প্রতিটি আঙুলের পর্ব বিচার
|
আঙুলের পর্ব
|
হাতের আঙুলকে তিন ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগকে এক একটি পর্ব বলে। শুধু বুড়ো আঙুলের দু’টি পর্ব আছে। কোন আঙুলের কোন পর্বে কি রকম ফলাফল হয়ে থাকে ? তা দেখে নিন।
সবার প্রথমে বৃদ্ধাঙ্গুলি,
বৃদ্ধাঙ্গুলি শুক্রের ক্ষেত্রে উপরে দাঁড়িয়ে আছে বলে একে শুক্রের আঙুল বলা হয়
১। নং পর্বটি ইচ্ছাশক্তি উচ্চাকাঙ্খা ত্যাগ আবেগ নির্দেশ করে।
২। নং পর্বটি বিচারশক্তি বিশ্লেষণ শক্তি বাস্তবতা যুক্তি নির্দেশ করে।
তর্জনি
তর্জনী বৃহস্পতির ক্ষেত্রের উপরে আছে বলে একে বৃহস্পতির আঙুল বলা হয় যার এই আঙুল সুগঠিত হলে।
৩। নং পর্বটি মান, কল্পনা শক্তি ও প্রকৃতি প্রেমনির্দেশ করে।
৪। নং পর্বটি পদমর্যাদা জ্ঞানের প্রকাশ উচ্চ আকাঙ্ক্ষা ও অহংকার নির্দেশ করে।
৫। নং পর্বটি জ্ঞান বিদ্যা বুদ্ধি অনুভূতি ও মানসিক শক্তি নির্দেশ করে।
মধ্যমা
এই আঙুল শনির ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছে বলে একে শনির আঙুল বলা হয় এই আঙুল লম্বা ও সুগঠিত হলে
৬। নং পর্বটি স্বাধীনতা গণিত সঞ্চয় ও ভক্তি ভাব নির্দেশ করে।
৭। নং পর্বটি ভূমি বা কৃষি সংক্রান্ত জীব প্রেম কাম আর্কষণ ভাব নির্দেশ করে।
৮। নং পর্বটি গম্ভীরা চিন্তাশীল ও গুপ্তবিদ্যা এবং তীর্থভ্রমণ বোঝায়।
অনামিকা
রবির ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছে বলে একে রবির আঙুল বলা হ, এই আঙুল সুন্দর ও সুগঠিত হলে।
৯। নং পর্বটি জলজ সংক্রান্ত বিষয়ঐশ্বর্য ও দারিদ্রের অবস্থা নির্দেশ করে।
১০। নং পর্বটি জ্ঞান বুদ্ধির বিকাশ ও প্রকাশ এবং বিচারশক্তি নির্দেশ করে।
১১। নং পর্বটি বুদ্ধি চিন্তাধারা ও সাধারণ শক্তি নির্দেশ করে।
কনিষ্ঠা
বুধের ক্ষেত্রের উপরে আছে বলে একে বুধের আঙুল বলা হয়, এই আঙুল লম্বা ও সুগঠিত হলে।
১২। নং পর্বটি স্নেহ মমতা কুটিলতা ও মনোবল নির্দেশ করে।
১৩। নং পর্বটি বাণিজ্য গণিত ও বিদ্যার্জনের ক্ষমতা নির্দেশ করে।
১৪। নং পর্বটি জ্ঞান বিদ্যা উচ্চ ভাবধারা মানসিক তেজ নির্দেশ করে।
হাতের আঙুলের যে পর্ব বেশি দীর্ঘ ও সুগঠিত হবে জাতক সেই সংক্রান্ত বিষয় বেশি ফলাফল পাবেন, হাতের যেই আঙুল রুগ্ন, বক্র বা অতি ছোট হলে সেই গ্রহের ক্ষেত্র সহ সেই আঙুলের সমস্ত পর্বের অশুভ কল্পনা করে নিতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন