বিশ্বখ্যাত মেধাবীরাই কেন নাস্তিক হয়?

ছবি
  MyAstrology  — যুক্তি, আস্থা ও মানুষের মানসিক দ্বৈততা নিয়ে এক দার্শনিক বিশ্লেষণ ✍️ Prodyut Acharya সমাজে একটি প্রচলিত ধারণা হল: “বিশ্বখ্যাত মেধাবীরা সাধারণত ঈশ্বরে বিশ্বাস করেন না” বা তারা নাস্তিক । এই বক্তব্যটি যেমন বিভ্রান্তিকর, তেমনি একপাক্ষিক। কারণ "মেধা" বলতে আমরা কী বুঝি, এবং "বিশ্বাস" বা "আস্থা" মানে ঠিক কী — এই দুই বিষয় না বুঝলে ভুল সিদ্ধান্তে পৌঁছানো স্বাভাবিক। 📚 মেধা কাকে বলে? — একটি বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি মেধা কেবলমাত্র পিএইচডি ডিগ্রিধারীদের বিষয় নয়। দার্শনিকের মেধা চিন্তাশক্তিতে, বিজ্ঞানীর মেধা বিশ্লেষণ আর পর্যবেক্ষণে, কৃষকের মেধা বাস্তব অভিজ্ঞতা ও সৃষ্টিশীল প্রয়োগে, গৃহিণীর মেধা সংসার রচনায়, সাধকের মেধা আত্মোপলব্ধিতে। অর্থাৎ, মেধা একমাত্রিক নয় , এটি ক্ষেত্রভেদে বিভিন্নভাবে প্রকাশ পায়। ⚖️ ধর্ম বনাম বিজ্ঞান? নাকি পরিপূরক দু'টি পথ? আমরা মানবজাতির মানসিক গঠন যদি বিশ্লেষণ করি, দেখি মানুষের মধ্যে দুটি বিপরীতমুখী প্রবণতা রয়েছে: যুক্তি, বিশ্লেষণ, প্রমাণনির্ভর মনন — যা বিজ্ঞান জন্ম দেয় আস্থা, অনুভব, মান্যতা ও অ...

জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র

প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে জ্যোতিষশাস্ত্রের চর্চা হয়ে আসছে, বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জ্যোতিষশাস্ত্রের গবেষণা করা হয়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই সমস্ত শুভ অশুভ সময় নির্ধারণ করা হয়, যেমন পূজো পার্বণ, অন্নপ্রাশন, বিবাহ, গৃহ প্রবেশ, গৃহ নির্মাণ, ইত্যাদি। এবং গ্রহ-নক্ষত্রের শুভ অশুভ প্রভাবের দ্বারা মানুষের ভাগ্য নির্মিত হয়, মানুষের জন্মকালীন মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান হলো মানুষের রাশিচক্র বা জন্ম কুণ্ডলী। জন্ম কুণ্ডলীতে গ্রহরা বিভিন্ন অবস্থান সাপেক্ষে বিভিন্ন রকম ফল প্রদান করে। যে সমস্ত জ্যোতিষ আগ্রহী বন্ধুরা নিজেদের জন্ম কুন্ডলীতে গ্রহ অবস্থান দেখে নিজেদের ভাগ্য সম্বন্ধে ধারণা পেতে চান, তাদের জন্য "জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র" সম্বন্ধে আলোচনা করা হলো। আপনারা নিজের, অথবা পরিবারের কোন সদস্যের, জন্ম কুণ্ডলী দেখে তার ভাগ্য সম্বন্ধে অনেক কিছু ধারণা পেতে পারেন।

traditional golden rule in astrology
36 traditional golden rule in astrology

জ্যোতিষশাস্ত্রের 36 স্বর্ণালী সূত্র

1 ) রবি ও রাহু সম্পর্ক হলে মানসম্মান হানি পৈতৃক সম্পত্তি নিয়ে গােলযােগ বা মামলা মােকদ্দমার প্রবল সম্ভাবনা।

2 ) রাহু মঙ্গল সম্পর্কিত হলে ভ্রাতৃবিরােধ , অম্বল গ্যাস্টিক রােগ এবং রক্তপাতের সম্ভাবন , প্রবল ভূ-সম্পত্তি নিয়ে গােলযােগ। 

3 ) নবম ভাব থেকে প্রভাবশালী ব্যক্তি বিচার্য, সুতরাং রাশি বা লগ্নের নবমে বৃহস্পতির প্রভাব থাকলে প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য ঘটে , লগ্ন ও নবম ভাব সম্পর্ক হলে নিজের ভাগ্য নিজেই গড়ে।

অন্যান্য পোস্ট- জ্যোতিষ শাস্ত্র কি?

4 ) দশমপতি তৃতীয়ে থাকলে বা দশম ভাবের তৃতীয় থাকলে ( দ্বাদশে ) একাধিক কর্ম পরিবর্তনের যােগ, Transferable job নির্দেশ করে।

5 ) লগ্ন বা রাশির সপ্তমে বা লগ্ন বা রাশির দ্বিতীয়ে, শনির অবস্থান বা দৃষ্টি থাকলে স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য অনেক বেশি হয়।

6 ) লগ্ন বা রাশির দ্বিতীয়ে শনির অবস্থান বা দৃষ্টি থাকলে, অবৈধ প্রেম নির্দেশ করে, এরূপ ক্ষেত্রে জাতক বা জাতিকা বিবাহিত বা বিবাহিতা , ডিভাের্সি বা প্রতি বা পত্নী বিয়ােগ হয়েছে এরূপ বিবাহ করতে পারে।


7 ) a* লগ্নের চতুর্থে যদি শনির দৃষ্টি থাকে , তবে যে বাড়িতে জন্মগ্রহণ হয়েছে সেই বাড়ির পরিবর্তন হবে।

b* লগ্নের চতুর্থে যদি শনি অবস্থান করে তাহলে জাতক বা জাতিকাকে ঘিরে বাড়িতে পারিবারিক অশান্তির সৃষ্টি হবে। 

৪ ) রাশি বা লগ্নের সপ্তমে শনি অবস্থান বা দৃষ্টি প্রদান করলে সেই জাতক বা জাতিকার বিবাহ একাধিকবার স্থির হইয়া ভঙ্গ হইবে। কারণ শনি একই ঘরে আড়াই বছর থাকে বলিয়া একে মন্দ গামী গ্রহ বলা হয়, অর্থাৎ বিবাহে বিলম্ব করায় | এছাড়া শনি যােগী গ্রহ বিবাহের বিরুদ্ধে তাই একাধিক বার বিবাহ স্থির সিদ্ধান্ত হইয়া ভঙ্গ হয়। 

9 ) সপ্তম পতি তৃতীয় বা নবমে থাকলে বিবাহের পর বাড়ি হইতে আলাদা বা সেপারেট হইবার সম্ভাবনা।

 অন্যান্য পোস্ট- জ্যোতিষ কেন মানবো?

10 ) সপ্তম পতি পঞ্চমে এবং এবং রাশি বা লগ্নের সপ্তমে রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলে জাতক জাতিকার জীবনে বহিরাগত নারী পুরুষের সান্নিধ্য লাভ করে।

11 ) লগ্ন পতি লগ্নে থাকলে বা লগ্ন পতির দৃষ্টি লগ্নে থাকলে জাতক কখনও ধনসম্পত্তি হীন হবে না সর্বদা তাঁর ঘরে।

12 ) পঞ্চমে শনি থাকলে বুদ্ধিভ্রংশ হেতু ক্ষয়ক্ষতি, সন্তানের অশুভ আচরণের হেতু মানসিক অশান্তি বর্ধিত হবে, একাধিক বার ব্যর্থতার প্রেম হবে। 


13 ) রাশি বা লগ্নের থেকে ধনস্থানে অর্থাৎ ( দ্বিতীয় ) রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলে হঠাৎ অপরিমিত ধন যেমন আসবে, তেমনি প্রতারক দ্বারা অর্থহানি স্বর্ণ ইত্যাদি ধাতু বর্গ বিক্রি বা চুরি হতে পারে, দলিল সংক্রান্ত ব্যাপারে গােলযােগ হবে।

14 ) একাদশে রাহুর দৃষ্টি বা অবস্থানে সমাজ বহির্ভূত ভাবে অর্থাগম হবে।

15 ) জাতিকার ছকে অষ্টমে শনি মঙ্গল একত্রে থাকলে তাঁর স্বামীর দুর্ঘটনায় অকাল মৃত্যু হতে পারে। 

 অন্যান্য পোস্ট- হাতের রেখা সম্বন্ধে জানতে ভিডিও দেখুন।

16 ) জন্ম ছকে রাহু মঙ্গল সম্পর্কিত হলে ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, বিল্ডিং লাইনের শিক্ষা বা ব্যবসা হতে পারে।

17 ) জাতিকার ক্ষেত্রে রাহু মঙ্গল বা কেতু মঙ্গল সম্পর্কে অবশ্যই স্ত্রী রােগের সমস্যা হবে।

18 ) অষ্টম পতি দ্বিতীয়ে বা চতুর্থ বা একাদশে থাকলে দালালি বা ফটকা ভাবে অর্থ উপার্জন বােঝায়, মৃত মানুষের সম্পত্তি পেতে পারে।


19 ) জন্মকালীন ছকে যদি কোনও ভাবে রবি চন্দ্র গ্রহ সম্পর্ক হয় এবং জাতক বা জাতিকা যদি এই তিনটি তের মধ্যে কোনও গ্রহের দশায় জন্মায় তবে সেই জাতক অস্ত্রপ্রচার দ্বারা মাতৃগর্ভ হতে জন্ম নেয়। 

20 ) শনি চন্দ্র সম্পর্ক হলে প্রচণ্ড অ্যালার্জির ধাঁচ থাকবে। 

21 ) লগ্নের বা রাশির চতুর্থে রাহু, শনি বা কেতু থাকে বা তাঁদের দৃষ্টি ওই চতুর্থ ভাবে থাকে তবে বুঝতে হবে জাতকের ভূমিষ্ঠ হওয়ার সময় প্রবল মাতৃ ক্লাস হয়েছিল, এ ক্ষেত্রেও অবশ্যই জাতকের ওই সকল গ্রহগুলির মধ্যে যে কোনও একটি গ্রহের দশায় জন্মানাে চাই। 

অন্যান্য পোস্ট- কোন মাসে জন্ম হলে ভাগ্য কেমন হয়?

22 ) রাশি চক্রের চতুর্থে রাহু, শনি বা কেতু থাকলে মাতার বক্ষ সংক্রান্ত পীড়া হতে পারে।

23 ) অষ্টম পতি দ্বিতীয়ে বা চতুর্থ বা একাদশে থাকলে দালালি বা ফটকা পথে উপার্জন হতে পারে।

24 ) দ্বিতীয়পতি অষ্টমে থেকে দ্বিতীয় ভাগকে দৃষ্টি দিলে জাতকের উত্তর অধিকারী সূত্রের বিষয় সম্পত্তি লাভ হওয়ার যােগ থাকে।


25 ) দশমপতি দশমে থাকলে জাতকের জীবনে বহু জ্ঞানী গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ হয় জাতক তাহাদের দ্বারা উপকৃত হয়, কিন্তু দশমপতি বক্রী হলে জাতকের অগ্রগতির পথে নানা রকম বাধা বিঘ্নের সাথে ও মানসিক অশান্তি থাকবে। 

26 ) মঙ্গল কারখানার কারক গ্রহ যদি ছকে যে কোনও প্রকারে হােক রাহু মঙ্গল সম্পর্ক হয় এবং যদি সেই জাতক কারখানায় চাকরি করে তবে সেই কারখানা অবশ্যই বন্ধ হবে।

27 ) দশমে মঙ্গল থাকলে বা দৃষ্টি দিলে কর্ম ভাগ্য বাধা যুক্ত। 

28 ) যে ভাব পতি বক্রী হয় সেই ভাব সম্বন্ধে কিছু না কিছু অশুভ ফল কল্পনা করা যায়।

 অন্যান্য পোস্ট- আমাদের সম্বন্ধে জানুন।

29 ) কর্কট রাশি ব্য লগ্ন হলে অধিক কাম প্রবণ হবে। 

30 ) চন্দ্রকেতু সম্পর্ক হলে মস্তিষ্ক বিকৃতি বা আত্মহত্যার প্রবণতা হবে, দশা বা গােচরে চন্দ্র, কেতু জন্মকালীন সম্পর্কে আসলে।


31 ) জ্যোতিষবিদ্যা হবে কি না? অষ্টম থেকে উচ্চ বিদ্যা এবং চতুর্থ ও পঞ্চম থেকে বিদ্যার বিচার করা হয়, অষ্টম পতির সহিত চতুর্থ ও পঞ্চমপতির সম্পর্ক জ্যোতিষশাস্ত্রে অনুরাগ জন্মায়, অষ্টম পতি যদি চতুর্থ বা পঞ্চম থাকে বা দৃষ্টি দেয় অথবা চতুর্থ ও পঞ্চম পতি অষ্টমে থাকে বা দৃষ্টি দেয় তবে জাতকের জ্যোতিষ বিদ্যার সাফল্য যােগ আসবে, চতুর্থ ও পঞ্চম বা অষ্টম পতির দশায় বা অষ্টম ভাবগত এবং অষ্টম ভাব দর্শী গ্রহের দশায় জ্যোতিষ শিক্ষার জ্ঞান অর্জন হয়। 

32 ) নবম হতে গবেষণামূলক বিদ্যা বা স্পেশাল Qualification সুতরাং নবম পতির দশায় বা নবম ভাবস্ত গ্রহের দশায়, নবম ভাব দৰ্শী গ্রহের দশায় , নবম পতির সহিত সম্পর্কিত গ্রহের দশায় জ্যোতিষ শিক্ষা লাভ হয়।

33 ) রাশি বা লগ্নের সপ্তমে রাহুর অবস্থান বা দৃষ্টি দান করলে। অসবর্ণ বিবাহ হবে, এখন প্রশ্ন বিবাহ উচ্চবর্ণ নিম্নবর্ণ, যদি রাশি বা লগ্নতে বৃহস্পতির প্রভাব থাকে তবে উচ্চবর্ণ নচেৎ নিম্নবর্ণ।

 অন্যান্য পোস্ট- 9 শ্রেণীর মেয়েদের চিনুন।

34 ) রাশি বা লগ্নের সপ্তমে যদি রবি, শনি বা রাহু দৃষ্ট হয় তবে আইনগতভাবে ডিভাের্স হয়।

35 ) রাশি বা লগ্নে যদি শনির অবস্থান বা দৃষ্টি থাকে এবং সপ্তম একাধিক পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় দ্বিতীয় বিবাহ হতে পারে।

36 ) সপ্তম স্থানে বা সপ্তম পতির ওপর যদি শনির প্রভাব থাকে তবে পার্টনার লম্বা ও কালাে হয় | বিপরীত পক্ষে যদি সপ্তম স্থানে বা সপ্তম পতির ওপর রাহুর দৃষ্টি থাকে তবে পার্টনার বেঁটে কালাে হয়।


Astrologer Dr Prodyut Acharya, 

M A. M Phil, PhD. in Astrology Gold medalist. 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ