আঙুলের মুদ্রাচিহ্ন অনুযায়ী ভাগ্য আপনার জানুন
![]() |
আঙুলে মুদ্রা চিহ্ন |
হস্তরেখা বিচার আমাদের দেশে হাজার হাজার বছর ধরে প্রচলিত | আবার কিছু নাস্তিক মানুষ বিষয়টি গ্রহণ যােগ্য মনে করে না বা কম করে । বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে এই বিদ্যা চর্চা করা হচ্ছে | আবার কিছু মানুষের ধারণা হাত দেখালে ভাগ্য চলে যায়, তারা কিছু জানে না বা বোঝেনা, সত্যি বলতে কারাে শিক্ষা বা ভাগ্য কেউ নিতে পারে না এবং তারা মনে কুসংস্কার নিয়ে চলে । জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা বহু যুগের জনপ্রিয়, এবং পরিক্ষা মুলক ভাবে এর প্রচলন চলছে | আমি নিজের অভিজ্ঞতা থেকে আরাে অনেক হস্তরেখা শাস্ত্র থেকে আমি বিষয়টা শেয়ার করছি |
এটা আমার ব্যক্তিগত কোন মত না অনেক মানুষের হাতের রেখার বিচার বিশ্লেষণ করার পর ও গবেষনা করে বা চর্চা করে আমার অভিজ্ঞতা শেয়ার করছি ।
আমি আলোচনা করবো মুদ্রা চিহ্ন নিয়ে, মুদ্রাচিহ্ন সাধারণত আঙুলের প্রথম পর্বে দেখা যায়। এখন দেখে নেওয়া যাক আমাদের পাঁচ আঙুলের মুদ্রাচিহ্ন আমাদের জীবনে কিরকম প্রভাব বিস্তার করে।
অন্যান্য - জ্যোতিষ শাস্ত্র কি ?
১। যদি বৃদ্ধাঙ্গুলিতে মুদ্রাচিহ্ন দেখা যায়, তা খুব শুভ। সেই মানুষ ধনী, সুখী, ভোগী, যশস্বী, জ্ঞানী, উচ্চ পদের অধিকারী হতে সক্ষম হয়। এরা একটু কামুক প্রকৃতির হয়, এদের বিবাহিত জীবন ভালো কাটে না। এদের যদি বৃদ্ধাঙ্গুলির মাঝে যবচিহ্ন থাকে, তা হলে জীবন খুব সুন্দর, সুখময় ও সার্থক হয়ে ওঠে।
২। যদি তর্জনীতে মুদ্রাচিহ্ন দেখা যায়, তাহলে জাতক-জাতিকা লেখাপড়ায় খুব ভালো ও ঞ্জানী হয়। এরা অন্যের সাহায্যে নিয়ে উন্নতি করে থাকে । এরা ধার্মিক প্রকৃতির, এবং ধর্মপ্রবণতা দেখা যায়। অনেক সময় এরা সাধক হয়ে উঠতে পারে বা ওই পথে যায়।
৩।যদি মধ্যমাতে মুদ্রা চিহ্ন দেখা যায় , তাহলে জাতক-জাতিকা জ্ঞানী ও ধার্মিক প্রকৃতির হয়। মধ্য বয়সের পরে বা শেষ বয়সে জাতক ব্যবসার দ্বারা প্রচুর উপার্জন করে উন্নতি লাভ করতে পারে।
৪| যদি অনামিকাতে মুদ্রা চিহ্ন থাকলে জাতক-জাতিকা হঠাৎ করে কোনও শুভ সুযোগ পায়। আকস্মিক ভাবে কাজের সুযোগও পেয়ে যেতে পারে। প্রকৃতির সুন্দরতা এদের আকৃষ্ট করে, সুন্দরী নারী, সুগন্ধি, ভাল পোশাক ইত্যাদি এরা পছন্দ করে।
অন্যান্য - অবিিশ্বাস্য হলেও সত্য 70 বছর না খেয়ে বেঁচে আছে এই ব্যাক্তি
৫। কনিষ্ঠা আঙুলে মুদ্রা চিহ্ন থাকলে, তারা একাধারে চাকরি এবং ব্যবসা করে উন্নতি করতে পারে । এদের সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা থাকে ও তাতে উন্নতি করে। দাম্পত্য জীবন এদের খুব সুখের হয়। বিয়ের পর এদের ভাগ্যে উন্নতি দেখা যায়। এর সঙ্গে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে তাহলে আরো বেশি ভালো ফল পাওয়া যায় |
নোট - তর্জনি আঙুল সুগঠিত, বৃহস্পতির ক্ষেত্রে সলােমন বন্ধনী এবং হাতের করতলে উন্নতমানের রবি রেখা ও প্রতিটা আঙ্গুলে মুদ্রা চিহ্ন থাকলে সে একদিন না একদিন প্রচুর অর্থ সম্পদের মালিক হবে । সাধারণত বিষয়টা পরিক্ষিত ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন