বৈশাখ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতি হয়
|
বৈশাখ মাসে জন্ম হলে
|
রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশিতে রবি
প্রবেশ করলে বৈশাখ মাসেই শুরু হয়, তাই রবির অবস্থান অনুযায়ী মানুষের জন্ম থেকে মানুষের ভাগ্যের একটা স্থুল ধারণা পাওয়া যায়।
বৈশাখ মাসে জন্ম হলে জাতক বা জাতিকার মধ্যে চঞ্চলতা কর্ম প্রবণতা তেজস্বী ভাব এবং জেদী ধরণের হয়ে থাকে| এদের মধ্যে কর্ম করার উন্মাদনা, এগিয়ে যাওয়ার ইচ্ছে, সব সময় সব কাজে নেতৃত্ব দেবার ইচ্ছা খুব বেশী দেখা যায়| এরাঅন্য লোকের মতে কাজ করতে চায় না নিজের মতো কাজ করতে ভালোবাসেন, নিজের মতো কাজ করতে পারলে এঁরা খুশি থাকে| এঁদের চঞ্চলতা ও কাজের প্রতি তীব্র ঝোঁক বা আবেগ থাকলেও যে কোনও কাজ করতে গেলে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন|এরা একঘেয়ে জীবনযাপন করতে ভালবাসে না পরিবর্তনের মধ্যে থাকতেই পছন্দ করেন, সংস্কার প্রিয়তার ঝোঁক বিশেষভাবে এদের মধ্যে আছে, আদর্শ অনুযায়ী কাজ করতে ভালবাসেন| এরা যে কোনও বিষয় নিয়ে এবং স্বার্থে আঘাত পড়লে সহজেই উত্তেজিত হতে পারেন এবং উত্তেজনার বশে কোনও হঠকারী কাজও করে ফেলতে পারে| এরা সব বিষয় আগে থাকতে চায় এবং জীবনে নতুন কিছু করতে চায়, এদের পিছনে ফেলে কেউ এদের আগে চলে যাবে এঁরা তা পছন্দ করেন না| নিজের শক্তি কর্মক্ষমতা ও যোগ্যতাকে এঁরা খুব বড় করে দেখে, অন্যের দোষ খুঁজে বার করে তা লোকের সামনে উপস্থিত করা এদের এক ধরনের স্বভাব, কিন্তু অন্যরা এঁদের সম্পর্কে কোনও সমালোচনা করলে তা কক্ষনও এরা সহ্য করতে পারে না| এদের বোঝাতে গেলে শান্ত মস্তিষ্কের মানুষের প্রয়োজন| এরা পুরনো নিয়ম ভেঙে নতুন নিয়মে কাজ করতে বেশি ভালবাসে| এঁরা যে কাজেই হাত দিক না কেন নিজের একগুঁয়ে পরিশ্রম দ্বারা তা সম্পন্ন করে তোলে, এবং যেকোনো কাজের বড় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বেশি ভালোবাসে| এরা বেশ উচ্চ আকাঙ্ক্ষিত ও আত্মাভিমানী হয়| এরা জীবনে বেশ কিছু উন্নতির সুযোগ পেয়ে থাকে, কিন্তু চঞ্চলতার কারণে এঁরা উন্নতির সুযোগ ঠিকভাবে গ্রহণ করতে সক্ষম হয় না| এদের জীবন অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে কাটে, উন্নতি করার প্রবল ইচ্ছা থাকায় এবং কর্মের লেগে থাকার কারণে এদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এরা দুর্ভাগ্যকে পিছনে ফেলে নিজের ভাগ্য নিজেরা তৈরি করে নিতে সক্ষম হয়| এদের উত্তেজিত মানসিকতা থাকার কারণে জীবনে কিছু বিষয়ে এঁদের সুখ থাকে না যেমন বন্ধু বান্ধবের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ও পারিবারিক ক্ষেত্রে অশান্তি থাকতে পারে, এবং মস্তিষ্ক রোগ স্নায়বিক রোগ চক্ষু রোগের সম্ভাবনা থাকে, তাই সঠিক ঘুম ও সঠিক বিশ্রামের প্রয়োজন|
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন