ফাল্গুন মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়

kumbh rashi

রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি, এই কুম্ভ রাশিতে যখন রবি প্রবেশ করে তখন ফাল্গুন মাসের শুরু হয়|
জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের স্বভাব চরিত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য সঙ্গে ভাগ্যের সম্পর্কেও কিছুটা আভাস পাওয়া যায়|

 ফাল্গুন মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তাদের স্বভাব চরিত্র সম্পর্কে সহজেই বোঝা যায় না| এদেরকে খুব নিরীহ মনে হলেও বাস্তবিকভাবে তারা তেমনটি নয়| সকল প্রকার লোকেদের সঙ্গে সহজে বন্ধুত্ব করতে পারে, এরা লোককে কথার মাধ্যমে বশ করতে পারে, তাই সহজেই অন্যের সঙ্গে বন্ধুত্ব হয়| যদি মনে করে লোককে ঠকাবে, সেই ক্ষমতাও এদের মধ্যে আছে, এরা অন্যদের খুব তাড়াতাড়ি প্রভাবিত করতে পারে, তাই এদের টিম বা দল পরিচালনা করার ক্ষমতা বেশ ভালো ভাবেই দেখা যায়, যদি এরা সৎ সঙ্গ করে থাকে তাহলে এরা তাহলে এরা জীবনে বিশেষ উন্নতি করতে পারে, যদি অসৎ সঙ্গে করে তাহলে অবনতি নিশ্চিত|  ত্রিশবছর বয়সের আগে সঙ্গ নির্বাচন খুব সাবধানে করা উচিৎ, তা নাহলে অসৎ সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে| এদের যে কাজ ভালো লাগে তারা সেই কাজ একাগ্রতা সহকারে সু সম্পন্ন করে তোলে| এরা অত্যন্ত ধীর স্থির ও একাগ্রতা সম্পন্ন মানুষ হয়ে থাকে| জাতকের বুদ্ধি খুব তীক্ষ্ণ, যেকোনো কল্পনার বিষয় কে নিজের মনে তিনি স্পষ্ট ভাবে উপলব্ধি করতে পারে| এরাস্নেহশীল প্রকৃতির হয়ে থাকে, যাকে ভালো লাগে তাকে ভালোবাসা ও আবেগ দেখিয়ে তার হৃদয় কে স্পর্শ করতে পারে, তাই প্রেম প্রীতির সামান্য ইঙ্গিত তার স্পর্শে সাড়া দিয়ে থাকে| জাতক প্রকৃতিকে খুব ভালবাসে, তাই প্রকৃতির সৌন্দর্য তা জাতকের দৃষ্টি আকর্ষণ করে| এরা পড়াশোনার মধ্যে থাকতে ভালোবাসে এবং চিন্তাশীল প্রকৃতির মানুষ হয়, এরা ন্যায় পরায়নতা, দয়া-দাক্ষিণ্য, বিশ্বাস এই সব গুণাবলীর অধিকারী, আবার অনেক সময় এরা তর্কে অংশগ্রহণ করতে পারে, কারণ  যুক্তি তর্ক সম্বন্ধে এদের কিছু জ্ঞান থাকে |এদের ভাগ্য খুব সৌভাগ্যশালী নয়, ভাগ্য উন্নতির চিন্তা জাতকের মনে লেগেই থাকে, কিন্তু নিজের ভাগ্যের থেকে এরা অন্যের ভাগ্য উন্নতি হয় সেই কাজ ভালো করতে পারে| যদি এরা পরিবার বা বন্ধুবান্ধবের সাহায্য পায়, তাহলে এরা সহজেই নিজের ভাগ্য উন্নতি করতে পারে| এদের আলস্য অনেক সময় এদের ভাগ্য উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়| যদি এরা অন্যের সঙ্গে মিশে অন্যের পরিচালিত কর্ম করে তাহলে ভাগ্য উন্নতির আশা বেশি থাকে| ফাল্গুন মাসে জন্ম বহু মানুষ কর্মের ব্যাপারে বিশেষ উৎসাহী ও বহু মানুষ কর্মের ব্যাপারে বিশেষ ঔদাসীন্য হয়ে থাকে| এরা অভিনয়, ইলেকট্রিক, রেলওয়ে, কোন প্রতিষ্ঠানে, চিকিৎসা, গবেষণা, আবিষ্কার, ইত্যাদি কাজে উন্নতি লাভ করতে পারে| যেসব কাজে একনিষ্ঠা ও একাগ্রতা প্রয়োজন সেই ধরনের কাজের এরা বিশেষ উপযুক্ত| এদের বিবাহিত জীবন মোটের উপর শুভ| কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত পেটের রোগ, লিভার, বদহজম, স্নায়ুবিক, হাঁটু, গোড়ালি, পায়ের যে কোন অংশে রোগ হওয়ার সম্ভাবনা থাকে| মানসিক অবসাদের কারণে এদের খিটখিটে স্বভাব হওয়ার সম্ভাবনা থাকে| আজকের লেখা এই পর্যন্তই |
নমস্কার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার