চৈত্র মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়
![]() |
Meen rashi |
মানুষের জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের স্বভাব, চরিত্র, প্রকৃতি ও বৈশিষ্ট্য সঙ্গে ভাগ্যের সম্পর্কেও কিছুটা আভাস পাওয়া যায়|
তাই চৈত্র মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তারা অস্থির চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, নিজের বিদ্যাবুদ্ধির উপরে অগাধ বিশ্বাস রাখে| এরা পরিচিত লোকের সামনে বেশ জ্ঞান বুদ্ধির পরিচয় দিলেও কার্যক্ষেত্রে জ্ঞান বুদ্ধির পরিচয় দিতে গুলিয়ে ফেলে, তখন নিজের ক্ষমতার উপর নিজেই সন্দেহ করতে শুরু করে| এদের মধ্যে ইতস্তত ভাব দেখা যায়, কিন্তু মনে উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে থাকে, কোন পথে সম্মান লাভ করা যাবে সেই সম্বন্ধে সঠিক জ্ঞান ও ধারণা থাকে| এদের মধ্যে দয়া, সহানুভূতি বা অন্যের দুঃখকে সহজে বোঝার ক্ষমতা, তাদের দুঃখে, দুঃখী হওয়া এবং তাদের উপকার করা চেষ্টা করে| এরা মানুষ হোক বা অন্য কোন প্রাণী সেবা করতে ভালোবাসে, তাই এরা ধর্ম বা ভক্তি সাধনায় উন্নতি লাভ করতে পারে| এদের চরিত্র যদি স্বাভাবিক সৎ না হয় তাহলে এরা বিশৃংখলার মধ্যে থাকতে পছন্দ করবে, এবং ব্যভিচারী, জুয়ারি, মাদক সেবনকারী, হয়ে উঠতে পারে| এরা ভ্রমণপ্রিয় মানুষ| এদের ধৈর্য্য ও স্থিরতা খুব কম থাকে| এদের চঞ্চলতার কারণে খুব কম লোকের সঙ্গে বন্ধুত্ব হয়ে থাকে, কিন্তু বন্ধু সংখ্যা কম হলেও কোনো উচ্চপদস্থ লোকের সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে, এবং তার দ্বারা সাহায্য পেতে পারে| জাতকের নানা রকম বাধা-বিপত্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, এবং কোন অজানা ঝঞ্ঝাট এর কারণেও ভাগ্য উন্নতিতে বাধা হতে পারে| জীবনে বহু প্রকার উত্থান-পতন দেখা যাবে| এরা দালালি নৌবিভাগ, সরকারি চাকরি, চিকিৎসা, আইন সংক্রান্ত, শিক্ষকতা, ইত্যাদি কাজে উন্নতি লাভ করতে পারে| জাতকের আত্মবিশ্বাস ও সাহসের অভাব দেখা যায়, তাই নিজের আত্মশক্তির উপর বিশ্বাস রাখা ভাগ্য উন্নতির জন্য বিশেষ প্রয়োজন| যে ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করলে বা যে ধরনের বই পড়লে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন| বিবাহিত জীবন ভালো মন্দ মিশ্রিত ভাবেই কাটে, কিন্তু জাতকের খামখেয়ালীপনা, খুঁতখুঁতে স্বভাবের কারণে বিবাহিত জীবনে অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে| এদের স্বাস্থ্য খুব ভালো হবেনা রক্ত সংক্রান রোগ, ক্ষয়রোগ, পায়ে আঘাত বা রোগ এছাড়া দুশ্চিন্তা ও মানসিক অশান্তির কারণে স্নায়ুবিক রোগ দেখা দিতে পারে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে স্থান পরিবর্তন জাতকের পক্ষে উপকারী হবে|
আজকের লেখা এই পর্যন্তই|
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন