষ্ট ভোগ করবেন। কিন্তু পরবর্তীকালে আর্থিক অবস্থা অনেকটাই ভালোর দিকে যাবে।
* মধ্যমা এবং তর্জনীর আঙুলের মধ্যে ফাঁক থাকে, তা হলে শৈশব জীবনে জাতক-জাতিকার আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
* যদি হাতের প্রতিটি আঙুলের মাঝে কম বেশি ফাঁক থাকে তাহলে জাতক-জাতিকার সারা জীবন কমবেশি অর্থ কষ্ট ভোগ করতে হবে |
* আবার হাতের আঙুলের মাঝে ফাঁক দেখা না-যায়, তা হলে এর মানে হল জাতক-জাতিকার জীবনে কখনও অর্থের অভাব হবে না।
* যদি হাতের সবকটি আঙুলের সব পর্বগুলো লম্বা হয়, তা হলে ওই ব্যক্তি জীবনে ধন অর্জন করে ও ধনবান হন।
* যদি মধ্যমার তৃতীয় অর্থাৎ নিচের পর্বের সাথে অনামিকা নিচের পর্ব এসে মিলে যায়, তা হলে সেই ব্যক্তি, বুদ্ধিমান, বিদ্বান এবং বিচারশীল হন। এঁরা শিল্পী প্রকৃতির হয়ে থাকে, এই সব ক্ষেত্রেই তিনি উপার্জন করে থাকেন।
* অনামিকা আঙুল সোজা এবং লম্বা হওয়ার অর্থ হলে , জাতক অর্থ রোজগারের বিষয়ে অত্যন্ত কুশলী।
* অনামিকা ও তর্জনীর আঙুল সমান লম্বা হলে এবং অনামির প্রথম পর্ব চ্যাপ্টা হলে সেই ব্যক্তি মানুষের কাছে সম্মানিত হন এবং জীবনে প্রচুর অর্থের আগমনও হয়।
* কোনও ব্যক্তির হাতে অনামিকা আঙুল অন্যান্য আঙুলের তুলনায় বেশি লম্বা হলে, তিনি জীবনে ভালোই অর্থ উপার্জন করে থাকেন।
* যদি করতলে আয়ু রেখার থেকে ছোট ছোট উর্ধমূখী রেখা বার হয়ে ওপরের দিকে ওঠে, তা হলে বুঝবেন, আপনার , ওই নির্দিষ্ট বয়সে ধন-সম্পত্তি এবং সম্মান প্রাপ্তি হবে।
* যদি শিররেখা থেকে কোনও রেখা বৃহস্পতির ক্ষেত্রর দিকে যায় সেই ব্যাক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে, কিন্তু তার শেষের দিকে কোনও কাটা দাগ থাকলে বা কোনও বাঁকা রেখা থাকলে, ব্যক্তি বহু চেষ্টা করেও আশা অনুরূপ অর্থ উপার্জন করতে পারেন না।
* যদি হাতের বৃদ্ধাঙ্গুলের ওপর ও নিচের দুই পর্বই যদি শক্ত এবং সমান হয়, তা হলে মানুষের সম্পত্তি এবং ব্যবসা বৃদ্ধি হয়।
আজকের লেখা এই পর্যন্ত ঈশ্বর আপনাদের সকলের মনোবাঞ্ছা পুর্ন করুন | নমস্কার
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india
Om ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী, আগামী 5 ই এপ্রিল রবিবার রাত 9 ঘটিকায়, 9 মিনিট, সমস্ত দেশবাসীকে ঘরের ইলেকট্রিক লাইট বন্ধ করে, প্রদীপ, মোমবাতি, টর্চ, মোবাইলের ব্যাক লাইট, জ্বালিয়ে রাখতে অনুরোধ করেছেন | অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এর ফলে লাভ কি হবে | লাভ ক্ষতির বিচার করতে গেলে, আগে জানতে হবে প্রদীপ মোমবাতি ইত্যাদি জালানো হয় কেন? প্রদীপ মোমবাতি ইত্যাদি জালানো হতো, অন্ধকার দূর করবার জন্য | বর্তমানে ইলেকট্রিক লাইট ব্যবহার করার মাধ্যমে আমরা অন্ধকার দূর করে থাকি | কিন্তু ভারতীয় শাস্ত্র মতে শুধুমাত্র অন্ধকার দূর করবার জন্যই প্রদীপ, মোমবাতি, ইত্যাদি ব্যবহার করা হয় না | অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই পঞ্চতত্ত্বের মধ্যে সবথেকে পবিত্র হলো অগ্নি |অগ্নির যেমন দাহ করার ক্ষমতা আছে, তেমনই আছে এর পবিত্রতা | তাই যেকোনো মাঙ্গলিক কর্মে অশুভ শক্তিকে পরাজিত করে, শুভ শক্তিকে বৃদ্ধি করার জন্য, প্রদীপ, মোমবাতি, যজ্ঞ, ইত্যাদির মাধ্যমে পবিত্র অগ্নির ব্যবহার করা হয় | এছাড়াও যোগীদের সেরা সময় হল রাত্র, মানুষের মন সদা চঞ্চল, তাই মনকে স্থির করা খুব কঠিন কাজ | আমাদের পঞ্চ...
ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয় সিংহ রাশি সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি, সিংহ রাশিতে যখন রবি প্রবেশ করে তখন ভাদ্র মাসে শুরু হয়| মানুষের জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের প্রকৃতি ও ভাগ্যের সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায় | ভাদ্র মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম, তারা খুব সাহসী দৃঢ় প্রকৃতির, এরা চায় সবার থেকে আগে এবং সবার উপরে থাকতে, সেই জন্যই এরা যে কাজে হাত দেয় তা সম্পন্ন করতে জীবন-মরণ চেষ্টা করে থাকে| সমস্ত বড় ব্যাপারের দিকে এদের নজর থাকে, বড় আদর্শ সামনে রেখে এরা সেই ভাবে চলতে চেষ্টা করে, কিন্তু এরা আশা ও আদর্শ উচ্চ হওয়ায় মাঝে মাঝে তা কার্যক্ষেত্রে ফলদায়ক বা কার্যকরী হয় না| এরা একটু সরল প্রকৃতির অর্থাৎ খোলাখুলি ব্যবহার ও কথাবার্তা বলতে বেশি পছন্দ করে, মিথ্যা, ছল, প্রতারণা, এসব ব্যাপার কে অত্যন্ত ঘৃণা করে| এরা নিজেরা সৎ থাকার কারণে অন্যদের তেমন মনে করে এবং অন্যদের খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে| কিন্তু বাস্তব জগতে মানুষ যখন চালাকি, প্রতারণার, পরিচয় পায় তখন এদের মন তিক্ত হয়ে যায়, এবং এরা কঠোর হৃদয়ের মানুষ হয়ে ওঠে| জাতকের...
শিবলিঙ্গ কি? লিঙ্গ কথার অর্থ হল প্রতীক চিহ্ন | আর শিবলিঙ্গ হলো, ভগবান শিবের নির্গুণ ব্রহ্মের প্রতীক চিহ্ন | ভগবান শিব কে বলা হয় পরমেশ্বর | শিবলিঙ্গ পরমেশ্বর ভগবান শিবের ধ্যান মগ্নতার প্রতীক, শান্ত হওয়ার প্রতীক | ভগবান শিব আত্মধ্যানে লীন থাকেন, আর এই সংসারের সমস্ত মানুষকে অন্তর্মুখী হয়ে ধান মগ্ন থাকার উপদেশ দেন | মহাদেব "লয়ং যাতি ইতি লিঙ্গ" অর্থাৎ যার মধ্যে সবকিছু লয় হয়ে যায় তাই হল লিঙ্গ | অন্তর্মুখী ধ্যান অভ্যাসের মাধ্যমে, পঞ্চ ইন্দ্রিয়, ষড়ঋপু, (পঞ্চ ইন্দ্রিয় হলো ঘ্রাণ আস্বাদন শ্রবণ দর্শন স্পর্শ আর ষড়ঋপু হল কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ মাৎসর্য) এই সমস্ত কিছু লয় প্রাপ্ত করে, মানুষ দেবগুণ সম্পন্ন হয়ে উঠতে পারে | পরমেশ্বর ভগবান-শিব হিন্দু ধর্মের দেবতা হলেও যে কোন ধর্মের মানুষ ভগবান শিবের এই উপদেশ পালন করে, আত্মার উন্নতির সাথে সাথে নিজের ও সংসারের উন্নতি করতে পারে | শিবলিঙ্গ সম্বন্ধে অজ্ঞতাবশত কিছু ভুল তথ্য প্রচার হয়েছে, যেমন লিঙ্গ শব্দের উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে, যার অর্থ প্রতীক চিহ্ন। যেমন অর্থের অর্থ হলো টাকা । কিন্তু বাংলা ব্যাকরণ এ লিঙ্গ শব্দ ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন