এই অঙ্গ গুলো বড়ো থাকলে মেয়েরা হয় সৌভাগ্যবতী

Samudrik Shastra
সামুদ্রিক শাস্ত্র 


জ্যোতিষ শাস্ত্র দ্বারা মানুষের জন্ম কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করে, রাশি, লগ্ন, অনুযায়ী মানুষের স্বভাব, চরিত্র, প্রকৃতি বৈশিষ্ট্য সহ ভাগ্যের বিচার করা হয় | কিন্তু জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো সামুদ্রিক শাস্ত্র | যে শাস্ত্র দ্বারা মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পর্যবেক্ষণ করে মানুষের স্বভাব, চরিত্র, প্রকৃতি বৈশিষ্ট্য সহ ভাগ্যের ব্যাপারে অনেক কিছু জানা সম্ভব |

অন্যান্য - আপনার বুড়ো আঙুল আপনার সমন্ধধে কি বলছে 

আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মেয়েদের সম্পর্কে | সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যেসব মেয়েদের শরীরের এই অঙ্গ গুলো বড়ো হয়, তারা হয় সৌভাগ্যবতী|
মেয়েদের শরীর সুন্দর ও আকর্ষনীয় করে তোলার জন্য  শরীরের বিভিন্ন অঙ্গের সু-নিপুন গঠন প্রয়োজন | শারীরিক গঠনই তাদের সৌন্দর্যকে ফুটিয়ে আকর্ষণীয় করে তোলে। মেয়েদের শরীরের কিছু অঙ্গ বৃদ্ধি, তাদেরকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে।

আবার সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, একজন মেয়ের ভাগ্যবতী হওয়ার জন্য তার শারিরীক গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ | অর্থাৎ মেয়েদের শরীরের এই পাঁচটি অঙ্গ বড় হলে তবে তাদের ভাগ্যবতী হওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এই অঙ্গ গুলোর বৃদ্ধি মেয়েদের গুণবতীও করে তোলে | এবার দেখে নেওয়া যাক মহিলাদের কোন পাঁচটি অঙ্গ বড় থাকলে তারা সৌভাগ্যবতী হয়।

অন্যান্য - এই রেখা বদলে দিতে পারে আপনার ভাগ্য 

১. চুলঃ কথায় আছে চুল ই নারীর সৌন্দর্যের মুল। চুল শুধু সৌন্দর্য্য নয়, কোনো মেয়ের মাথায় যদি লম্বা আর ঘন কালো চুল থাকে তবে তার সৌন্দর্য বৃদ্ধি হওয়ার সাথে, তার শ্রী অর্থাৎ জীবনে চলার পথ অনেক সুন্দর হয়ে ওঠে । তাদেরকে ভাগ্য দেবতা অনেক ভালো ফল প্রদান করে।

২. কানঃ যদি কোনো মেয়ের কান স্বাভাবিক মহিলাদের থেকে বড় ও লম্বা ধরনের হয় তাদের ওপর ভাগ্য দেবতা খুব প্রসন্ন হয়। অর্থাৎ তাদের  দীর্ঘ আয়ু হয় ও তারা বাস্তব জীবনে খুব সৌভাগ্যবতী হয়।

৩. হাতঃ অনেক মেয়েদের  হাত খুব লম্বা ও কোমল প্রকৃতির হয়। আর এই সব মেয়েরা বাকি মেয়েদের তুলনায় নিজের জীবনে বেশি সুখী ও ভাগ্যবতী  হয়ে থাকে । এঁরা স্বামী সোহাগী হয়।

৪. নাভিঃ বিভিন্ন মানুষের নাভির গঠন বিভিন্ন আকারের কারো বড়ো, কারো ছোটো, কারো মাঝারি ধরনের হয়ে থাকে । কিন্তু অনেক মহিলাদের নাভি বাকি মহিলাদের তুলনায় বড় হয়, তাদের জীবনে কখনো ধন সম্পদের অভাব হয় না | এবং তারা শুভ লক্ষনের , অর্থাৎ সৌভাগ্যর প্রতিক বলে মনে করা হয়।

৫. পাঃ  পায়ের গঠন মেয়েদের শ্রী ফুটিয়ে তোলে। তাই মেয়েদের পা যদি অন্য মেয়েদের তুলনায় লম্বা ও সুন্দর হয় তাহলে তারা যেই কাজে হাত দেন সেই কাজে সফলতা অর্জন করে । পা মেয়েদের ক্ষেত্রে একটি অত্যন্ত শুভ লক্ষন এবং লক্ষ্মীর চিহ্ন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার