এই রেখা বদলে দিতে পারে আপনার ভাগ্য

হাতের রেখা
মঙ্গল রেখা
সকল মানুষেরই নিজের জীবন ও ভাগ্য সম্পর্কে জানার কৌতুহল রয়েছে | নিজের সম্পর্কে জানতে হলে জ্যোতিষ শাস্ত্রের থেকেও ভালো কোনো উপায় এখনো আবিষ্কার হয়নি |

অন্যান্য - জ্যোতিষ শাস্ত্র কি?

জ্যোতিষ শাস্ত্র ভারতবর্ষে বহুযুগ ধরে চর্চা হয়ে আসছে |বর্তমান সময়ে পৃথিবীর বেশকিছু উন্নত দেশ জ্যোতিষ বিদ্যা চর্চা করছে | জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যার দ্বারা মানুষের ভাগ্যের অজানা রহস্য উদ্ঘাটন করা যায় । এই জ্যোতিষ শাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি শাখা হলো হস্তরেখা বিচার | হস্তরেখা বিচারের মাধ্যমে, মানুষের হাতের রেখা বিচার বিশ্লেষণ করে তার স্বভাব, প্রকৃতি, চারিত্রিক বৈশিষ্ট্য সহ ভাগ্য সমন্ধে বিচার করা হয়।

হস্তরেখা শাস্ত্র অনুযায়ী সৌভাগ্যবান মানুষের হাতে বিশেষ কিছু লক্ষণ নির্ধারণ করা হয়েছে। তারই মধ্যে একটি হলো হাতের করতলে আয়ু রেখার সমান্তরাল, মঙ্গলরেখা বা দ্বিতীয় জীবনরেখা। আয়ুরেখা বা জীবন রেখা সকলের হাতেই থাক‌ে। কিন্তু মার্শাল রেখা সকলের হাতে থাকে না, যাকে দ্বিতীয় জীবনরেখা বা মঙ্গল রেখাও বলা হয় । জ্যোতিষ শাস্ত্র মতে এই রেখা থাকে কিছু বিশেষ সৌভাগ্যবান মানুষের হাতে দেখা যায় । যে সকল মানুষের হাতে এই মার্শাল রেখা রয়েছে, বলা হয়, তারা মহাভারতের কর্নের মতো ঈশ্বরের দেওয়া সুরক্ষা কবচের দ্বারা ঘিরে থাকেন। এর ফলে হঠাৎ করে তাদের জীবনে কোনও বিপর্যয় আসতে পারে না।
তাহলে একবার দেখে নিন, আপনার হাতে এই মার্শাল রেখা রয়েছে কি|

এই রেখা আকারে জীবন রেখার থেকে ছোট হবে, এবং এর অবস্থান জীবনরেখার ডান দিক অথবা বা বাঁ দিক- যেকোনো পাশেই হতে পারে। আবার এই ধরনের ছোট ছোট একাধিক রেখাও আপনার হাতে থাকতে পারে । হাতে একাধিক মার্শাল রেখা সৌভাগ্য অনেক বেশী বৃদ্ধি করে।
যদি আপনার হাতে এই রেখা থাকে তাহলে, জ্যোতিষশাস্ত্র মতে, আপনি বিশেষ সৌভাগ্যর অধিকারী। আপনার জীবনে অত্যন্ত সুখের, এবং খুব অল্পের মধ্যেও আপনি সন্তুষ্ট থাকতে পারবেন।

অন্যান্য - হাত দেখে জানুন জীবনে ধন-সম্পত্তির আগমন কতটা 

হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা বিপদে-আপদে আপনাকে পড়তে হবে না। যদিও অপ্রত্যাশিত কোনো সংকট আপনার জীবনে কখনো চলেও আসে, তাহলে আপনি তার থেকে কোনো অলৌকিক উপায়ে সেই সংকট থেকে রক্ষা পেয়ে যাবেন। আপনার জীবনের যেকোনো আসা সামান্য চেষ্টার মাধ্যমে আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। আপনার সারা জীবন আর্থিক সংকট কখনোই খুব বেশী থাকবে না অর্থাৎ আপনি আর্থিক বিষয়ে সুরক্ষিত থাকবেন ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার