হাতের রেখায় জানুন নিজের ব্যক্তিত্ব ও স্বাস্থ্য
মানুষের হাতের রেখাই নিজের কাছে সবচাইতে রহস্যময়, আঁকাবাকা রেখার মাধ্যমে, মানুষ নিজের ভবিষ্যৎ সম্পর্কে কেমন করে জানতে পারে? |
অন্যান্য
হাতের কিছু অত্যন্ত সৌভাগ্য জনক চিহ্ন
ভবিষ্যৎ সম্পর্কে জানার কৌতুহল সবার মধ্যেই থাকে |
নিজের ভবিষ্যৎ সম্পর্কে জেনে অনেক মানুষ আশার আলো খুঁজে পেয়েছেন, অনেকে হতাশার মধ্যে পড়ে গেছেন | আবার অনেকেই ভ্যগ্য সম্পর্কে জানতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন| কিন্তু জীবনে উন্নতির চেষ্টায় কেউ হাল ছাড়ে নি |
আসলে হাতের রেখা বিচার পদ্ধতি, অত্যন্ত জটিল একটি বিষয়, তার মধ্য থেকে, সহজ কিছু পদ্ধতির দ্বারা নিজের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায় |
* যে সকল মানুষের হাতে বৃহস্পতির ক্ষেত্র সুউচ্চ এবং বিস্তৃত, একই সাথে তর্জনী আঙুল বেশি লম্বা, আঙুলের নিচের পর্ব, উপরের দুই পর্বের তুলনায় সুগঠিত, পুষ্ট ও দীর্ঘ, সেই ব্যক্তি প্রভাবশালী ও অধিক শক্তি সম্পন্ন হয়ে থাকে | এরা নানা রকম ভোজন করতে খুব পছন্দ করে | এমন ব্যক্তির হাতের করতল যদি লালচে ভাব বেশি হয়, তাহলে এরা মদ্যপান করতে ভালোবাসে |
* হাতের কোন রেখা খুব বেশি গভীর হলে তা সেই বিষয় জীবনে কমবেশি সংঘর্ষ নির্দেশ করে |
কোন রেখা মোটা ও চওড়া হলে তাকে ও অশুভ হবে
কোন রেখা ভাঙা ভাঙা হলেও অশুভ হবে
* কোন ব্যক্তির আয়ু রেখা অন্য রেখার তুলনায় সূক্ষ্ম ও পাতলা ধরনের হয়, সেই মানুষ নিজের জীবনকে অত্যন্ত সংঘর্ষপূর্ণ মনে করে | আয়ু রেখায় কোন অশুভ চিহ্ন যেমন দীপ-চিহ্ন, গর্ত-চিহ্ন, ক্রশ-চিহ্ন থাকলে স্বাস্থ্যের ক্ষেত্রে অশুভ সংকেত নির্দেশ করে | এরা প্রায়ই কাল্পনিক ভয়ে ভীত থাকে, তাই এদের কোন বড় ধরনের ঝুঁকির কাজ নেওয়া উচিত নয় |
* হাতে আবার বেশি চওড়া ও গভীর আয়ু রেখা থাকলে তাদের আত্মবিশ্বাস কম থাকবে এবং এমন রেখা স্বাস্থ্যের জন্য শুভ নয় | এদের কোন কর্ম করার উৎসাহ, ও এনার্জি কম থাকে মনে ফুর্তি থাকে না | তাই এরা জীবনের সমস্ত ঘটনার জন্য ভাগ্যে কে দায়ী করে |
* যাদের বুধের ক্ষেত্র উন্নত এবং সু-উচ্চ তাদের সেন্স অফ হিউমার খুব ভালো থাকে, তারা সুবক্তা হয়ে থাকে, তাদের বক্তব্য অন্যদের আকর্ষণ করে, এবং তিনি প্রভাবশালী বক্তা হিসেবে পরিচিত হয় |
অন্যান্য
গীতার অন্য রকম ব্যাখ্যা
হস্তরেখা আপনাকে আপনার স্বাস্থ্য সম্বন্ধেও সচেতন করে।
* যেমন কোন রেখা, রাহুর ক্ষেত্র থেকে বেরিয়ে শিরোরেখা কেটে হৃদয় রেখায় স্পর্শ করে, সেই সঙ্গে হৃদয়রেখা যদি ভাঙ্গা ভাঙ্গা হয়, অথবা গর্ত চিহ্ন বা দীপ চিহ্ন যুক্ত হয় তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে|
* আবার কোন রেখা আয়ু রেখা কে কেটে যদি চন্দ্রের ক্ষেত্রের ওপর যায় তাহলে অন্ত্রের রোগ হতে পারে,
সেই রেখা যদি, আয়ু রেখাকে কেটে, চন্দ্রের ক্ষেত্রের মাঝে মাঝি পর্যন্ত চলে যায়, তাহলে তার গাট বা বায়ু জনিত রোগ হতে পারে|
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন