গীতার অন্য রকম ব্যাখ্যা,
|
|
মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কে দেখা যাচ্ছে যে অর্জুনের সারথি হিসেবে, অর্জুন রথী, শ্রীকৃষ্ণ সারথী এবং পাঁচটি ঘোড়া সেই রথ টেনে নিয়ে যাচ্ছে, পাঁচটি ঘোড়া অর্থাৎ পাঁচটি পশু এই পশুদের যদি আমাদের ইন্দ্রিয় দের সঙ্গে তুলনা করি, অর্থাৎ শ্রবণ, দর্শন, স্পর্শন, ঘ্রাণ ও আস্বাদ গ্রহণ, এই পঞ্চইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী এবং এদের দ্বারাই আমাদের এই মানবদেহ রূপী রথটা পরিচালনা করা হয়, এই পাঁচটি পশুর প্রত্যেকেই চায় স্বাধীন থাকতে অর্থাৎ জিভা চায় ভাল মন্দ স্বাদ গ্রহণ করতে, চোখ চায় ভাল মন্দ দেখতে, কান চায় ভাল মন্দ শুনতে, ত্বক চাই ভাল মন্দ স্পর্শ করতে, এবং নাক চায় ভালো মন্দ গন্ধ পেতে | এঁদের মনের দ্বারা পরিচালনা করতে হয় , যতক্ষণ মন এই পঞ্চইন্দ্রিয়কে পরিচালনা করে ততক্ষণ অবধি সব কিছু ঠিকঠাক চলে, যখনই কোনও ইন্দ্রিয় দ্বারা মন পরিচালিত হয় তখন কিন্তু সব কিছুর গোলযোগ ঘটে অর্থাৎ , কারও জিভের দ্বারা যদি মনের পরিচালিত হয় সে সব সময় চাইবে ভালমন্দ আস্বাদন করতে অর্থাৎ ভাল মন্দ খাবার খেতে , তাঁর জীবনের মূল উদ্দেশ্য হবে ভাল মন্দ খাওয়া| আর যখন সে ভালো মন্দ খাবার না খেতে পারবে, তখন এসে ক্রোধীত হবে, তখনই যত অশান্তির সৃষ্টি হবে , আবার কারও চোখের দ্বারা মনের পরিচালিত হলে সেই মানুষের ইচ্ছে থাকবে ভালো মন্দ দেখা, (মানুষ সাধারণত খারাপ দিকে বেশি আগ্রহী হয়) এই ভাবে প্রতিটি ইন্দ্রিয় মানুষকে বশ করে ফেলে আর এই ইন্দ্রিয় দ্বারা বশ হয়ে মানুষ যা না করার সেই কর্ম করে ফেলে , আর যখনই সেই ইন্দ্রিয়ের কাজে বাধা পড়ে তখন সে ক্রোধীত হয়, আর এই ক্রোধের কারণে তাঁর জীবন থেকে আস্তে আস্তে সমস্ত সুখ শান্তি চলে যেতে শুরু করে|
তাহলে এই ইন্দ্রিয় গণকে মনে ও বুদ্ধি দ্বারা পরিচালনা করা প্রয়োজন , এঁদের আয়ত্ব করা মানব জীবনের প্রধান কাজ এবং সফলতার চাবিকাঠি| আমরা যে কোনও কাজ প্রথমবারের জন্য করি শখে এবং দ্বিতীয় বারের জন্য করার ইচ্ছা জাগে এবং বার বার করে তা আমাদের স্বভাব বা অভ্যাসে পরিণত হয়, এই স্বভাব বা অভ্যাস অনেকের কাছে পরিবর্তন করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় , তখন আমরা মনে ভাল চিন্তা করলেও আমাদের এই স্বভাবের কারণে সেই ভালো চিন্তা অনুসারে কাজ করতে পারি না, এবং স্বভাবেরও পরিবর্তন করতে পারিনা, এই স্বভাব তো আর একদিনে তৈরি হয়নি এই সব অভ্যাস তৈরি হয়েছে আমরা যত দিন সেই কাজ শুরু করেছি তখন থেকেই| তাই আমাদের প্রত্যেকের কোনও কাজ করার আগে সেই কাজ কেন করছি তার সম্পর্কে ভাল করে ভেবে না উচিত, নইলে ওই পাঁচটি পাগলা ঘোড়া আমাদের দেহ রুপির রথ তাকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করে ধ্বংস করার পথে নিয়ে যাবে| তাই আমাদের মনটাকে করতে হবে কৃষ্ণের মতো সারথি যে চালাক চতুর বুদ্ধিমান যে এই পাঁচটা পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণ করে আমাদের রথকে সঠিক পথে পরিচালনা করবে|
Nice
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনদারুণ ব্যাখা করেছেন ! আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ !
উত্তরমুছুন