জৈষ্ঠ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

জৈষ্ঠ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়

জৈষ্ঠ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

জৈষ্ঠ মাসে জন্ম হলে 


বৃষ রাশি,  রাশি চক্রের দ্বিতীয় রাশি,  বৃষ রাশিতে রবি প্রবেশ করলে জৈষ্ঠ্য মাসের শুরু হয়, বৃষ রাশিতে রবির অবস্থান থেকে মানুষের স্বভাব প্রকৃতি ও ভাগ্য সম্পর্কে মোটামুটি স্থুল ধারণা  পাওয়া যায়|

জ্যৈষ্ঠ মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তাদের মানসিক শক্তি, সহনশীলতা, ইচ্ছাশক্তি ও একাগ্রতা খুব বেশি থাকে, এরা  বিশেষ জেদী ও একগুঁয়ে ধরনের হয়ে থাকে, এবং নিজের সিদ্ধান্ত স্থিরভাবে ধরে রাখার চেষ্টা করে| এরা সহজে রাগ করেনা, কিন্তু যখন রাগ করে তখন রাগে আত্মহারা হয়ে সাংঘাতিক আকার ধারণ করে| এদের সহ্য ক্ষমতা প্রচুর এরা কঠিন পরিস্থিতির মধ্যেও আত্মবিশ্বাস ধরে রাখতে পারে এবং শান্ত থাকে|এদের প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী, হওয়ার কারণে অনেকে এদের যোগ্যতার চেয়েও অনেক বেশি যোগ্য বলে মনে করে|এরা একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে, যারা এদের অধীনস্ত হয় বা ভালোবাসার পাত্র হয় তাদের সঙ্গে স্নেহশীল ব্যবহার করে,
 এরা আমোদপ্রিয় ও ভোগী প্রকৃতির হয়ে থাকে| এরা অতিভোজন প্রিয়, ভালো-মন্দ খাওয়ার দিকে ঝোঁক বেশি দেখা যায় এবং নিজে খেতে এবং অন্যকে খাওয়াতে  খুব ভালবাসে| এরা মন খুলে মিশতে বেশি পছন্দ করে, যাদের ভালবাসে তাদের সব দিক থেকেই ভালবাসে, আর যাদের উপর রাগ করে বা ঘৃণা করে, তাদের তাদের কোনমতেই সহ্য করতে পারে না|এরা রক্ষনশীল, পরিবর্তন স্বীকার করতে চায় না,  এরা প্রচলিত ভাবধারায় চলতে ভালোবাসে,  সংস্কার প্রিয়তা এদের মধ্যে অল্প মাত্রায় দেখা যায়| এদের ইচ্ছাশক্তি, ব্যক্তিত্ব ও সহ্যগুণ সব কিছু থাকা সত্ত্বেও এরা ভাগ্যে বিশ্বাসী| এই জন্য  কিছু মানুষ কর্মবিমুখ হয়ে পড়ে| আবার কিছু মানুষ আত্মনির্ভরশীল হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়| জ্যৈষ্ঠ মাসে জন্ম মানুষের রাশিচক্রে গ্রহ অবস্থান যদি ভাল থাকে এদের স্মৃতিশক্তি,  ধারণশক্তি,  বিচার করার ক্ষমতা,  যুক্তি প্রবণতা খুব বেশি দেখা যায়| এবং যদি গ্রহ অবস্থান ভালো না থাকে,  তাহলে জাতক ভোগ বিলাসিতায় আকৃষ্ট  হয়ে থাকে,  আবার কখনো অসৎ সঙ্গে মিশে অসৎকর্ম ও নেশাগ্রস্থ হতে পারে| এই ধরনের মানুষ প্রবল ইচ্ছাশক্তি,  দৃঢ়তা ও আবেগের কারণে এরা শত্রুতার  ক্ষেত্রে প্রচণ্ড হিংসার পরিচয় দেয়| কর্মের ক্ষেত্রে এরা বেশ দায়িত্ব নিয়ে কাজ করে,  এরা রক্ষণশীল প্রকৃতির হয়ে থাকে যে কাজে দৃঢ় ইচ্ছা শক্তির প্রয়োজন সেখানে জাতক বিশেষ কর্ম ক্ষমতা দেখাতে পারে, এই ধরনের মানুষ দায়িত্বপূর্ণ পদের উপযুক্ত|আবার কিছু ক্ষেত্রে আলস্য ও আরামপ্রিয় তার কারণে বাধা পড়ে, কিন্তু তবুও জাতক ভাগ্যশালী হয়ে থাকে|এদের উত্তরাধিকার সূত্রে ধন-সম্পদ প্রাপ্ত হতে পারে| নিজের একগুঁয়েস্বভাব ও প্রবল ইচ্ছাশক্তির কারণে এরা চেষ্টা করে  উন্নতি করতে পারে| জমি কেনাবেচা কাজেও বেশ লাভবান হয়| সাধারণত এরা সমাজে রাজনীতিতে নিয়মের রক্ষা করে এবং শাস্ত্রের পক্ষপাতী হয়ে থাকে| এদের জীবনীশক্তি খুব বেশি হয়,  কিন্তু অলসতা বিলাসিতা ও অতিভোজনের কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে|

নমস্কার 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার