হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

অর্থের অভাব ভুগছেন? অর্থ কষ্ট দুর করতে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু প্রতিকার |

Money Problem Solution
আর্থিক সমস্যা সমাধান 

কিছু মানুষ জীবনে সমস্ত রকম প্রচেষ্টা করে, নিজের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেও আর্থিক সমস্যার সমাধান করতে পারে না। যা কিছু করার ছিল সম্ভাব্য সব জিনিসগুলি করছে তবুও কোনওভাবে আর্থিক সমস্যার সমাধান করতে পারছে না। যদি আপনি এই ধরনের আর্থিক সমস্যা ভোগ করছেন? তাহলে বুঝতে হবে এটি গ্রহ নক্ষত্রের প্রভাব, জ্যোতিষীয় পদ্ধতির মাধ্যমে আর্থিক সমস্যার সমাধানের জন্য আপনাকে জ্যোতিষ সংক্রান্ত প্রতিকার গুলি অনুসরণ করতে হবে।

জ্যোতিষ শাস্ত্র মতে অর্থ কষ্ট দুর করতে কিছু টোটকা সম্বন্ধে আলোচনা করছি, এই প্রতিকারের মাধ্যমে আর্থিক সমস্যাগুলি অনেকটাই দুর করতে পারবেন। ভবিষ্যতে সুখ সমৃদ্ধির জন্য নিচে দেওয়া জ্যোতিষীয় প্রতিকারগুলি পড়ুন।

শ্রদ্ধা - সকলকেই শ্রদ্ধা অর্থাৎ বিনয়ের সাথে কথা বলুন, এটাই নিজের আচরণে পরিণত করুন। বিশেষ করে মহিলাদের সঙ্গে সুন্দর আচরণ করুন, যে বাড়িতে নারীর সন্মান নেই সেখানে লক্ষী নেই। আর যে বাড়িতে মেয়েদের সম্মান ও ভালবাসা দেওয়া হয় সেখানে লক্ষীদেবীর আশির্বাদে সর্বদা সুখ শান্তি ও অর্থ সমৃদ্ধ হয় শাস্ত্র অনুযায়ী মহিলাদের দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক হিসেবে দেখা হয়।

সঠিক কর্ম - অর্থ উপার্জন করার অনেক সুযোগ জীবনে আসতে পারে, কিন্তু অনায্য বা অসৎ পথে কখনই অর্থ উপার্জন করবেন না। খেয়াল রাখতে হবে যে অর্থ উপার্জনের সাথে আপনি যেন মানুষের শুভ আশিসও অর্জন করতে পারছেন। এই অর্থ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। 

দান -  প্রতি মাসে উপার্জনের কিছু অংশ গরীব দুখী মানুষকে দান করুন (কুপাত্রে দান নিস্ফল) এটি আপনার জীবনে আশীর্বাদ বয়ে আনবে। সাদা রঙের বস্তু দান করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। 

সিন্দুকের সঠিক অবস্থান - সিন্দুক বা অর্থ-সম্পদ রাখার লকার, আলমারি, যেখানে টাকা কড়ি ও গহনা সম্পদ রাখা হয়, সেটা ঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে স্থাপন করুন, খেয়াল রাখতে হবে লকারের মুখ যেন উত্তর দিকে থাকে। উত্তর দিকের অধিপতি কুবের, উত্তর দিকে মুখ থাকলে  অর্থ সম্পদ বেশি আকর্ষণ করবে।

কুবের যন্ত্র স্থাপন - একটি কুবের যন্ত্র ঘরে পূজোর স্থানে লাল কাপড়ে  রাখতে পারেন। প্রতিদিন লক্ষীদেবীর সাথে কুবেরের পুজো ও আরাধনা করুন।

মূল্য দিয়ে কাজ করান - সর্বদা খেয়াল রাখতে হবে আপনার প্রয়োজনে অন্যেরা যে পরিষেবাগুলি দিছেন সেগুলির সঠিকভাবে জন্য মূল্য প্রদান করুন, অন্যের কাছ থেকে কখনোই কোনো কিছু নিখরচায় নেবেন না। এমন জিনিস যা অন্যেরা অর্থের জন্য আপনাকে দিয়েছেন। বিনা মূল্যে কোনো পরিসেবাই গ্রহণ করবেন না। 

তুলসী গাছ - বাড়িতে অবশ্যই তুলসীর গাছ থাকা উচিৎ। প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় একটি প্রদীপ জ্বালান এবং প্রার্থনা করুন। এতে পরিবারের সম্পদ ও বৃদ্ধি পাবে। 

পরিচ্ছন্নতা - ঘর বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, নোংরা ও ভাঙা বস্তু ঘর থেকে বিদায় করুন। ভাঙা পাত্র ও ছেঁড়া পোশাক ব্যবহার করবেন না, প্রয়োজনে ঠিক করে নেবেন।

উপাসনা - প্রতিদিন সকালে স্নান সেরে নিজে কিছু খাওয়ার আগে দেবী লক্ষীর পুজো করুন, দেবীর আশীর্বাদে দিন ভালো যাবে ও ধীরে ধীরে অর্থ কষ্ট দুর হবে।

বিষ্ণুর উপাসনা - প্রতি শুক্রবারে, ভগবান বিষ্ণুর আরাধনা করুন ও দক্ষিণা শঙ্খ (ডানদিক খোলা) বাজিয়ে ভগবান বিষ্ণুকে জল অর্পণ করুন, এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।


 যদি আপনি নিজের প্রচেষ্টার মাধ্যমে, গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কাটিয়ে, আর্থিক সমস্যা সমাধান করতে, জ্যোতিষীয় পরামর্শ নিতে চান? আপনাকে সহযোগিতা করবে, Gold medalist, Astrologer and palmist "Dr. Pradyut Acharya" MA MPhil PhD in astrology. blessed by many people has been serving people through astrology for over ten years. He has been practicing and researching astrology regularly.

Contact +91 9333122768 

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ