আশ্বিন মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়
|
কন্যা রাশি
|
রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি, এই কন্যা রাশিতে যখন রবি প্রবেশ করে তখন আশ্বিন মাসের শুরু হয়|
জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য সহ ভাগ্য সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায়|
আশ্বিন মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তারা অত্যন্ত বিচার শক্তিসম্পন্ন ও বুদ্ধিমান হয়ে থাকে, এরা যেকোন ব্যাপারকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখে, ব্যবসায়িক বুদ্ধি এদের মধ্যে অত্যন্ত প্রখর, এরা সব কাজের থেকেই লাভের দিকটা খুঁজে বার করার চেষ্টা করে| এরা ভাল সমালোচক হয় অন্যদের দোষ ত্রুটি খুব তাড়াতাড়ি এদের নজরে পড়ে, ঠিক তেমনি নিজের কোন দোষ ত্রুটি থাকলে তাও পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজেকে সৎ বানাবার মন-মানসিকতা এদের মধ্যে থাকে| এরা নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা সমস্ত ব্যাপার কে বিচার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে এবং তুলনা তুলনামূলক বিচার করতে এরা যথেষ্ঠ সক্ষম| এরা অত্যন্ত সতর্ক প্রকৃতির তাই এদের সহসা কোনো লস করতে হয় না| এরা কোন বিপদে পড়লে এদের উপস্থিত বুদ্ধি দ্বারা সেই বিপদ থেকে মুক্তি পায় এবং নিজের ভাবধারা নষ্ট হতে দেয় না |এরা নিয়ম-শৃঙ্খলা পক্ষপাতী পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে| গৃহে আসবাসপত্র বা সংসারের অন্যান্য দ্রব্য যত্নসহকারে সাজিয়ে রাখার ইচ্ছা এদের মনে থাকে, অনিয়ম বা উশৃংখলতা এরা পছন্দ করে না, অর্থাৎ রুটিনমাফিক ভাবে চলতে ভালোবাসে এবং যারা রুটিন মাফিক চলে তাদের ও খুব পছন্দ করে | এদের মধ্যে নৈতিক জ্ঞান খুব বেশি পরিমাণে থাকে এদের মন যেমন পবিত্র ও নির্মল, নীতিবান আবার তেমনই কূটনীতিজ্ঞ, স্বার্থবুদ্ধি পরায়ন এরা ভালোর সঙ্গে ভালো মন্দের সঙ্গে অত্যন্ত মন্দ করে থাকে| আশ্বিন মাসে জন্ম যেসব মানুষের চরিত্র উন্নত ধরনের তাদের মধ্যে নির্মলতা পবিত্রতা বা ন্যায়নীতি অনুযায়ী কাজ করার ইচ্ছা দেখা যায় তারা চেষ্টা করলে উন্নত এবং ধর্ম কে সঙ্গে নিয়ে জীবনযাপন করতে পারে| তবে এরা ধর্ম জগতের থেকেও লৌকিক জগতে প্রভাব বিস্তার বেশি করতে পারে| আবার এই মাসে জন্ম অনেক মানুষের মধ্যেই কূটনীতি ব্যবসাদারী বুদ্ধি, খুব বেশি পরিমাণে দেখা যায়, মানুষকে বোঝাবার অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে থাকে, এবং সেই ক্ষমতা দ্বারা তাদের ব্যবসায়িক স্বার্থ সিদ্ধি করে নিতে অসুবিধা হয় না| এই জাতক ব্যবসার কাজে উপযুক্ত কারণ এদের তীক্ষ্ণবুদ্ধি, কর্মক্ষমতা, লোকজনের সঙ্গে মেলামেশা বা তাদের সঙ্গে হৃদ্রতা, এবং খুব তাড়াতাড়ি পরিচয় করে নিয়ে তাদের মনের কথা জান জানতে তিনি অত্যন্ত পটু, যে কোন অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, কোন বিপদে বা খারাপ অবস্থায় পড়লেও এরা সহজ বিচলিত হয় না, এবং তার রাস্তা খুঁজে বের করে তারাতারি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারে| এদের অনেক গুণাবলী থাকা সত্ত্বেও এরা কিন্তু বিশেষ ভাগ্যবান নয়| জীবনে অত্যন্ত পরিশ্রমের দ্বারা উন্নতির সুযোগ করে নিতে হবে| প্রথম জীবনে এদের উন্নতি হওয়া খুব মুশকিল, কিন্তু প্রথম জীবনে যেমন কর্ম করবে, মধ্য বয়স থেকে সেই কর্ম অনুসারে ভাগ্য উন্নতি হবে, অর্থাৎ এদের নিজের ভাগ্য নিজের হাতেই থাকে এবং নিজের কর্ম অনুযায়ী ভাগ্য নির্ধারণ করতে হয়| অনেকের পারিবারিক সমস্যার জন্য ভাগ্য উন্নতিতে বাধা দেখা যায়| কর্ম করার গুণ এদের মধ্যে তো থাকেই, ব্যবসা-বাণিজ্যে বিশেষ, উপযুক্ত মানুষ, এছাড়াও দালালী বা এজেন্সি, খাদ্যদ্রব্য, ঔষধ ছাপাখানা, পুস্তক বিক্রেতা বা প্রকাশক ইত্যাদি কর্মে নিজের ভাগ্য উন্নতি করতে পারে| শিক্ষা সাহিত্যের দিকেও এদের বিশেষ ঝোঁক থাকতে পারে, এই ধরনের জাতক শিক্ষক, অধ্যাপক, সাহিত্যিক, সমালোচক, সম্পাদক, প্রভৃতি কাজের উপযুক্ত হয়ে থাকে| আশ্বিন মাসে জন্ম মানুষের ভাগ্য অনেকটা বিবাহিত জীবনের উপর নির্ভর করে, অর্থাৎ বিবাহিত জীবন সুশৃংখল পূর্ণ না হলে এদের জীবন অশান্তিময় হয়ে ওঠে| সংসারের দিকে এদের খুব আকর্ষণ আছে, কিন্তু যদি স্ত্রী মনের মতো না হয় তার সঙ্গে মনের মিল না হয় তাহলে গৃহের শান্তির অভাবে তাদের নৈতিক অধঃপতন ঘটার সম্ভাবনা থাকে| সুতরাং বিবাহ ক্ষেত্রে জাতককে অনেক ভাবনা চিন্তা করে বিবাহ করা প্রয়োজন| এদের স্বাস্থ্য মোটামুটি ভালই থাকে কিন্তু অত্যন্ত পরিশ্রম ও দুশ্চিন্তা করার কারণে এদের স্বাস্থ্যহানি হতে পারে এবং পেটের রোগ, কলেরা বা যৌন রোগ, একজিমা, রক্ত সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে| হজম পেটের গোলমাল সম্পর্কেও জাতকের বিশেষ সাবধান হওয়া প্রয়োজন|
এই বলে আজকের লেখা শেষ করছি
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন