হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

আপনার হাতের রং দেখে মিলিয়ে নিন আপনার ভাগ্য কেমন?

হাতের রেখা বিচার


হস্তরেখা বিচার পদ্ধতি হলো এক পর্যবেক্ষণধর্মী বিজ্ঞান। বহু যুগ ধরে এই শাস্ত্রের চর্চা বিভিন্ন দেশে দেশে আলােচিত হলেও হস্তরেখা বিদ্যা আমার মাতৃভূমির নিজস্ব বিদ্যা|
হস্তরেখা বিচার করাতে হলে যেমন হাতের গঠন মূলক বৈশিষ্ট্যের সঙ্গে হাতের রেখা এবং নানা চিহ্নের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে । তেমনই হাতের রঙও একটা গুরুত্বপূর্ণ বিষয় হাতের রঙও মানুষের অনেক কিছু বলে দিতে পারে ।
গ্রন্থে স্পষ্ট বর্ণিত আছে  - -
ধনী পাণিতলে রক্তে নীলে মদ্যং পিবেন্নরঃ।
আগ্রায়াগমনঃ পীতে কমলে ধনবর্জিতঃ ।
অন্যান্য - জ্যোতিষ শাস্ত্র কি?
অর্থাৎ  ধনী বা সমৃদ্ধশালী ব্যক্তির হাতের রঙ রক্ত বর্ণের, অর্থাৎ লালচে ধরনের হয় ।
আর যাঁদের হাত নীলচে ধরনের, তাঁরা মদ্যপ্রেমী।
যাঁদের হাতের রং হলদে আভা যুক্ত অর্থাৎ মাটির মতাে, তাঁরা সাধারণত ধনহীনও হয়ে থাকেন ।



হস্ত সঞ্জীবন নামক একটি গ্রন্থে লাল রঙের হাতকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে ।
করতলৈর্দেব শার্দুল লক্ষ্মাভৈরীশ্বরাঃ স্মৃতাঃ।
অগম্যাগামীনঃ পীতৈরক্ষৈনিধনতা স্মৃতাঃ।
অপেয়পানাং কুন্তি নীল কৃষ্ণৈস্তভৈব চ ।

অর্থাৎ  লালচে হাতের ব্যক্তির ঐশ্বির্যশালী হওয়ার ইঙ্গিত বহন করে । উজ্জ্বল হাত ধনী হওয়ার সঙ্কেত । আভাহীন বা শুষ্ক হাত দরিদ্রতার কারণ। নীলচে বা কালচে হাত মদ্যপ এবং হলদে হাত ব্যভিচারী হওয়ার লক্ষণ।

লাল রঙের হাত :- যাঁদের হাত লালচে রঙের হয়, তাঁরা জীবনে সমস্ত সুখই ভােগ করে। এঁরা অত্যন্ত আশাবাদী ও একটু ভাবুক এবং রাগী স্বভাবের হয়ে থাকে।

গােলাপী রঙের হাতের :- যাদের হাত গোলাপী ধরনের হয় এরাও সাধারণত ধনী। এঁরা আশাবাদী ও রাগী ধরনের হয়ে থাকে। এদের স্থির বুদ্ধির অভাব থাকে । এঁরা খুব তাড়াতাড়ি খুশি হয়ে যান আবার খুব তাড়াতাড়ি রেগেও যান । এঁদের চিন্তা, ভাবনা পছন্দ অপছন্দ, সমস্ত কিছুই পরিবর্তনশীল । মধ্য বয়স পর্যন্ত এঁদের উচ্চ রক্তচাপের সমস্যা থাকে ।
অন্যান্য - হাতের আঙুলে গোপন কথা 
হাল্কা গােলাপী রঙের হাত :- যাদের হাত হাল্কা গোলাপী ধরনের হয় তারা উত্তম মানবীয় গুণ সম্পন্ন হয় থাকে, এবং ধনী ও ঐশ্বর্যশালী হয়। এঁদের মধ্যে  উৎসাহ প্রবল থাকে। এঁরা খুব ধৈর্যবান। মায়া, দয়া, ক্ষমা এবং ভালবাসা এঁদের স্বভাবের মূল বৈশিষ্ট্য । এঁরা আশাবাদী এবং খোসমেজাজী হয়ে থাকেন। এঁরা শিল্প, কলা এবং প্রকৃতি প্রেম ।

হলুদ রঙের হাত :- যাদের হাত হলদে ধরনের হয় এঁরা দৃঢ় ইচ্ছা শক্তির হন না। মানসিক হতাশা গ্রস্ত ও নিরাশাবাদী হয়ে থাকেন। স্বভাবে মিষ্টতার অভাব থাকে। আলস্যের কারণে জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি হয়। জীবন বেশ সংঘর্ষপূর্ণ হয়ে থাকে।

বেগুনি/ নীল  রঙের হাত :- যাঁদের হাতের রঙ নীলচে বা বেগুনি আভা যুক্ত হয়, এরা সম্পুর্ন নিরাশাবাদী। এঁরা জীবনে অনেক সংঘর্ষ করেন। এনারা একাকীত্ব থাকতে পছন্দ করেন। মদ্যপান অথবা অন্যান্য ভোগ বিলাসের কারণে কার্যক্ষমতা বা প্রতিষ্ঠা নষ্ট হতে থাকে। এঁরা সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করে না। এঁরা একটু রুক্ষ স্বভাবের হয়।

হালকা কালাে রঙের হাত :- যাদের হাত কালছে ধরনের হয় কর্ম বিমুখ প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ কর্মঠ হন না। এঁরা খুব রহস্যবাদী ধরনের হয়ে থাকে। মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে। পুরুষার্থের অভাব থাকে ও ব্যক্তিত্ব বোধ কম থাকে । এই জাতকেরা শারীরিক সমস্যায় ঘিরে থাকেন। এঁরা বেশ অর্থকষ্ট ভোগ করে থাকে । (শরীরের রঙ খুব কালো হলে এই তথ্য কার্যকর হবে না)

ফ্যাকাসে( সাদা) রঙের হাত :- ফ্যাকাসে নিস্তেজ হাতের লােকেরা উৎসাহ হীন। মানসিক শক্তির খুব অভাব থাকে । এঁরা কর্মঠ বিমুখ প্রকৃতির।
অন্যান্য - জ্যোতিষ শাস্ত্র কেন মানবো
উজ্জ্বল (সাদা) রঙের হাতে :- উজ্জ্বল হাতের লোকেরা অলৌকিক শক্তির অধিকারী ও জ্ঞানী হয়ে থাকে। বিচার বিবেচনায় খুব ভারসাম্য বজায় রাখেন। এঁদের মধ্যে আধ্যাত্মিক চিন্তাধারা থাকে। এঁরা শান্তি প্রিয় ও শান্তির দূত এবং সুস্বাস্থ্যের অধিকারী।

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ