এই ছয় রাশির পুরুষদের চিনে বন্ধুত্ব করুন
|
Astrology |
তুলা :-
তুলারাশি এই রাশির অধিপতি শুক্র|
তুলা রাশির পুরুষ শুধু নিজের জন্য চিন্তা করে না, এরা সকলের জন্য সবসময় চিন্তা করে থাকে। ইনি সবাইকেই খুশি দেখতে চান। এরা শান্তিপ্রিয় প্রকৃতির হয় এবং সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে। এরা খুব বেশী বিশ্লেষণী প্রকৃতি হওয়ার কারণে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু এরা যেই সিদ্ধান্ত নেন তা সঠিক সিদ্ধান্ত সেটা মেনে চলাই সকলের জন্য উত্তম। আপনার যে কোনও সমস্যার সমাধান করতে তুলা রাশির বন্ধুটির পরামর্শ নিতে পারেন। তিনি সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবে। তুলা রাশির পুরুষেরা ফিটফাট থাকতে পছন্দ করে, সৌন্দর্য প্রিয় হয় প্রকৃতির সুন্দরতাকে বা যে কোনও বস্তু এ সবই তাঁর পছন্দ। সুন্দর মানুষকে তিনি ভালবাসেন।এরা সভ্য ও রুচিশীল শিল্প, সাহিত্যও খুব ভালো বাসে|
বৃশ্চিক :-
বৃশ্চিকরাশি এই রাশির অধিপতি মঙ্গল |
বৃশ্চিক রাশির পুরুষ কখনো অপ্রয়োজনীয় কোন বিষয় নিয়ে মাথা ঘামান না। এদের কাছে কোনো কিছু শুধু ভালো বা শুধুই খারাপ, ভালো খারাপের মাঝামাঝি কিছু নেই। এরা একা একা থাকতে বেশি পছন্দ করে। সোজাসাপ্টা কথা বলা এবং সোজাসাপ্টা প্রশ্ন করতে এদের জুড়ি মেলা ভার। আর এই প্রশ্নের উত্তরে যুক্তি না থাকলে এরা কখনোই মেনে নেন না। বৃশ্চিক রাশির পুরুষ নিজের প্রচেষ্টার দ্বারা নিজের ভাগ্য গড়ে নেওয়ায় বিশ্বাসী।এরা নিজের নিয়মে জীবনটাও পরিচালনা করে। দৃঢ় ইচ্ছাশক্তি থাকার কারণে যে কোনো কাজেই বারবার চেষ্টা করে যান। এরা, নির্ভীক, স্বাধীনচেতা, কঠোর পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী এই রাশির পুরুষ অনেক বাধা অতিক্রম করে জীবনে সহজেই উন্নতির পথে এগিয়ে যেতে পারে। নিজের সমস্যার কথা কাউকে জানানো পছন্দ করে না| এরা এমন ধরনের মানুষ যে এদের কখনো বস করা যায়না, তাই এদের ভালো বেশে কাছের মানুষ হওয়ার চেষ্টা করাই বৃথা| বেশ উগ্র মেজাজ থাকে, আবার কারোর থেকে কোন আঘাত পেলে তা সহজে ভোলে না| এবং সময় ও সুযোগ বুঝে তার প্রতি উত্তর দিয়ে থাকে।
ধনু :-
ধনুরাশি এই রাশির অধিপতি বৃহস্পতি |
সর্বদা চলমান পাহাড়-পর্বত বন জঙ্গল সমস্ত বাধা অতিক্রম করে চলেছেন, সত্যের সন্ধানে, জ্ঞানের সন্ধানে, সৌন্দর্যর সন্ধানে, তার এই পথচলা| এরা প্রকৃতির বন্ধনে জড়াতে চায় না, সম্পর্কের শৃঙ্খলে জড়াতে চায় না, সমস্ত বন্ধন ভেঙে স্বাধীনভাবে চলতে চায়| এরা কিছুটা দার্শনিক মনোভাব পণ্য, তাই সবকিছু গভীরভাবে চিন্তা করে, অন্যের কথা ও খুব মনোযোগ দিয়ে শোনে| এরা মাঝে মাঝে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে| সমস্ত রকম পরিবেশে, যে কোন পরিস্থিতির মধ্যে তারা থাকতে পারে| এরা অত্যন্ত আশাবাদী, এরা প্রকৃতিকে জয় করতে চায়|
মকর :-
মকর রাশি এ রাশির অধিপতি শনিদেব|
মকর রাশির পুরুষদের দেখে শান্ত সৃষ্ট নম্র-ভদ্র চুপচাপ ধরনের মনে হবে| কিন্তু এই বাহিরের আচরণ দেখে মোটেও কেউ ভুল করবেন না| এরা ঝড়ের গতিতে চিন্তাভাবনা করে থাকে এদের জীবনে যতই সমস্যা বা বাধা আসুক, সুস্থ মস্তিষ্কে, ধৈর্য সহকারে সেই বাধা অতিক্রম করার ক্ষমতা রাখে| এরা দির মানসিক শক্তি সম্পন্ন এবং কঠোর পরিশ্রমী| সফলতা লাভ করা এদের প্রধান উদ্দেশ্য| এরা কোনও ঝঞ্ঝাট পছন্দ করে না বুদ্ধি দ্বারা সমস্ত সমস্যা মিটাতে চায়|
কুম্ভ :-
এই রাশির অধিপতি ও শনি দেব এদের দেখে ও সহজ সরল মনে হলেও একেবারেই তেমনটি মনে করবেন না| এদের খোশমেজাজের পিছনে তীক্ষ্ণবুদ্ধি লুকিয়ে থাকে| এরা সৃজনশীলতার মধ্য দিয়ে সমাজে যতটা ভালো কাজ করা যায়, করার চেষ্টা করে| এরা অত্যন্ত পরিবর্তনশীল, কখনো একগুঁয়ে, কখনো সাদাসিদে, প্রকৃতির হয়ে থাকে| এদের অদ্ভুত রকমের কিছু অভ্যাস থাকতে পারে| এদের অনেক বন্ধু থাকলেও অনেক মানুষের সঙ্গে মেলামেশা করলেও সকলে বুঝতে পারে না, এরা মানুষ হিসেবে কেমন, একটু জটিল প্রকৃতির হয়ে থাকে| তাই এদের মনের মানুষ বা কাছের মানুষ হয়ে ওঠা খুব কঠিন কাজ| যদি কেউ এদের কাছের মানুষ হয়ে উঠতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করবেন|
মীন :-
মীন রাশি এ রাশির অধিপতি বৃহস্পতি|
মীন রাশির পুরুষেরা অন্তর্নিহিত হয়ে নিজের দুনিয়ায় থাকতে পছন্দ করেন| নিজের চিন্তা এবং নিজের দুনিয়ার চিন্তায় তিনি মগ্ন থাকেন| পৃথিবীর অন্য সব কিছুর দিকে এদের খুব বেশি নজর থাকে না| এদের সঙ্গে মেলামেশা করলে বোঝা যায়, এরা দুটি সম্পূর্ণ ভিন্ন জগতে বসবাস করে, দেখা যায় কথা বলছে আপনার সঙ্গে, মন পড়ে আছে অন্য কোন জগতে, সমুদ্রের দুটি ভাব উপরে অশান্ত ঢেউ ভিতরে শান্ত নিস্তব্ধতা| এদের মধ্যেও এই ভাব লক্ষ্য করা যায়| এদের বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে সমুদ্রের ঢেউয়ের মতো চলছে তীব্র অনুভূতির খেলা| এরা এতটাই রহস্যময় এদের মনে কি চলছে বোঝা সম্ভব না, হয়তো সে নিজেও বুঝে উঠতে পারে না| তারাই নিজের অনুভূতি প্রকাশ করে কোন কর্মের মাধ্যমে শিল্প-সাহিত্য মাধ্যমে| তাই সৃজনশীলতা ক্ষেত্রে মীন রাশির পুরুষ অন্য রাশির থেকে অনেক এগিয়ে, সৃজনশীলতার দিকেঈ এরা সফলতা অর্জন করতে পারে |
Astrolger and palmist
Dr. Pradyut Acharya
Contact +91 9333122768
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন