হাত দেখে জানুন জীবনে ধন-সম্পত্তির আগমন কতটা

হস্তরেখা
Palmistry
মানুষের জীবনে বেচে থাকতে এবং সমাজের তালে তাল মিলিয়ে চলতে হলে, টাকা পয়সা, ধন-সমম্পদ, সকলেরই প্রয়োজন | মানুষের জীবনে ধন-সম্পত্তির আগমন কতটা হবে তা নিজের দক্ষতার ওপর নির্ভর করে | আর কে কতটা দক্ষতা অর্জন করছে তা বোঝা যায় তার হাতের রেখা দেখে । আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, নিজের হাত ও আঙুল দেখে আপনি কি করে বুঝবেন যে, আপনার জীবনে ধন-সমম্পদ ও অর্থের আগমন কবে এবং কী ভাবে হবে, অথবা জীবনে কিসের অভাব থাকবে।

* যদি হাতের কনিষ্ঠা এবং অনামিকা আঙুল একে অপরের সঙ্গে মিশে যায় তাহলে আপনার আর্থিক স্থিতি মোটামুটি, যদি আঙুল গায়ে গায়ে লাগানোর পর মাঝখানে ফাঁক থাকে, তা হলে বুঝতে হবে, আর্থিক স্থিতি ভালো নয়।

অন্যান্য - হাতের রং দেখে মিলিয়ে নিন আপনার ভাগ্য কেমন 

* যদি মধ্যমা এবং অনামিকার মধ্যে ফাঁক থাকে, তা হলে এর মানে হল, যৌবন বয়সে আপনি আর্থিক দিক থেকে কষ্ট ভোগ করবেন। কিন্তু পরবর্তীকালে আর্থিক অবস্থা অনেকটাই ভালোর দিকে যাবে।

* মধ্যমা এবং তর্জনীর আঙুলের মধ্যে ফাঁক থাকে, তা হলে শৈশব জীবনে জাতক-জাতিকার আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

* যদি হাতের প্রতিটি আঙুলের মাঝে কম বেশি ফাঁক থাকে তাহলে জাতক-জাতিকার সারা জীবন কমবেশি অর্থ কষ্ট ভোগ করতে হবে |

* আবার হাতের আঙুলের মাঝে ফাঁক দেখা না-যায়, তা হলে এর মানে হল জাতক-জাতিকার জীবনে কখনও অর্থের অভাব হবে না।
* যদি হাতের সবকটি আঙুলের সব পর্বগুলো লম্বা হয়, তা হলে ওই ব্যক্তি জীবনে ধন অর্জন করে ও ধনবান হন।

* যদি মধ্যমার তৃতীয় অর্থাৎ নিচের পর্বের সাথে অনামিকা নিচের পর্ব এসে মিলে যায়, তা হলে সেই ব্যক্তি, বুদ্ধিমান, বিদ্বান এবং বিচারশীল হন। এঁরা শিল্পী প্রকৃতির হয়ে থাকে, এই সব ক্ষেত্রেই তিনি উপার্জন করে থাকেন।

অন্যান্য  -  আপনার বুড়ো আঙুল আপনার সম্পর্কে কি বলছে

* অনামিকা আঙুল সোজা এবং লম্বা হওয়ার অর্থ হলে , জাতক অর্থ রোজগারের বিষয়ে অত্যন্ত কুশলী।

* অনামিকা ও তর্জনীর আঙুল সমান লম্বা হলে এবং অনামির প্রথম পর্ব চ্যাপ্টা হলে সেই ব্যক্তি মানুষের কাছে সম্মানিত হন এবং জীবনে প্রচুর অর্থের আগমনও হয়।

* কোনও ব্যক্তির হাতে অনামিকা আঙুল অন্যান্য আঙুলের তুলনায় বেশি লম্বা হলে, তিনি জীবনে ভালোই অর্থ উপার্জন করে থাকেন।

* যদি করতলে আয়ু রেখার  থেকে ছোট ছোট উর্ধমূখী রেখা বার হয়ে ওপরের দিকে ওঠে, তা হলে বুঝবেন, আপনার , ওই নির্দিষ্ট বয়সে ধন-সম্পত্তি এবং সম্মান প্রাপ্তি হবে।

* যদি শিররেখা থেকে কোনও রেখা বৃহস্পতির ক্ষেত্রর দিকে যায় সেই ব্যাক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে, কিন্তু তার শেষের দিকে কোনও কাটা দাগ থাকলে বা কোনও বাঁকা রেখা থাকলে, ব্যক্তি বহু চেষ্টা করেও আশা অনুরূপ অর্থ উপার্জন করতে পারেন না।

* যদি হাতের বৃদ্ধাঙ্গুলের ওপর ও নিচের দুই পর্বই যদি শক্ত এবং সমান হয়, তা হলে মানুষের সম্পত্তি এবং ব্যবসা বৃদ্ধি হয়।

আজকের লেখা এই পর্যন্ত ঈশ্বর আপনাদের সকলের মনোবাঞ্ছা পুর্ন করুন | নমস্কার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার