মনিবন্ধ রেখা বা bracelet line

হাতের কব্জিতে মণিবন্ধ রেখা bracelet line মানুষের হাতের কব্জিতে যে রেখাগুলো দেখা যায়, সেগুলোকেই মনিবন্ধ রেখা বা ব্রেসলেট রেখা বলে | জ্যোতিষ শাস্ত্র অনুসারে মণিবন্ধ রেখা থেকে মানুষের স্বাস্থ্য, আয়ু, ভাগ্য এবং সন্তান সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়| প্রত্যেক মানুষের হাতের কব্জিতে মণিবন্ধ রেখার সংখ্যা ও আকার আলাদা আলাদা ধরনের হয়ে থাকে | হস্তরেখা অনুযায়ী যে মানুষের হাতের কব্জিতে চারটে মনিবদ্ধ রেখা থাকে, তাদের আয়ু 100 বছর ধরা হয়| যাদের হাতে তিনটি মণিবন্ধ রেখা থাকে সেই ব্যক্তির 75 বছর আয়ু ধরা হয় | যাদের হাতে দুটি মণিবন্ধ রেখা থাকে তাদের আয়ু 50 বছর ধরা হয় | যাদের হাতে একটি মণিবন্ধ রেখা থাকে তাদের আয়ু 25 বছর ধরা হয় | হাতে যত বেশী ও সুগঠিত মনিবন্ধ রেখা থাকে মানুষের স্বাস্থ্য তত ভালো হয় এবং তারা জীবনে অনেক অর্থ, সম্পদ, নাম, যশ, প্রতিষ্ঠা লাভ করে | অন্যান্য আপনার বুড়ো আঙুল আপনার সম্বন্ধে কি বলছে মানুষের আয়ু বিচার করতে গেলে, মণিবন্ধ রেখার সাথে সাথে, হাতের আয়ু রেখা ও হৃদয় রেখার বিচার করা প্রয়োজন| এছাড়াও মণিবন্ধ রেখা সুগঠিত ও স্পষ্ট হলে স...