আষাঢ় মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়
|
আষাঢ় মাসে জন্ম হলে
|
মিথুন রাশি, রাশি চক্রের তৃতীয় রাশি| মিথুন রাশিতে যখন রবি প্রবেশ করে তখন আষাঢ় মাসের শুরু হয়| জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের স্বভাব ও প্রকৃতি ভাগ্যের সম্পর্কে জাতকের কিছুটা স্থূল ধারণা পাওয়া যায়|
আষাঢ় মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম, তাঁরা বিচার শক্তি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি ও মেধাবী হয়ে থাকে| এদের মধ্যে হৃদয়ের আবেগের থেকে বাস্তব বুদ্ধি বেশি থাকে| এরা সমস্ত কর্মই বিচার বুদ্ধির দ্বারা করে থাকে | এরা যুক্তি ছাড়া কিছুই বুঝতে চায় না এবং সেই মত মানতেও রাজি নয়| এদেরকে কোনও বিষয় বোঝাতে গেলে তার যথেষ্ট প্রমাণ থাকা প্রয়োজন | এরা বেশ প্রতিভাশালী হয়ে থাকে যে কোনও ব্যাপারকে চুলচেরা বিশ্লেষণ করে বা যুক্তি সহকারে বোঝার চেষ্টা করে| অন্যের ক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে সহজেই ধারণা করতে পারে, এবং তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তা ভালো করেই জানে | এঁদের কথা অন্যদের প্রভাবিত করে, এদের সহজে বুঝে ওঠা যায় না, কারণ এদের মনে সর্বদাই দৈত্বভাব থাকে | এরা যে কোনও বিষয়ের ভালো ও মন্দ দিক ভালো ভাবে বোঝার চেষ্টা করেন| এরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এবং এরা একই সময় একাধিক কাজ করতে চায়| এদের মানসিকতা অত্যন্ত পরিবর্তনশীল এরা কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না| আজ যে কর্মের জন্য এরা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে, কাল সেই কাজ করার কোনও উদ্যোগ নেই বা সেই কাজের প্রতি সে উদাসীনতা দেখাতে পারে| এরা একই সময় কোনও মানুষকে প্রশংসা করতে পারে আবার তাঁর পরবর্তী মুহূর্তে তার প্রতি ঘৃণার ভাব জন্মাতে পারে এবং দুর্নাম করা শুরু করতে পারে| এরা যে কোনো বিষয়েই কোনো মত বা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, কিছু দিন পরই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারেন| এরা চঞ্চলতা ও অস্থিরতার কারণে মাঝে মাঝে মানসিক অবসাদ গ্রস্ত হয়ে পড়ে | এরা যে কাজে বেশি কথা বলা অর্থাৎ বাকপটুতার প্রয়োজন যেমন শিক্ষকতা, সাংবাদিকতা, বক্তা, দালালি বা আইনজীবীর বিশেষ উপযুক্ত| এঁরা প্রতিভাশালী হলেও যে কোনও একটি কর্মে স্থির থাকতে পারে না বলে এদের সহজে উন্নতি হতে চায় না| এরা যদি নিজেকে স্থির রাখতে পারে তাহলে এদের দ্বারা অনেক বড় বড় কাজ করা সম্ভব, এবং নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ হবে | প্রেমের ক্ষেত্রেও এদের দ্বৈত ভাবের কারণে বিভিন্ন সমস্যা হয়| পরকীয়া প্রেম অথবা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে | এদের অত্যধিক চিন্তা মস্তিষ্কের উপরে পড়ার জন্য মস্তিষ্কের বা স্নায়বিক রোগের সম্ভাবনা আছে| এ ছাড়াও ফুসফুস, হৃদরোগের সম্ভাবনা থাকে| এই দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন|
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন